মৌনী রায়, বলিউডের পরিচিত নাম। ছোট পর্দায় দিয়ে গ্ল্যামার জগতে পা রাখলেও বড় পর্দায় পরিচিত নাম মৌনী রায়। সোশ্যাল মিডিয়ায় তাঁর কালো শাড়ি পরা ছবি রীতিমত ভাইরাল।
Saborni Mitra | Published : Sep 5, 2023 4:56 PM / Updated: Sep 05 2023, 06:27 PM IST
পাশের বাড়ির মেয়ে
তবে এই ছবিতে তাঁর পাশের বাড়ির মেয়ে লুক ফুটে উঠেছে। বাঙালি পাড়ার কোনও পরিচিত মেয়ে বললেও ভুল হবে না।
কালো লাল শাড়িতে মৌনী
কালো রঙের লাল পাড়ের শাড়িতে মৌনী রায়। ফোটোশ্যুটের জাঁকজমক নেই। কিন্তু তাতেও অনবদ্য মৌনী।