লাস্যময়ী মৌনির এই ছবিগুলি দেখেছেন, বঙ্গতনয়ার রূপের ছটায় চোখ ফেরানো দায়

ফ্যাশন স্টেটমেন্টে প্রথমসারিতে রয়েছেন মৌনি রায়। অভিনেত্রীর রপের ছটায় ঘায়েল ভক্তরা। সোশ্যাল মিডিয়াতেও অ্যাক্টিভ মৌনি। হামেশাই নেটদুনিয়ায় বোল্ড ছবি পোস্ট করে থাকেন বলি নায়িকা। ফের নয়া ছবি পোস্ট করে রাতের ঘুম কেড়ে নিলেন মৌনি রায়।

 

Web Desk - ANB | Published : Nov 15, 2022 1:58 PM
19

মৌনি রায় মানেই শরীরী উষ্ণতা। এককথায় বলিউড মাতিয়ে রেখেছেন বাঙালি কন্যা। ফ্যাশন স্টেটমেন্টে প্রথমসারিতে রয়েছেন মৌনি রায়। অভিনেত্রীর রপের ছটায় ঘায়েল ভক্তরা।সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করে আগুন জ্বালালেন মৌনি।

29


কখনও বিকিনি তো কখনও ওয়েস্টার্ন-সব পোশাকেই  ভক্তদের মাতিয়ে রাখেন বাঙালি কন্যা মৌনি রায়।   বলিউডের প্রথমসারিতে ইতিমধ্যেই নিজের নাম পাকিয়ে নিয়েছেন বঙ্গতনয়া মৌনি। যার হট মুভসের আদায় মুগ্ধ সাইবারবাসী।

39

নিজের ইনস্টাগ্রামে প্রায়শই ছবি পোস্ট করে থাকেন মৌনি রায়। আসলে মৌনির ফ্যাশন মন্ত্রটাই সকলের থেকে আলাদা। প্রতিটা পোশাকের মধ্যেই অভিনবত্বের ছোঁয়া রাখেন মৌনি রায়, যা তাকে আর বেশি আকর্ষণীয় করে তোলে। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই নিত্য-নতুন পোশাকে দেখা যায় নায়িকাকে।

49


সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেছেন মৌনি রায়। যেখানে কালো রঙের গাউন পরে দেখা গেছে নায়িকাকে। ছবি দেখেই মনে হচ্ছে তার স্বপ্ন যেন সত্যি হয়েছে। সাদা-কালো ছবিতে লাস্যময়ী মৌনিকে দেখে চোখ ফেরাতে পারছেন না ভক্তরা।

59


মৌনির ছবিতে লাইক ও কমেন্টের সংখ্যাও আকাশছোঁয়া। সকলেই অভিনেত্রীর সৌন্দর্যের প্রশংসা করেছেন। প্রতিবারের মতোই তাকে দারুণ দেখতে লাগছিল।  মৌনির কিলার লুকের ছবি প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় ঝড় উঠেছে।
 

69

ছবি শেয়ার করে মৌনি লিখেছেন, ব্যক্তিগতভাবে আমার জীবনকে তখন ভাল লাগে যখন সেটাকে কোনও উপন্যাসের মতো দেখতে হয়। এটা তোমার পথ কখন হোঁচট খাবে, তবে যখনই পড়ে যাও না কেন যখনই মনে হবে তুমি হেরে যাচ্ছো, শুধু নিজের কাছে সৎ থেকো,দেখবে ঠিক নতুন পথ খুঁজে পাবে।

79

বিয়ের পর থেকে মৌনি রায়কে নিয়ে মাতোয়ারা বি-টাউন তথা অনুরাগীরা। দীর্ঘদিনের বয়ফ্রেন্ড সূরজ নাম্বিয়ারের সঙ্গে মৌনি রায়ের বিয়ের পর থেকেই তাদের প্রতিটা আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা।  বলিপাড়ার হট হ্যাপেনিং কাপল সর্বদাই শিরোনামে থাকেন। 

89

 সময় পেলেই স্বামী সূরজের সঙ্গে সময় কাটাতে দুবাইতে চলে যান মৌনি রায়। নিজের অবসর যাপনের ছবি ভক্তদের সঙ্গেও শেয়ার করেন মৌনি রায়। ভক্তদের ধরে রাখতে জুড়ি মেলা ভার মৌনির।  সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে ফের লাইমলাইটে চলে এসেছেন মৌনি রায়। লাস্যময়ী মৌনিকে দেখে চোখ ফেরাতে পারছেন না ভক্তরা। 

 

99

 ২০১৯ সাল থেকেই সম্পর্কে ছিলেন মৌনি ও সূরজ । দীর্ঘদিনের বয়ফ্রেন্ড সূরজ নাম্বিয়ারের সঙ্গে চলতি বছরের জানুয়ারি মাসেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন মৌনি রায়। দুবাইয়ের ইনভেসমেন্ট ব্যাঙ্কার সূরজ নাম্বিয়ারের  রিয়েল এস্টেটের  ব্যবসা রয়েছে। মৌনির আদি শ্বশুরবাড়ি বেঙ্গালুরুতে তবে কাজের সূত্রে দুবাইতে থাকেন সূরজ। 
 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos