প্রতিদিন হাল ফ্যাশনে ভক্তদের পাগল করে দিচ্ছেন উরফি। পোশাক পরে হোক কিংবা না পরে ভক্তদের নিমেষে পাগল করে দিচ্ছেন উরফি জাভেদ। তবে এবার পোশাকের জন্য নয়,ফের খুনের হুমকি পেলেন উরফি জাভেদ।
অশ্লীল ফ্যাশনের জন্যই পুলিশের কাছে অভিযোগ দায়ের তো কখনও আবার প্রাণে মেরে ফেলার হুমকি আর কী কী সহ্য করতে হচ্ছে ফ্যাশন কুইন উরফিকে। আবারও প্রাণনাশের হুমকি পেলেন উরফি জাভেদ।
210
যত দিন যাচ্ছে ততই যেন আরও বোল্ড হয়ে উঠছেন ফ্যাশন কুইন উরফি জাভেদ। তাকে নিয়ে সমালোচনা হবে না এমন কোনওদিন বোধহয় এখন হয়নি। সর্বদাই শিরোনামে থাকেন উরফি জাভেদ। ঠিক কীভাবে লাইমলাইটে আসা যায় সেটা সারাক্ষণ করে থাকেন উরফি জাভেদ।
310
খুল্লামখুল্লা কাটাছেঁড়া পোশাক হোক কিংবা শাড়ি, বোল্ড লুকের জন্য তিনি ভক্তদের রাতের ঘুম কেড়ে নেন নিমেষে। প্রতিদিন হাল ফ্যাশনে ভক্তদের পাগল করে দিচ্ছেন উরফি। পোশাক পরে হোক কিংবা না পরে ভক্তদের নিমেষে পাগল করে দিচ্ছেন উরফি জাভেদ।
410
এবার পোশাকের জন্য নয়,ফের খুনের হুমকি পেলেন উরফি জাভেদ। পাশাপাশি ধর্ষণের হুমকি পেলেন উরফি জাভেদ। হোয়াটস অ্যাপের মাধ্যমে এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় খুন ও ধর্ষণের হুমকি দিলেন উরফিকে। তারপরই এর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।
510
শুক্রবার ওই ব্যক্তির বিরুদ্ধে আইপিসির ইউ-এস ৩৫৪(এ) অর্থাৎ শারীরিক নির্যাতন, ৩৫৪ (ডি) স্টকিং করার অপরাধ, ৫০৯, ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়। তারপরই পুলিশ সেই ব্যক্তিকে গ্রেফতার করে।
610
উরফি পুরো বিষয়টি টুইটার পোস্টে জানান। টুইটে লেখেন, এই ব্যক্তি রোজ নতুন নতুন নম্বর থেকে আমাকে ধর্ষণ ও খুনের হুমকি দিচ্ছিল।আমি যেহেতু এখন দেশে নেই তাই অফিসিয়ালি কমপ্লেন করতে পারছি না। কিন্তু তার ছবি সকলের সঙ্গে শেয়ার করে নিলাম। এবং সকলকে সতর্ক করলাম এই ব্যক্তির বিষয়ে।
710
টুইটারে এই বার্তা দিয়ে মুম্বই পুলিশ ও মুম্বই পুলিশের সিপিকে মেনশন করেন। উরফি তার পাঠানো কুরুচিকর মেসেজের স্ক্রিনশট পোস্ট করেছিলেন। তারপরই মুম্বই পুলিশের তরফ থেকে উরফির সঙ্গে যোগাযোগ করা হয়।
810
শিরোনামে থাকতে নগ্ন হওয়াটা যেন জলভাত উরফির কাছে। বারেবারে নগ্ন হয়ে হাতে-কলমে তা প্রমাণ করে দিচ্ছেন ফ্যাশনের রানি উরফি জাভেদ। দিনকয়েক আগেই ফ্যাশন স্টেটমেন্টের জন্য পুলিশে অভিযোগ দায়ের হয়েছে উরফির নামে।
910
ট্রোলারদের উদ্দেশ্যেও উরফি জানিয়েছেন, যারা তাাকে প্রতিনিয়ত প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছেন তাদের একটুও ভয় পান না তিনি। কারণ তিনি মনে করেন কারোর কোনও ক্ষতি করেননি তাই কাউকে ভয়ও পান না। তবে নিরাপত্তা নিয়ে চিন্তায় রয়েছেন উরফি জাভেদ।
1010
এখানেই থামেননি উরফি। তিনি মহিলাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন। একজন সেলিব্রিটি হয়েও যদি এভাবে প্রাণনাশের হুমকি পেতে হয়,তাহলে সাধারণ মেয়েদের নিরাপত্তা ঠিক কোথায়।