নিয়ত
৭ জুলাই মুক্তি পায় বিদ্যা বালন অভিনীত নিয়ত। বিদ্যা বালনের পাশাপাশি রাম কাপুর, রাহুল বোস, নীরজ কবি, অমৃতা পুরী, শাহানা গোস্বামী, নিক্কি ওয়ালিয়া, দীপান্বিতা শর্মা, দানেশ রাজভির মতো তারকারা। এই ছবি দিয়ে কামব্যাক করছেন বিদ্যা বালন। শেষ তাঁর অভিনীত ছবি মিশন মঙ্গল। বড় পর্দায় শেষ বার এই ছবিতে দেখা গিয়েছিল বিদ্যা বালনকে। এরপর ওটিটি-তে দেখা গেলেও বড় পর্দায় এলেন দীর্ঘদিন পর।