112
ভারত কুমার নামে পরিচিত পদ্মশ্রী মনোজ কুমারের শেষকৃত্যে বলিউড তারকারা। দেখুন অমিতাভ বচ্চন থেকে প্রেম চোপড়া ও সেলিম খান-সহ কারা উপস্থিত ছিলেন।
Subscribe to get breaking news alertsSubscribe 212
মহাতারকা অমিতাভ বচ্চন ছেলে অভিষেক বচ্চনকে নিয়ে বন্ধু মনোজ কুমারকে শেষ বিদায় জানাতে শ্মশানে এসেছিলেন।
312
সলমন খানের বাবা সেলিম খান ছেলে আরবাজ খানকে সঙ্গে নিয়ে মনোজ কুমারকে শেষ বিদায় জানাতে এসেছিলেন।
412
অভিনেতা জায়েদ খান পবন হংস শ্মশান ভূমি, জুহুতে পৌঁছে মনোজ কুমারকে শেষ বিদায় জানান।
512
বিন্দু দারা সিংকে মনোজ কুমারের শেষকৃত্যের সময় তাঁর পরিবারকে সান্ত্বনা দিতে দেখা যায়।
612
পরিচালক সুভাষ ঘাই শ্মশানে পৌঁছে মনোজ কুমারকে শ্রদ্ধা জানান।
712
মনোজ কুমারকে শেষ বিদায় জানাতে জিমি শেরগিল পবন হংস শ্মশান ঘাটে পৌঁছেছিলেন।
812
রাজপাল যাদব ও শাহবাজ খান মনোজ কুমারকে শেষ বিদায় জানান।
912
অভিনেতা সুধাংশু পান্ডে পবন হংস শ্মশান ঘাটে পৌঁছে মনোজ কুমারকে শেষ বিদায় জানান।
1012
বর্ষীয়ান অভিনেতা রজা মুরাদ মনোজ কুমারের শেষকৃত্যে অংশ নেন।
1112
৮৯ বছর বয়সী প্রেম চোপড়া তাঁর বিশেষ বন্ধুকে শেষ বিদায় জানাতে জুহুর পবন হংস শ্মশান ঘাটে পৌঁছেছিলেন।
1212
সুরকার অনু মালিক শ্মশান ঘাটে পৌঁছে মনোজ কুমারকে শেষ বিদায় জানান।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla । চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।