যুবরাজ সিং-এর সঙ্গে করিনা কাপুর, গ্ল্যামারের সঙ্গে ফের বাইশ গজের মেলবন্ধনের কিছু ছবি

‘উত্তেজনায় ফেটে পড়ছি’, ইন্সটাগ্রামে ছবি দিয়ে লিখলেন পটৌদি পরিবারের পুত্রবধূ। দুই অভিজ্ঞ তারকাকে একই সাথে দেখা গেল স্ন্যাক্স আর খোশগল্পে মজে যেতে।

 

Web Desk - ANB | Published : May 28, 2023 3:31 PM
15

এর আগে দুই তারকাকে দেখা গিয়েছিল মুম্বইয়ের জনবহুল রাস্তায়, প্রায় দেড় বছর আগে। 

25

সেবারও একটি ব্র্যান্ডের শুটিং-এ করিনা কাপুরের সাথে যুবরাজের মেলবন্ধন দেখা গিয়েছিল বেশ নজরে পড়ার মতো।

35

সম্প্রতি আবারও Monaco Grand Prix-এর একটি গাড়ি দৌড়ের প্রতিযোগিতায় অতিথি হয়ে এলেন করিনা এবং যুবরাজ সিং, একসঙ্গে।

45

সোশ্যাল মিডিয়ায় যুবরাজের সঙ্গে ছবি পোস্ট করে উচ্ছ্বসিত ‘গীত’ লিখলেন, ‘উত্তেজনায় ফেটে পড়ছি’। 

55

দুই অভিজ্ঞ তারকাকে একসঙ্গে স্ন্যাক্স শেয়ার করতেও দেখা গেল।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos