হেমা মালিনীকে বিয়ে করার জন্য ধর্ম পরিবর্তন করেন, জেনে নিন ধর্মেন্দ্রর পরিবারে কে কে আছেন

Published : Nov 24, 2025, 02:37 PM IST

বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র ৮৯ বছর বয়সে প্রয়াত হলেন। তিনি প্রকাশ কৌর এবং হেমা মালিনীকে বিয়ে করেছিলেন এবং তাঁর দুই পরিবারে রয়েছেন সানি, ববি, এষা, আহানার মতো সন্তানরা ও নাতি-নাতনিরা।

PREV
15

দীর্ঘ অসুস্থতার পর চিরঘুমে দেশে বলিউডের হি-ম্যান, ৮৯-এ প্রয়াত বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। ৮৯ বছর বয়সে প্রয়াত হলেন অভিনেতা। ৮ ডিসেম্বর ৯০-এ পা রাখতেন অভিনেতা। কিন্তু, তার আগেই চিরঘুমের দেশে পারি দিলেন ধর্মেন্দ্র। দেখে নিন কে কে আছে অভিনেতার পরিবারে।

25

চলচ্চিত্রে আসার আগে ধর্মেন্দ্র প্রকাশ কৌরকে বিয়ে করেন। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৯ বছর। প্রকাশ লাইমলাইট থেকে দূরে থাকেন। এই বিয়েতে তাঁদের ৪ সন্তান হয় - সানি দেওল, ববি দেওল, বিজেতা দেওল এবং অজিতা দেওল। চলচ্চিত্রে প্রবেশের পর ধর্মেন্দ্র জনপ্রিয় অভিনেত্রী হেমা মালিনীর প্রেমে পড়েন। কিন্তু ধর্মেন্দ্র আগে থেকেই বিবাহিত ছিলেন। এই কারণে তিনি ধর্ম পরিবর্তন করে হেমাকে বিয়ে করেন।

35

ধর্মেন্দ্রর বড় ছেলে সানি দেওল একজন জনপ্রিয় অভিনেতা। তিনি পূজা দেওলকে বিয়ে করেছেন। তাঁদের দুই ছেলে, করণ এবং রাজবীর দেওল। করণ ২০২৩ সালে দিশাকে বিয়ে করেন। রাজবীর অভিনয়ে ভাগ্য পরীক্ষা করছেন।

ববি দেওলের স্ত্রীর নাম তানিয়া দেওল। তাঁদের দুই ছেলে, আর্যমান এবং ধরম। দুজনেই লাইমলাইট থেকে দূরে থাকতে পছন্দ করেন।

45

বিজেতা দেওলের স্বামীর নাম বিবেক গিল। তাঁদের দুই সন্তান, ছেলে সাহিল এবং মেয়ে প্রেরণা। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, তাঁরা দিল্লিতে থাকেন।

অজিতা দেওল তাঁর পরিবারের সাথে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় থাকেন। তিনি সেখানে একটি স্কুলে পড়ান। তাঁর স্বামীর নাম কিরণ চৌধুরী। এই দম্পতির দুই মেয়ে, নিকিতা এবং প্রিয়াঙ্কা চৌধুরী।

55

অভিনেত্রী এষা দেওলের সঙ্গে ভরত তখতানির বিয়ে হয়েছিল, কিন্তু ২০২৪ সালে তাঁরা আলাদা হয়ে যান। এই দম্পতির ২ জন কন্যা সন্তান রয়েছে, যাদের তারা একসঙ্গেই দেখাশোনা করছেন।

আহানা দেওল লাইমলাইট থেকে দূরে থাকেন। ২০১৪ সালে ব্যবসায়ী বৈভব ভোরার সঙ্গে তাঁর বিয়ে হয়। এই দম্পতির ৩টি সন্তান রয়েছে, দুই যমজ মেয়ে এবং একটি ছেলে।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

Read more Photos on
click me!

Recommended Stories