বলিউডের সবচেয়ে রোম্যান্টিক হিরো শাহরুখ খান তার প্রেমিকা গৌরীর সঙ্গে কীভাবে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করতেন তা জানার আগ্রহ সব ভক্তদের মধ্যেই রয়েছে। ভ্যালেন্টাইন্স ডে-র দিন বড় খবর প্রকাশ করলেন বলিউডের বাদশা শাহরুখ খান।
ফেব্রুয়ারি মাস পড়তে না পড়তেই শহরজুড়ে প্রেমের মরশুম। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে হলেও বাঙালির ভ্যালেন্টাইন শুরু হয় সরস্বতী পুজো দিয়ে আর শেষ হয় ভ্যালেন্টাইন ডে দিয়ে। শুরু হয়ে গেছে ভালবাসার দিন উদযাপন। ভ্যালেন্টাইন্স ডে নিয়ে মাতোয়ারা সকলেই। পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে আকাশে, বাতাসে , চারিদিকে শুধু প্রেম প্রেমের রব। রোজ ডে, প্রপোজ ডে , চকোলেট ডে, টেডি ডে, প্রমিস ডে, হাগ ডে, কিস ডে -র পর আজ ভ্যালেন্টাইন্স ডে। প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স দিন পালন করা হয়। এবার ভ্যালেন্টাইন্স ডে-র দিন বড় খবর প্রকাশ করলেন বলিউডের বাদশা শাহরুখ খান।
বলিউডের সবচেয়ে রোম্যান্টিক হিরো শাহরুখ খান তার প্রেমিকা গৌরীর সঙ্গে কীভাবে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করতেন তা জানার আগ্রহ সব ভক্তদের মধ্যেই রয়েছে। আসলে অভিনেতার জীবনে এই স্পেশ্যাল দিনটি ঠিক কতটা স্পেশ্যাল ছিল তা কে না জানতে চায়। ঠিক তেমনই ভ্যালেন্টাইন্স ডে-তে গৌরী খানকে শাহরুখ খান কী উপহার দিয়েছিলেন তা জানতে চান বাদশার এক অনুরাগী। সেই প্রশ্নের উত্তরে জবাবে কিং খান জানান, প্রথম ভ্যালেন্টাইন্স ডে-তে এক জোড়া প্লাস্টিকের কানের দুল গৌরীকে উপহার দিয়েছিলেন কিং খান। শাহরুখ খানের টুইটারে ভক্তের উত্তরে লেখেন- যদি আমি সঠিক মনে করে থাকি তাহলে আজ থেকে ৩৪ বছর আগে গোলাপী রঙের প্লাস্টিকের কানের দুলই তিনি গৌরী খানকে প্রথম উপহার দিয়েছিলেন প্রেমদিবসে। এবং ভক্তের আবদার মেনে ভ্যালেন্টাইন্স ডে-র উপহারের কথা তুলে ধরেন শাহরুখ খান।
কিং খান মানেই বাড়তি উন্মাদনা। শাহরুখের মেগাস্টার ক্যারিশ্মার পিছনে গৌরির অবদান সবচেয়ে বেশি বলেই অনেকে মনে করেন। বি-টাউনের সবচেয়ে জনপ্রিয় দম্পতির তকমা রয়েছে শাহরুখ-গৌরীর। প্রেম থেকে বিবাহ সবকিছুই যেন রুপোলি পর্দার মতো রঙিন। গৌরীর প্রেমে কতটা পাগল শাহরুখ তা সকলেরই জানা। হিন্দু ও মুসলিম হয়েও কোনও কিছু বাধা না মেনেই ১৯৯১ সালের ২৫ অক্টোবর গৌরীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বলিউডের বাদশা শাহরুখ খান। প্রেমিক হিসেবে প্রচন্ড পজেসিভ ছিলেন শাহরুখ খান। অন্যদিকে গৌরী ও শাহরুখের ধর্মও ছিল ভিন্ন । গৌরীর পরিবার ছিল প্রচন্ড রক্ষণশীল। হিন্দু মেয়ে হয়েও মুসলমান ছেলের সঙ্গে সম্পর্ক কোনমতেই গৌরীর পরিবারও রাজি ছিলেন না। শাহরুখ ও গৌরী ভিন্ন ধর্মের হয়েও একে অন্যের ধর্মকে সম্মান করে। এবং শাহরুখ কখনওই নিজের ধর্ম গৌরীর উপর চাপিয়ে দেয়নি বরং দুজনেই একে অন্যকে শ্রদ্ধা করে। ৬ বছর সম্পর্কে থাকার পর দুজনে বিয়ে করেছিলেন। বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে শাহরুখ ও গৌরীর প্রেমকাহিনি কার্যত মিথে পরিণত হয়েছে।
আরও পড়ুন-
আবারও বড়পর্দায় আসছে 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে', ভ্যালেন্টাইন সপ্তাহে বড় চমক শাহরুখ-কাজলের
গৌরী যদি এই ভুল আর একবার করেন খুব খারাপ হবে, হুমকি দিয়েছিলেন কিং খান
দীপিকার গাঢ় চুম্বন থেকে প্রকাশ্যেই জনকে জড়িয়ে ধরে চুমু , পাঠানের বাঁধভাঙা সাফল্যে অন্য মুডে শাহরুখ