- Home
- Entertainment
- Bollywood
- ধর্মেন্দ্র-হেমার প্রেম ৪৪ বছরের দাম্পত্য জীবনেও অটুট, বিয়ের জন্য ছেড়েছিলেন ধর্ম-খাবার
ধর্মেন্দ্র-হেমার প্রেম ৪৪ বছরের দাম্পত্য জীবনেও অটুট, বিয়ের জন্য ছেড়েছিলেন ধর্ম-খাবার
বলিউডের সবথেকে বিতর্কিত সম্পর্কগুলির মধ্যে একটি হল ধর্মেন্দ্র ও হেমা মালিনীর প্রেম আর বিয়ের সম্পর্ক। যা এখনও চর্চার অংশ।

বলিউডের বিতর্কিত সম্পর্ক
বলিউডের সবথেকে বিতর্কিত সম্পর্কগুলির মধ্যে একটি হল ধর্মেন্দ্র ও হেমা মালিনীর প্রেম আর বিয়ের সম্পর্ক। যা এখনও চর্চার অংশ। তাদের প্রায় ৪৪ বছরের দাম্পত্য জীবন শেষ হল। মৃত্যুকালে ধর্মেন্দ্রর বয়স হয়েছিল ৮৯। ডিসেম্বরের ৮ তারিখে ৯০ বছরে পা দেওয়ার কথা ছিল বলিউড স্টারের।
ধর্মেন্দ্র-হেমা সম্পর্ক
বলিউডের চর্চিত সম্পর্কগুলির মধ্যে একটি হল হেমা আর ধর্মেন্দ্রের সম্পর্ক। কারণ হেমার সঙ্গে প্রেম আর বিয়ে এই সবের আগেই ধর্মেন্দ্র বিবাহিত ছিলেন। শুধু তাই নয়, চার সন্তানের বাবাও ছিলেন। তাঁদের সম্পর্ক দুই পরিবারের কেউ-ই মেনে নিতে পারেননি।
ধর্মান্তরিত হয়ে বিয়ে
প্রেম বড় কঠিন। সেখানে সমাজ, যুক্ত, কিছুই খাটে না। শেষপর্যন্ত হেমা মালিনীকে বিয়ে করার জন্য দুজনেই ধর্মান্তরিত হন। তবে এই দেশে নয় , বিদেশে গিয়ে বিয়ে সারেন। যদিও হেমার সঙ্গে বিয়ের পরেও ধর্মেন্দ্র তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গে সম্পর্ক রেখেছিলেন। সেখানেই তিনি নিজের দায়িত্ব পালন করেছিলেন।
হেমার প্রতি প্রেম
১৯৮০ সালে ২ মে হেমা আর ধর্মেন্দ্র বিয়ে করেন। তারপর কেটে গিয়েছে প্রায় ৪৪ বছর। কিন্তু এখনও হেমার প্রতি প্রেম অটুট রয়েছে। পঞ্জাবী রীতিতে বেড়ে ওঠে ধর্মেন্দ্র। আর হেমা দক্ষিণভারতী। দুজনেই দুই ঘরানার। কিন্তু তা তাদের সম্পর্কের মধ্যে কখনই আসেনি।
হেমার প্রেমে মাংস ত্যাগ!
ধর্মেন্দ্র আর হেমার মেয়ে এষা সম্প্রতি একটা সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁর বাবা তাঁর মাকে এতটাই সম্মান করতেন, তাঁর মায়ের পছন্দকে এতটাই গুরুত্ব দিতেন যে হেমার সঙ্গে থাকার সময় ধর্ম মাছ, মাংসের মত আমিষ খাবার ছুঁয়েও দেখতেন না। হেমার সঙ্গে থাকার সময় ধর্মেন্দ্র পুরোপুরি নিরামিষ খাবার খেতেন।