সংক্ষিপ্ত
ছবির ট্রেলার দেখে বোঝা যাচ্ছে সন্ত্রাসবাদী মৌলবীদের নিয়ে তৈরি ছবি। সে কারণে ছবিতে আপত্তি জানিয়েছেন একাধিক মুসলিম নেতা ও ধর্মগুরু। শুরু হয়েছে বিতর্ক। তাই মুক্তির ছাড়পত্র পেল না ছবিটি।
ট্রেলারের শুরুতেই দেখা গেল, ধর্মীয়স্থানে এক মৌলবী মগজ ধোলাই করছেন। সন্ত্রাসবাদের পাঠ দিয়ে বলছেন, মৃত্যর পর ৭২ জন কুমারী মেয়ের সঙ্গ পাওয়ার লোভ দেখাচ্ছেন। ধর্মান্ধ দুই সন্ত্রাসবাদী মৌলবীর কথা শুনে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটাবে মুম্বইতে। কিন্তু, তারপর কঠিন সত্যের মুখোমুখি সেই দুই সন্ত্রাসবাদী আত্মা। তবে, কি ধরমের জন্য জীবন উৎসর্গ করে ভুল করল তারা? এমন হাজারও প্রশ্ন উঠে এল ট্রেলারে।
সদ্য প্রকাশ্যে এসেছে ৭২ হুরে-র ট্রেলার। কিন্তু, ছবি মুক্তি আপাতত স্থগিত। ট্রেলারের ঝলক দেখে ছবি দেখার আগ্রহ বেড়েছে প্রায় সকলের। কিন্তু, ছবিতে থাকা একাধিক সন্ত্রাস ঘটনা থেকে শুরু করে হত্যা, বোম্ব ব্লাস্ট-সহ নানান ঘটনা থাকায় ছবি সেন্সর বোর্ডের অনুপতি পায়নি। তাই মুক্তি পাচ্ছে না ৭২ হুরে। তবে, ট্রেলার প্রকাশ্যে আসতেই তা উঠে এসেছে খবরে। ছবি দেখার আশা ক্রমে বেড়েছে দর্শক মনে।
ছবির ট্রেলার দেখে বোঝা যাচ্ছে সন্ত্রাসবাদী মৌলবীদের নিয়ে তৈরি ছবি। সে কারণে ছবিতে আপত্তি জানিয়েছেন একাধিক মুসলিম নেতা ও ধর্মগুরু। এই ছবির বিরুদ্ধে রয়েছে ইসলামদের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ। তেমনই এমন হত্যার ঘটনা ছবির পর্দায় প্রদর্শনের ফলে তৈরি হতে পারে দ্বন্দ্ব। সে কারণে সেন্সর বোর্ডের ছাড় পত্র পেল না ছবিটি। ট্রেলারের এক দৃশ্যে দেখা যাচ্ছে মৃত দেহের কাটা পা। তেমনই আছে একাধিক এমন ভয়ঙ্কর দৃশ্য।
সঞ্জয় পুরান সিং চৌহান পরিচালনা করেছেন এই ছবি। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন পবন মালহোত্রা ও আমির বশির। সহ প্রযোজনা করেছেন অশোক পন্ডিত।
তবে, সেন্সর বোর্ডে ছাড়পত্র পেল না ছবিটি। এই নিয়ে প্রযোজক বলেন, আমাদের একটা প্রশ্ন, ছবির মধ্যে যে দৃশ্য রয়েছে, যে সংলাপ রয়েছে যা ইতিমধ্যেই সেন্সরের ছাড়পত্র পেয়েছে তা ট্রেলারে দেখানো হয়েছে। তিনি দাবি করেছেন, ট্রেলারে এমন দৃশ্য দেখাতে যদি আপত্তি না থাকে তাহলে ছবিতে দেখাতে আপত্তি কোথায়?
এদিকে জুলাই মুক্তির কথা ছিল এই ছবির। কিন্তু, তার আগে তৈরি হল এমন বিতর্ক। ফলে শেষ পর্যন্ত এই বিতর্ক কোথায় গিয়ে পৌঁছায় তাই দেখার। অনেকে অনুমান করছেন বদল হতে পারে ছবির কিছু দৃশ্যের। তেমনই, অনেকের অনুমান প্রযোজক-পরিচালক হয়তো ছবি মুক্তির জন্য অন্য কোনও পথের অনুসন্ধান করবেন। এখন দেখার শেষ পর্যন্ত কী হয়।
আরও পড়ুন
Big Boss: ১০ দিনে সফর হল শেষ, বিগ বসের ঘর থেকে বিদায় নিলেন আলিয়া সিদ্দিকি
Urfi Javed: পোশাকের একাংশ পুরোপুরি উন্মুক্ত, দেখে নিন কেমন অদ্ভুত সাজে হাজির হলেন উরফি
Asin Thottumkal: ডিভোর্সের বিতর্ক নিয়ে মুখ খুললেন আসিন, জেনে নিন কী ঘটেছিল আসল ঘটনা