বাগদান সারলেন নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালা! হবু ছেলে, বউমার ছবি শেয়ার করে আপ্লুত নাগার্জুন

বাগদান সারলেন নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালা! হবু ছেলে, বউমার ছবি শেয়ার করে আপ্লুত নাগার্জুন

বাগদান সারলেন অভিনেতা নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালা। ছেলের বাগদানের এই ছবি ইতিমধ্যেই শেয়ার করেছেন বাবা নাগার্জুন।

ছেলে ও হবু বউমার ছবি শেয়ার করে নাগার্জুল লেখেন, "আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে শোভিতা ধুলিপালার সঙ্গে আমাদের ছেলে নাগা চৈতন্যের বাগদান সম্পন্ন হয়েছে। তাঁকে আমাদের পরিবারে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। সুখী দম্পতিকে অভিনন্দন!তাঁদের আজীবন ভালবাসা এবং সুখ কামনা করি। ঈশ্বর আশীর্বাদ করুন! ৮.৮.৮ অসীম প্রেমের সূচনা।"

Latest Videos

ছবিতে শোভিতাকে একটি সুন্দর পীচ সিল্ক শাড়ি এবং ঐতিহ্যবাহী সোনার গয়নায় দেখা গিয়েছে। পিচ ফুল দিয়েই সজ্জিত হয়েছে খোপা। অন্যদিকে সাদা পোশাকে সকলের নজর কেড়েছেন নাগা চৈতন্য।

হবু দম্পতির এই ছবিতে শুভেচ্ছা বার্তায় ভরিয়েছেন অনুরাগীরা। । এক ভক্ত লিখেছেন, 'অনেক অভিনন্দন। ' আরেকজন মন্তব্য করেছেন, 'ছাই ও আক্কিনেনি পরিবারের জন্য শুভকামনা। এক অনুগামী লিখেছেন, 'আক্কিনেনি পরিবারকে অভিনন্দন।

হায়দরাবাদে নাগার্জুনের বাড়িতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, বাগদানের অনুষ্ঠানে ধুলিপালার বাবা-মায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন নাগার্জুনের স্ত্রী অমলা আক্কিনেনি।

হায়দরাবাদের জুবিলি হিলসের অভিজাত স্থানে নাগার্জুনা এবং পরিবার একটি বিলাসবহুল বাড়িতে বাস করে। বাড়িটি তেলুগু চলচ্চিত্র অনুরাগীদের জন্য একটি ল্যান্ডমার্ক।

গত বছর সেপ্টেম্বরে নাগা চৈতন্যের 'দ্বিতীয় বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে তখন বিয়ের বিষটি সম্পূর্ণ অস্বীকার করেন অভিনেতার ঘনিষ্ঠমহল। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে চার হাত এক হতে চলেছে নাগা চৈতন্য ও শোভিতার।

Share this article
click me!

Latest Videos

Daily Horoscope: ১১ই জানুয়ারি কী অপেক্ষা করছে আপনার জন্য, জেনে নিন আজকের রাশিফল
Suvendu Adhikari Live : আসানসোলে মেগা জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
‘Trinamool Bangladeshi-দের সুবিধা করে দিচ্ছে’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন
'তৃণমূলের মাফিয়ার কাজ করে মাসে এক কোটি কামায় পুলিশের IC', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
'আমাদের আনুন আমরা ৩ লাখের ঘর ও ৩ হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবো', বার্তা দিলেন Suvendu Adhikari