সংক্ষিপ্ত
এবার ভ্যালেন্টাইন্স ডে-র দিন বড় চমক দিলেন ফ্যাশনিস্তা উরফি জাভেদ। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় রেড হট লুকে চমক দিলেন উরফি জাভেদ। লাল রঙের বিকিনি পরে হট ভিডিও পোস্ট করেছেন উরফি জাভেদ।
ফেব্রুয়ারি মাস পড়তে না পড়তেই শহরজুড়ে প্রেমের মরশুম। ভ্যালেন্টাইন্স ডে নিয়ে মাতোয়ারা সকলেই। শুরু হয়ে গেছে ভালবাসার দিন উদযাপন। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে হলেও বাঙালির ভ্যালেন্টাইন শুরু হয় সরস্বতী পুজো দিয়ে আর শেষ হয় ভ্যালেন্টাইন ডে দিয়ে। পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে আকাশে, বাতাসে , চারিদিকে শুধু প্রেম প্রেমের রব। রোজ ডে, প্রপোজ ডে , চকোলেট ডে, টেডি ডে, প্রমিস ডে, হাগ ডে, কিস ডে -র পর আজ ভ্যালেন্টাইন্স ডে। প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স দিন পালন করা হয়। এবার ভ্যালেন্টাইন্স ডে-র দিন বড় চমক দিলেন ফ্যাশনিস্তা উরফি জাভেদ।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় রেড হট লুকে চমক দিলেন উরফি জাভেদ। লাল রঙের বিকিনি পরে হট ভিডিও পোস্ট করেছেন উরফি জাভেদ। যা ভাইরাল হতেই আগুন জ্বলে উঠেছে নেটদুনিয়ায়। বরাবরই খোলামেলা পোশাকের জন্য নেটদুনিয়ায় চর্চায় থাকেন উরফি জাভেদ। এবার প্রেমদিবসের দিনও লাল রঙের অন্তর্বাস পরে ভিডিও পোস্ট করে শিরোনামে উঠে এসেছেন উরফি। ঝড়ের গতিতে ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
লাল বিকিনিতে বেরিয়ে রয়েছে বক্ষের একাংশ থেকে নিতম্ব। নিতম্বের একাংশ উন্মুক্ত করে ঘুরে ঘুরে শরীর ফ্লন্টস করেছেন উরফি। ভিডিওর ক্যাপশনে লিখেছেন-নিজেকে ভিক্টোরিয়া সিক্রেটের মডেল বলে মনে হচ্ছে। সবাইকে ভ্যালেন্টাইন্স ডে-এর শুভেচ্ছা। খোলা চুল, হালকা মেক আপে লাস্যময়ী উরফি। লাল বিকিনির রেড হট লুকে উরফিকে দেখে যেমন প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তেমনই ধেয়ে এসেছে কটাক্ষ। নেটিজেনদের একজন লিখেছেন- খুব ভাল হয়েছে আমি যে অন্ধ। অন্য একজন লিখেছেন- ২ রুপি কি পেপ্সি উরফি দিদি সেক্সি, কেউ আবার উরফির হটনেসের প্রশংসা করেছেন। একাধিক কুরুচিকর মন্তব্যের শিকার হতে হয়েছে উরফিকে। উরফি জাভেদ মানেই নতুন নতুন চমক। তবে উদ্ভট সাজগোজের জন্যই বারেবারে শিরোনামে থাকেন নায়িকা। এমন উদ্ভট সাজগোজের জন্যই বারেবারে শিরোনামে থাকেন নায়িকা। এখন বলি নায়িকাদেরর মতোই তার পরিচিতি। তাকে নিয়ে চর্চা হবে না এমন দিন মনে হয় হাতে গোনা। সর্বদাই তার কীর্তি নিয়ে চর্চা চলছে নেটদুনিয়ায়। তিনি কিছু করা মানেই সেটাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।পোশাক বিতর্ক আর উরফির নাম থাকবে না তা আবার হয় নাকি। নিত্যদিনই পোশাক নিয়ে বিতর্কের মুখে পড়েন উরফি জাভেদ। পোশাকের কারণে শিরোনামে থাকেন উরফি জাভেদ। এমনকী এই পোশাকের জন্যই বারবার চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসেন ফ্যাশনিস্তা। এবারও পোশাকের কারণে শিরোনামে উঠে এলেন উরফি জাভেদ। কখনও অন্তর্বাস পরে আবার কখনও শরীর ঢেকে ভক্তদের পাগল করে দেন উরফি।