
‘কঙ্গনাকে আমি পাত্তা দিই না। ওকে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই। সব ব্যাপারেই ও নাক গলায়, সব কিছু নিয়েই কথা বলে। আমার তো মনে হয়, ওর কথার কোথাও মানে নেই। আমার জীবনে কঙ্গনার কোনও গুরুত্ব নেই। কঙ্গনা ছাড়া আর কেউ তো কিছু বলছে না। কঙ্গনাকে বলতে হচ্ছে, টিকু ওয়েডস শেরু ছবির জন্য। নওয়াজ অভিনীত এই ছবির প্রযোজক কঙ্গনা। ওকে তো ছবিটা বাঁচাতে হবে। ভুল কথা বলার জন্য ওকে সবাই চেনে।’ সদ্য কঙ্গনা রানাওয়াত প্রসঙ্গে ঠিক এমনটাই বলেন নওয়াজ উদ্দিন সিদ্দিকির প্রাক্তন স্ত্রী। সদ্য নিজের যত রাগ আছে তা উগড়ে দিতে দেখা গেল আলিয়া সিদ্দিকিকে।
নওয়াজ ও আলিয়ার বিচ্ছেদের কথা সকলের জানা। তাদের বিচ্ছেদ নিয়ে এক সময় বিস্তর কাদা ছোঁড়াছুঁড়ি হয়েছিল। দীর্ঘদিন ধরে খবরে রয়েছেন আলিয়া। দাম্পত্য কহল নিয়ে প্রচারের আলোয় এসেছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকির স্ত্রী। তাদের জীবনে কী ঘটে চলেছে তা বারে বারে উঠে এসেছে খবরে। একাধিক মামলা মোকদ্দমা শেষ পর্যন্ত সমাধান হয়নি। এখনও আদালতের বিচারাধীন অভিনেতা ও তাঁর স্ত্রীর বিচ্ছেদের মামলা। এই সমস্যার সময় নওয়াজের পাশে দাঁড়িয়েছিলেন কঙ্গনা রানাওয়াত। সে সময় কঙ্গনা বলেছিলেন, নওয়াজকে বাড়ির বাইরে হেনস্থা হতে হয়েছে। পরিবারের জন্য তিনি সর্বস্ব দিয়েছেন। অনেক বছর ধরে এক জায়গায় তিনি ভাড়া দিয়ে আলাদা থাকেন। রিকশা করে টিকু ওয়েডস শেরু-র শ্যুটিং-এ আসতেন নওয়াজ। গত বছর যে বাংলোটা কিমলেন, ওঁর স্ত্রী সেটার দাবি নিয়ে হাজির হয়ে গিয়েছে। খুবই দুর্ভাগ্যজনক।
এবার সেই পুরনো কথা টেনে এনে খারাপ মন্তব্য করলেন আলিয়া। সদ্য বিগ বস ওটিটি ২-তে দেখা গিয়েছে নওয়াজের প্রাক্তন স্ত্রীকে। তবে, পরিচিতি গড়তে ব্যর্থ হলেন নওয়াজের প্রাক্তন স্ত্রী। ১০ দিনে সফর শেষ হয়েছে তাঁর। বিগ বসের ঘর থেকে বিদায় নিয়েছেন আলিয়া। বহিষ্কার করা হয় তাঁকে। বিগ বস ওটিটি ২-তে এসে দাম্পত্য জীবন নিয়ে চর্চা করছিলেন আলিয়া। সকলকে তাঁর দাম্পত্য জীবনের নানান কাহিনি জানিয়েছেন। এই নিয়ে শো-র সঞ্চালক হুঁশিয়ারি দিয়েছিল তাঁকে। তারপরও তিনি শোনেননি। শেষে সকলে বিরক্ত হন তাঁর আচরণে। এই তালিকায় আছে পূজা ভাট। আলিয়ার এমন কাজের কারণে তাঁকে বহিষ্কার করা হয়। তারপরই কঙ্গনাকে নিয়ে এমন মন্তব্য করে প্রচারের আলোয় আসেন নওয়াজ।
আরও পড়ুন
Sushant Singh Rajput: সুশান্ত সিং রাজপুরে মৃত্যু মামলায় নয়া মোড়, তদন্তে মিলল নতুন তথ্য
'টাওয়েল, সানস্ক্রিনের ভাগাভাগি আর হবে না'- পাঁচ বছরের বিয়ে ভেঙে জিতু কমলকে কী বললেন নবনীতা
রইল সন্ত্রাসবাদ নিয়ে তৈরি ১০টি ছবির খোঁজ, দেখে নিন '৭২ হুরেঁ’ ছাড়া আর কোন কোন ছবি আছে তালিকায়
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।