Mouni Roy: কালো শাড়িতে রীতিমত উষ্ণতা ছড়ালেন মৌনী রায়, দেখুন ছবিতে

মৌনী রায়, বলিউডের পরিচিত নাম। ছোট পর্দায় দিয়ে গ্ল্যামার জগতে পা রাখলেও বড় পর্দায় পরিচিত নাম মৌনী রায়। সোশ্যাল মিডিয়ায় তাঁর কালো শাড়ি পরা ছবি রীতিমত ভাইরাল।

 

Saborni Mitra | Published : Sep 5, 2023 4:56 PM / Updated: Sep 05 2023, 06:27 PM IST
19
পাশের বাড়ির মেয়ে

তবে এই ছবিতে তাঁর পাশের বাড়ির মেয়ে লুক ফুটে উঠেছে। বাঙালি পাড়ার কোনও পরিচিত মেয়ে বললেও ভুল হবে না।

29
কালো লাল শাড়িতে মৌনী

কালো রঙের লাল পাড়ের শাড়িতে মৌনী রায়। ফোটোশ্যুটের জাঁকজমক নেই। কিন্তু তাতেও অনবদ্য মৌনী।

39
বোল্ড লুকে মৌনী

মৌনী রায় কালো শাড়িতে অনবদ্য। রীতিমত উষ্ণতা ছড়িয়ে গেলেন।

49
এলো চুলে মৌনী রায়

খোলা চুল নিজের হাতের মুঠোবন্দি করে কালো শাড়িতে অসাধারণ পোজে মৌনী রায়। হাতের লাল চুড়ি বিশেষ আকর্ষণীয়।

59
হট মৌনী

কালো শাড়িতে রীতিমত হট মৌনী রায়। সোশ্যাল মিডিয়া পেজে রীতিমত ভাইরাল কালো শাড়ির মৌনী রায়।

69
মৌনী রায় গ্ল্যামারাস

সোনালি সুতোর কাজ করা কালো শাড়িতে রীতিমত আগুন ঝারা লুকে মৌনী রায়।

79
সোনার হার

কালো শাড়ির সঙ্গে এখন অনেকেই সোনার গয়না বাতিল করেছেন। কিন্তু মৌনী পুরনো স্টাইলই যেন আবার নতুন করে ফিরিয়ে আনলেন।

89
লাবণ্যের ছড়া

মৌনীর ছবিতে স্পষ্ট তাঁর রূপ আর লাবণ্য। যৌবন ফুটে উঠেছে কালো শাড়ির খাঁজে খাঁজে

99
মুম্বইয়ের ব্যস্তত মৌনী

মুম্বইয়ের ব্যস্তত মৌনী

বলিউডের ব্যস্ততার মধ্যে মৌনীর শাড়ি পরা ছবি অনেক দর্শকরেই মন কেড়ে নিয়েছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos