আলিয়ার নামে মানহানির মামলা, তবে আবার কেন সমঝোতা করতে চাইছেন নওয়াজ?

Published : Mar 28, 2023, 10:10 AM IST
Nawazuddin Siddiqui Wife Aaliya

সংক্ষিপ্ত

দিনকয়েক আগেই স্ত্রী আলিয়া ও ভাই শামাসের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন নওয়াজউদ্দিন ,১০০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছিলেন নওয়াজ। জানা যাচ্ছে, মানহানি মামলা দায়ের করার একদিন পরেই নাকি স্ত্রী আলিয়া সিদ্দিকিকে সমঝোতা প্রস্তাব পাঠিয়েছেন নওয়াজ।

আলিয়া ও নওয়াজের সম্পর্ক নিয়ে ক্রমশ জলঘোলা হচ্ছে। বলিউডের অন্দরে চর্চা যেন দিনদিন বেড়েই চলেছে নওয়াজউদ্দিন ও আলিয়াকে নিয়ে। তাদের সাংসারিক অশান্তিকে কেন্দ্র করে সরগরম মায়ানগরী। বর্তমানে তাদের দাম্পত্য কলহ আদালত পর্যন্ত গড়িয়েছে। দুজনের দাম্পত্য কলহ এতটাই বেড়ে চলেছে যে তার প্রভাব পড়েছে সন্তানদের উপর। তবে কি সন্তানদের দিকে তাকিয়েই কি এবার ঝামেলা মিটিয় ফেলতে চাইছেন নওয়াজ। তেমনই ইঙ্গিত মিলছে।

দিনকয়েক আগেই স্ত্রী আলিয়া ও ভাই শামাস সিদ্দিকির বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি, সেই মামলায় ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছিলেন নওয়াজ। এবার সূত্র থেকে জানা যাচ্ছে, মানহানি মামলা দায়ের করার একদিন পরেই নাকি স্ত্রী আলিয়া সিদ্দিকিকে সমঝোতা প্রস্তাব পাঠিয়েছেন নওয়াজ। আলিয়ার আইনজীবী দাবি করেছেন, সমঝোতা প্রস্তাব পাঠিয়েছেন তার মক্কেলকে। কী লেখা রয়েছে সেই প্রস্তাবে। জানা গিয়েছে, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে প্রস্তুত তারা। মামলার শুনানির আগামী তারিখের আগেই নাকি আলিয়ার সঙ্গে বোঝাপড়া করতে আগ্রহী অভিনেতা। এমনকী মানহানির মামলা তুলে নেওয়ার কথাও ভেবে দেখবেন তিনি। তবে কি সন্তানদের জন্যই এই পদক্ষেপ নিচ্ছেন নওয়াজ, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ। আপাতত আলিয়ার দিক থেকে এর কোনও উত্তর পাওয়া যায়নি।

একের পর এক অভিযোগে বিদ্ধ বলিউডের অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। দীর্ঘ ১১ বছরের বিবাহিত জীবনে দাড়ি টানতে চলেছেন নওয়াজ ও আলিয়া। পরকীয়া, যৌন হেনস্তা, নারীসঙ্গে জর্জরিত নওয়াজের ব্যক্তিগত জীবন। বিবাহিত জীবনে দাড়ি টানতে চলেছেন নওয়াজ ও আলিয়া। তবে তাদের দাম্পত্য কলহ দিনদিন বেড়েই চলেছে। কোনওভাবেই যে তাদেরকে থামানো যাবে না তা একপ্রকার নিশ্চিত সকলেই। একে অপরকে কাদা-ছোড়াছুড়ি, নোংরামি লাগাতার চলছে। কিছুদিন আগেও মুম্বই কোর্টের দুই বিচারপতি আলিয়া ও নওয়াজকে দুই সন্তানের অভিভাবকত্ব নিয়ে সমস্যার সমাধান করার নির্দেশ দেন। জানা যায়, নওয়াজ তার ১২ বছরের মেয়ের দায়িত্ব নিলেও ৭ বছরের ছেলের দায়িত্ব নিতে অস্বীকার করেছিলেন। আইনজীবী জানিয়েছিলেন, সন্তানরা তার মায়ের সঙ্গে রয়েছে, তারা মাকে ছেড়ে দুবাই ফিরতে চায় না। আলিয়া আরও জানান তার অ্যাকাউন্টে মাত্র ৮১ টাকা পড়ে রয়েছে। তবে নওয়াজ বলেন ২০১৬ সালে আলিয়াকে একটি ফ্ল্যাট কিনে দিয়েছিলেন যা নাকি ভাড়া দিয়ে রেখেছেন।

 

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে ওটিটি-তে ডেবিউ করেন এইপাঁচ স্টার কিডস, দেখে নিন কার ভাগ্য খুলল
রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?