Netflix Networking Party: প্রসেনজিৎ থেকে আমির খান, নেটফ্লিক্সের পার্টিতে তারার হাট

তারকাদের উপস্থিতিতে জমজমাট নেটফ্লিক্স নেটওয়ার্কিং পার্টি। একই মঞ্চে আমির খান থেকে প্রসেনজিৎ। ছিলেন করণ জোহরের মত প্রথম সারির প্রযোজককও । ওয়েবস্টারদেরও উপস্থিতি ছিল। দেখুন তাদেরই ছবিগুলি।

 

Web Desk - ANB | Published : Feb 20, 2023 8:34 PM / Updated: Feb 20 2023, 10:04 PM IST
127
নেটফ্লিক্স নেটওয়ার্কিং পার্টি


নেটফ্লিক্স নেটওয়ার্কের পার্টিতে ছিল তারকাদের উপস্থিতি। একই সঙ্গে ওয়েবসিরিজ স্টারদেরও ভরপুর উপস্থিতি ছিল। মুম্বই,কলকাতার পাশাপাশি দক্ষিণের অভিনেতা অভিনেত্রীরাও আমন্ত্রিত ছিল পার্টিতে। 

227
কীর্তি শ্যানন


নীল লং ড্রেসে অনবদ্য কৃর্তী শ্যানন।  উপস্থিত ছিলেন নেটফ্লিক্স নেটওয়ার্কিং পার্টিতে।
 

327
মেজাজে প্রসেনজিৎ


স্যুটবুট  পরেই নেটফ্লিক্সের পার্টিতে হাজির  বাংলার বুম্বাদা। প্রসেনজিৎ, এখনও ওটিটি প্ল্যাটফর্মে তেমনভাবে আসেননি। কিন্তু আগামী দিনে ওটিটি দর্শকদের জন্য সুখবর থাকতেই পারে। 
 

427
নেটফ্লিক্স নেটওয়ার্কিং পার্টি


তারকাদের কেউ এসেছিলেন যুগলে কেউ এবার একা একা।  তবে বলা যেতেই পারে তারকার হাট বসেছিল। 
 

527
নেটফ্লিক্স নেটওয়ার্কিং পার্টি


পার্টিতে প্রযোজক ও পরিচালকরাও উপস্থিত ছিলেন। ছিলেন সঙ্গীত পরিচালকরাও। 
 

627
সোনাক্ষী সিনহা


পার্টিতে লাল ড্রেসে নজর কাড়লেন সোনাক্ষী সিনহা। ক্রস লেগে অতুলনীয়া ছিলেন তিনি। 
 

727
নেটফ্লিক্স নেটওয়ার্কিং পার্টি


পার্টিতে পরিচিত মুখের পাশাপাশি উঠতি তারকাদের ভিড়ও ছিল চোখে পড়ার মত। 
 

827
নেটফ্লিক্স নেটওয়ার্কিং পার্টি


পার্টিতে উঠতি তারকাদের স্টারদের কাছে আসার একটি দারুণ সুযোগ ছিল। 
 

927
নেটফ্লিক্স নেটওয়ার্কিং পার্টি


পার্টিতে নজর কেড়েছেন মণীষা কৈরালা। জনপ্রিয় অভিনেত্রীও বর্তমানে ওয়েব দুনিয়ায় কাজ করতে আগ্রহী। 
 

1027
অদিতি রাও হায়দারি


নেটফ্লিক্স নেটওয়ার্কিং পার্টিতে উপস্থিত ছিলেন অদিতি রাও হায়দারি 

1127
প্রজ্ঞা কাপুর


অভিনেত্রী, মডেল  প্রজ্ঞা কাপুর ছিলেন পার্টিতে। 

1227
বনি কাপুর


নেটফ্লিক্স নেটওয়ার্কিং পার্টিতে উপস্থিত ছিলেন বনি কাপুর। ছিলেন অনিস কাপুরও। 

1327
নেটফ্লিক্স নেটওয়ার্কিং পার্টি

 
পার্টিতে ছিলেন একাধিক অভিনেতা আর অভিনেত্রীরা। রাজকুমার রাও এসেছিলেন স্ত্রীকে নিয়ে। 

1427
লাল কুর্তাতে আমির খান


নেটফ্লিক্সের পার্টিতে উপস্থিত হয়েছিলেন আমির খান।

1527
করিশ্মা তান্না


পার্টিতে উপস্থিত ছিলেন করিশ্মা তান্না। একটা সময় টেলিভিশনে কাজ করলেও এখন তিনি ওয়েব দুনিয়ায় পরিচিত মুখ। 
 

1627
মুকেশ ভাট


ব্ল্যাক ড্রেসে এখনও নজর কাড়লেন মহেশ ভাটের ভাই মুকেশ ভাট। 
 

1727
এক ফ্রেমে


একই ফ্রেমে পার্টিতে ধরা পড়লেন মাহিপ কাপুর, সীমান সচদেব ও ভাবনা পাণ্ডে। 
 

1827
শ্বেতা ত্রিপাঠী


পার্টিতে কালো শাড়িতে নজর কেড়েছেন স্বেতা ত্রিপাঠী। 

1927
কিরণ রাও


আমির খানের প্রাক্তন পত্নি কিরণ রাও উপস্থিত ছিলেন। কিন্তু ফোটেশেসনে  তারা আলদাই ছিলেন। তবে পার্টির মধ্যে তাদের কথাবার্তা হয়েছে বলেও টিনসেট টাউনে গুঞ্জন। 


 

2027
নেটফ্লিক্স নেটওয়ার্কিং পার্টি

কপিল শর্মাও উপস্থিত ছিলেন । ছিলেন কঙ্গনা সেনশর্মা।  ছিলেন তিলোত্তমা সোম। 

2127
নেটফ্লিক্স নেটওয়ার্কিং পার্টি


পার্টিতে উঠতি তারকাদের স্টারদের কাছে আসার একটি দারুণ সুযোগ ছিল। 

2227
নেটফ্লিক্স নেটওয়ার্কিং পার্টি


পার্টিতে ছিলেন একাধিক অভিনেতা আর অভিনেত্রীরা। রাজকুমার রাও এসেছিলেন স্ত্রীকে নিয়ে। 
 

2327
একতা কাপুর


উপস্থিত ছিলেন একটা কাপুর। তাঁকে টেলিভিসন কুইন বলা হলেও তিনি কিন্তু একাধিক ওয়েব সিরিজ তৈরি করেছেন। 
 

2427
খুশি কাপুর


পার্টিতে একদম অন্য মেজাদে উপস্থিত ছিলেন খুশি কাপুর। জোয়া আখতারের আর্চিস দিয়েই তিনি বলিউডে আত্মপ্রকাশ করবেন। 

2527
ভূমি পেন্ডেকর


পার্টিতে কালো ড্রেসে উপস্থিত ছিলেন ভূমি পেন্ডেকর। 
 

2627
নেটফ্লিক্স নেটওয়ার্কিং পার্টি


শনিবার ছিল ছিল নেটফ্লিক্স নেটওয়ার্কের পার্টি। উপস্থিত থিলেন নেটফ্লিক্সের সিইও টেড সারানডোস। 
 

2727
সঞ্জয় কাপুর


পার্টিতে উপস্থিত ছিলেন সঞ্জয় কাপুর।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos