জাহ্নবী স্বজনপোষণ নিয়ে নিজের মতামত ব্যক্ত করেছেন। তিনি বলেন, আসলে পরিশ্রম করে নিজের মাথার ঘাম পায়ে ফেলার পরও অপরিচিত কেউ যখন সমাজমাধ্যমে বলে, অভিনয় পারো না তো কেন করো, স্বজনপোষণের জন্যই সুযোগ পাও। তখন যেন মুহূর্তের মধ্যে নিজেকে অপ্রয়োজনীয় বলে মনে হয়।