Urfi Javed: নাক ঢাকতে গিয়ে বেরিয়ে এল স্তনের নীচের অংশ, পোশাকের সঙ্গে মাস্ক জুড়ে বানালেন নতুন স্টাইল

Published : Jun 12, 2023, 05:09 PM IST

শেষ পরেছিলেন টি ব্যাগের পোশাক। এবার পোশাকের সঙ্গে মাস্ক জুড়ে বানালেন নতুন স্টাইল, ফের উদ্ভট সাজে উরফি চমক দিলেন সকলকে। 

PREV
110
উরফি জাভেদ

করোনা এখন বিদায় নিয়েছে বললেই চলে। সকলেই তাই ত্যাগ করছেন মাস্ক। কিন্তু, উরফি মনে হয় তা ত্যাগ করতে পারেনি। কিংবা বলা চলে, হঠাৎ করে মাস্কের প্রতি ভালোবাসা জন্মেছে উরফি জাভেদের। সেই ভালোবাসা থেকেই নতুন এক পোশাক বানিয়েছে ফেলেছেন নায়িকা।

210
উরফি জাভেদ

সদ্য স্কার্ট আর টপে দেখা গিয়েছে উরফিকে। স্কার্টের সঙ্গে পরেছিলেন খুবই ছোট ক্রপ টপ। যা দিয়ে তাঁর বক্ষের নীচের অংশ স্পষ্ট বোঝা যাচ্ছিল। আর এই গোলাপী রঙের টপে রয়েছে অদ্ভুত নকশা। মুখে ছিল মাস্ক। আর এই টপ ও মাস্ক বিশেষ ভাবে জোড়া ছিল। শুধু কানের অংশ ছিল খোলা। যা দিয়ে তাঁর দুল দেখা যাচ্ছিল।

310
উরফি জাভেদ

এমন সাজে নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে তিনটি ছবি দেন উরফি। একটি ছিল সেলফ। বাকি দুটোতে সোফার ওপর বসে ফোটোশ্যুট করতে দেখা গিয়েছে। ছবি পোস্ট করা মাত্র তা প্রতিবারের মতো এবারও ভাইরাল হয়। সঙ্গে শুনতে হয় কটাক্ষ। কারণ পোশাকের নীচ দিয়ে তা স্তনের নীচের অংশ স্পষ্ট দেখা যাচ্ছে। সে কারণে সকলেই তাঁর সমালোচনা করেন।

410
উরফি জাভেদ

সম্প্রতি, ভাইরাল হল উরফি জাভেদের নতুন ছবি। যা দেখে ফের শুরু হয়েছে সমালোচনা। প্রায়শই উদ্ভট সাজের কারণে খবরে আসেন উরফি। এবারও তার অন্যথা হল না। অদ্ভুত এক পোশাক পরে দেখা গেল মডেল-অভিনেত্রী। আর তাঁর এই নতুন পোশাক দেখে ভিড়মি খেলে সকলে।

510
উরফি জাভেদ

আবার কদিন আগে, কালো রঙের নেটের ড্রেস পরেছিলেন উরফি। যা স্পষ্ট বোঝা যাচ্ছিল তাঁর দেহে। নেটের এই গাউন ছিল পা পর্যন্ত। তবে, এতে স্পষ্ট ফুটে ওঠে অন্তর্বাস। পোশাকের নকশা ছিল অদ্ভুত। শুধু স্তনের অংশে ছিল ড্রাগনের নকশা। যার কারণে শুধু স্তনটাই দেখা যায়নি।

610
উরফি জাভেদ

বাকি শরীরের সব অংশ ছিল উন্মুক্ত। কালো রঙের নেটের পোশাক পরেছিলেন উরফি। পোশাকের পিছনের অংশ ছিল ফাঁকা। ছিল শুধু নেটের কাপড়। আর সামনের অংশে ছিল এই ড্রাগনের নকশা আঁকা। এমন পোশাকের সঙ্গে পায়ে পরেছেন কালো হিল। এই পোশাক পরে গাড়ি থেকে নামতেই শুরু হল সমালোচনা।

710
উরফি জাভেদ

তার কদিন আগে বাবলগাম দিয়ে টপ তৈরি করে নজর কাড়েন উরফি জাভেদ। পরনে ছিল ধূরস রঙের প্যাট। তার ওপর পরেছিলেন গোলাপী রঙের বাবলগাম দিয়ে তৈরি টপ। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে সোফার ওপর বসে তিনি। এখানেই শেষ নয়, পোশাক থেকে গাম মুখে ভরতে দেখা গিয়েছিল তাঁকে।

810
উরফি জাভেদ

এমন অদ্ভুত সাজের কারণে যেমন আসেন খবরে, তেমনই কখনও কখনও পড়তে হয় বিপদে। একবার মুম্বইয়ের একটি রেস্তোরাঁতে গিয়েছিলেন উরফি। সেখানে তাকে ঢুকতে বাধা দেওয়া হয়। কারণ জানতে চাইলে তারা জানান এমন সাজপোশাকের কারণে তাঁকে ঢুকতে দেওয়া হবে না।

910
উরফি জাভেদ

উরফি জাভেদ নামটা শুনলেই মনে আছে তাঁর উদ্ভুত সাজ পোশাকের কথা। আজ পর্যন্ত স্বাভাবিক পোশাকে উরফিকে দেখেননি কেউই। সব সময় নিজের উদ্ভুত ফ্যাশন স্টেইটমেন্টের জন্য খবরে আসেন উরফি।

1010
উরফি জাভেদ

এবারও তার অন্যথা হল না। ফের নিজের অদ্ভুত সাজের কারণে নজর কাড়লেন সকলে। সদ্য ইন্সটাগ্রামে ছবি প্রকাশ করেছেন উরফি জাভেদ। যেখানে অবশ্যই তাঁর সাজ পোশাক নজর কেড়েছে সকলের। তাঁর এই নতুন পোশাক দেখে মন্তব্য করার ভাষা হারিয়েছেন সকলে।

click me!

Recommended Stories