এর আগে দুই তারকাকে দেখা গিয়েছিল মুম্বইয়ের জনবহুল রাস্তায়, প্রায় দেড় বছর আগে।
সেবারও একটি ব্র্যান্ডের শুটিং-এ করিনা কাপুরের সাথে যুবরাজের মেলবন্ধন দেখা গিয়েছিল বেশ নজরে পড়ার মতো।
সম্প্রতি আবারও Monaco Grand Prix-এর একটি গাড়ি দৌড়ের প্রতিযোগিতায় অতিথি হয়ে এলেন করিনা এবং যুবরাজ সিং, একসঙ্গে।
সোশ্যাল মিডিয়ায় যুবরাজের সঙ্গে ছবি পোস্ট করে উচ্ছ্বসিত ‘গীত’ লিখলেন, ‘উত্তেজনায় ফেটে পড়ছি’।
দুই অভিজ্ঞ তারকাকে একসঙ্গে স্ন্যাক্স শেয়ার করতেও দেখা গেল।
Web Desk - ANB