মনোজ কুমারের শেষকৃত্যে উপস্থিত অমিতাভ, দেখে নিন আর কোন কোন তারকা উপস্থিত ছিলেন

Published : Apr 05, 2025, 03:23 PM IST

পদ্মশ্রী মনোজ কুমারের শেষকৃত্যে বলিউডের তারকাদের ভিড় জমেছিল। অমিতাভ বচ্চন, প্রেম চোপড়া ও সেলিম খানসহ অনেকে শ্রদ্ধা জানিয়েছেন।

PREV
112
ভারত কুমার নামে পরিচিত পদ্মশ্রী মনোজ কুমারের শেষকৃত্যে বলিউড তারকারা। দেখুন অমিতাভ বচ্চন থেকে প্রেম চোপড়া ও সেলিম খান-সহ কারা উপস্থিত ছিলেন।
212
মহাতারকা অমিতাভ বচ্চন ছেলে অভিষেক বচ্চনকে নিয়ে বন্ধু মনোজ কুমারকে শেষ বিদায় জানাতে শ্মশানে এসেছিলেন।
312

সলমন খানের বাবা সেলিম খান ছেলে আরবাজ খানকে সঙ্গে নিয়ে মনোজ কুমারকে শেষ বিদায় জানাতে এসেছিলেন।

412
অভিনেতা জায়েদ খান পবন হংস শ্মশান ভূমি, জুহুতে পৌঁছে মনোজ কুমারকে শেষ বিদায় জানান।
512
বিন্দু দারা সিংকে মনোজ কুমারের শেষকৃত্যের সময় তাঁর পরিবারকে সান্ত্বনা দিতে দেখা যায়।
612
পরিচালক সুভাষ ঘাই শ্মশানে পৌঁছে মনোজ কুমারকে শ্রদ্ধা জানান।
712
মনোজ কুমারকে শেষ বিদায় জানাতে জিমি শেরগিল পবন হংস শ্মশান ঘাটে পৌঁছেছিলেন।
812
রাজপাল যাদব ও শাহবাজ খান মনোজ কুমারকে শেষ বিদায় জানান।
912
অভিনেতা সুধাংশু পান্ডে পবন হংস শ্মশান ঘাটে পৌঁছে মনোজ কুমারকে শেষ বিদায় জানান।
1012
বর্ষীয়ান অভিনেতা রজা মুরাদ মনোজ কুমারের শেষকৃত্যে অংশ নেন।
1112
৮৯ বছর বয়সী প্রেম চোপড়া তাঁর বিশেষ বন্ধুকে শেষ বিদায় জানাতে জুহুর পবন হংস শ্মশান ঘাটে পৌঁছেছিলেন।
1212
সুরকার অনু মালিক শ্মশান ঘাটে পৌঁছে মনোজ কুমারকে শেষ বিদায় জানান।
click me!

Recommended Stories