১০ ফেব্রুয়ারি শুক্রবার হাত ধরে সাহসী চোখে ভক্তদের তাক লাগালেন পতৌদি-জুটি করিনা কাপুর আর সইফ আলি খান।
319
উপস্থিত ছিলেন ভারতের বর্তমান যুগের বিখ্যাত ফ্যাশনিস্তা, যিনি একাধারে তারকা এবং ফ্যাশন ডিজাইনার, তাঁর নাম মাসাবা গুপ্তা।
419
ইউটিউবার তথা ইন্টারনেট সেনসেশন প্রাজাক্তা কোলিও ধরা দিলেন নীল-কালোর মেলবন্ধনে।
519
আসন্ন পডকাস্ট সিরিজে ‘রকেট’ চরিত্রে কণ্ঠ দেবেন বিখ্যাত বলি অভিনেতা ব্রজেশ হিরজি।
619
স্বচ্ছ কালো ব্রালেট টপের ওপর বেগুনি স্যুটের টিম-আপ করে বলিউডের ‘বেবো’ আজও নজর কাড়লেন নেটিজেনদের।
719
জীবনসঙ্গীর সাথে স্ক্রিপ্ট হাতে নিয়ে তাঁর অন-স্টেজ খুনসুটি হাসি এনে দেবে সকল আগ্রহীর ঠোঁটে।
819
মার্ভেল’স ওয়েস্টল্যান্ডার্স পডকাস্টে সুন্দরী ও সাহসী অনাংশা বিশ্বাস কণ্ঠ মেলাচ্ছেন ‘কলেক্টর’-এর চরিত্রে।
919
বলিউডের এককালের প্রখ্যাত শিশুশিল্পী যশস্বিনী দয়ামাও অংশ নিচ্ছেন এই সিরিজে।
1019
সিরিজে ‘ব্ল্যাক উইডো’-র চরিত্রে অভিনয় করবেন করিনা কাপুর। আজকের ইভেন্ট চলাকালীন তিনি জানিয়েছেন যে, স্ক্রিপ্ট পড়ার সাথে সাথে তিনি নিজের চরিত্রটির সাথে সংযুক্ত হয়ে গিয়েছিলেন।
1119
‘ব্ল্যাক উইডো’-কে তিনি একটি 'আশ্চর্যজনক' চরিত্র বলেও অভিহিত করেছেন এবং এটির একজন অংশ হতে পেরে নিজেকে সম্মানিত মনে করেছেন বলি ডিভা।
‘ছত্রপতি শিবাজি মহারাজ’ থেকে সোজা মার্ভেল’স ওয়েস্টল্যান্ডার্স-এ পা রাখলেন অভিনেতা শরদ কেলকার। এই সিরিজে তাঁর চরিত্র ‘উলভারিন’।
1419
‘পাতাললোক’-খ্যাত কঠিন চোয়ালের জয়দীপ আহলাওয়াতকে আজকের অনুষ্ঠানে দেখা গেল কালো পাঠানস্যুটের সাথে বুকে রাখা কালো সানগ্লাসে।
1519
জয়দীপ আহলাওয়াত মার্ভেল-এর ওয়েস্টল্যান্ডার্স-এ ‘হকি’ চরিত্রে অভিনয় করেছেন, যে মারভেলদের মধ্যে একমাত্র টিকে থাকা সদস্য।
1619
কালো সানগ্লাস আর বাদামি জ্যাকেটে ভক্তদের মনে আগুন লাগালেন সইফ আলি খান।
1719
পডকাস্টের কাস্টিং-ঘোষণার অনুষ্ঠানের মঞ্চ থেকে হাত নেড়ে ভক্তদের উদ্দেশ্যে বোধহয় এটাই জানালেন, ‘আমি আছি’।
1819
দুই বছর পর, হিন্দিভাষী শ্রোতারা অবশেষে তাঁদের নিজস্ব ভাষায় এই পডকাস্ট সিরিজ শুনতে পারবেন। মোট ৬টি সিরিজে বিখ্যাত তারকাদের কণ্ঠে রিলিজ করবে এই অডিও নাটক।
1919
শ্রবণযোগ্য, অডিও গল্প শোনানোর জন্য জনপ্রিয় প্ল্যাটফর্ম শীঘ্রই হিন্দি অডিবল অরিজিনাল পডকাস্ট সিরিজ Marvel’s Wastelanders-এর প্রিমিয়ার করবে।