এই সাজে প্রস্তুত হতে কয়েক ঘন্টা লেগেছে
এই ছবিটি প্রযোজনা করছেন রাধিকা নন্দা। তিনি বলেন, নওয়াজউদ্দিনের লুক সম্পূর্ণ করতে এই ছবির টিমের প্রায় দেড় বছর লেগেছে। তিনি আরও জানান, এই চরিত্রের জন্য নওয়াজউদ্দিনের শাড়ি বাঁধতে আধা ঘণ্টা এবং মেক-আপ করতে তিন ঘণ্টা লেগেছে।