তবে এই ছবিতে তাঁর পাশের বাড়ির মেয়ে লুক ফুটে উঠেছে। বাঙালি পাড়ার কোনও পরিচিত মেয়ে বললেও ভুল হবে না।
কালো রঙের লাল পাড়ের শাড়িতে মৌনী রায়। ফোটোশ্যুটের জাঁকজমক নেই। কিন্তু তাতেও অনবদ্য মৌনী।
মৌনী রায় কালো শাড়িতে অনবদ্য। রীতিমত উষ্ণতা ছড়িয়ে গেলেন।
খোলা চুল নিজের হাতের মুঠোবন্দি করে কালো শাড়িতে অসাধারণ পোজে মৌনী রায়। হাতের লাল চুড়ি বিশেষ আকর্ষণীয়।
কালো শাড়িতে রীতিমত হট মৌনী রায়। সোশ্যাল মিডিয়া পেজে রীতিমত ভাইরাল কালো শাড়ির মৌনী রায়।
সোনালি সুতোর কাজ করা কালো শাড়িতে রীতিমত আগুন ঝারা লুকে মৌনী রায়।
কালো শাড়ির সঙ্গে এখন অনেকেই সোনার গয়না বাতিল করেছেন। কিন্তু মৌনী পুরনো স্টাইলই যেন আবার নতুন করে ফিরিয়ে আনলেন।
মৌনীর ছবিতে স্পষ্ট তাঁর রূপ আর লাবণ্য। যৌবন ফুটে উঠেছে কালো শাড়ির খাঁজে খাঁজে
মুম্বইয়ের ব্যস্তত মৌনী
বলিউডের ব্যস্ততার মধ্যে মৌনীর শাড়ি পরা ছবি অনেক দর্শকরেই মন কেড়ে নিয়েছে।
Saborni Mitra