কুইন
কঙ্গনা রানাওয়া অভিনীত কুইন ছবিটিও বেশ উল্লেখযোগ্য। জীবনের অনুপ্রেরণা মূলক পাঠ আছে এই ছবিতেও। একটি মেয়ের আত্মবিশ্বাস বিশেষ ভাবে উঠে এসেছে ছবিতে। ২০১৩ সালে মুক্তি পায় কুইন। কঙ্গনা রানাওয়া, লিসা হায়ডন, রাজকুমার রাও-র মতো তারকাদের দেখা গিয়েছিল ছবিতে।