Published : Feb 20, 2023, 08:34 PM ISTUpdated : Feb 20, 2023, 10:04 PM IST
তারকাদের উপস্থিতিতে জমজমাট নেটফ্লিক্স নেটওয়ার্কিং পার্টি। একই মঞ্চে আমির খান থেকে প্রসেনজিৎ। ছিলেন করণ জোহরের মত প্রথম সারির প্রযোজককও । ওয়েবস্টারদেরও উপস্থিতি ছিল। দেখুন তাদেরই ছবিগুলি।
নেটফ্লিক্স নেটওয়ার্কের পার্টিতে ছিল তারকাদের উপস্থিতি। একই সঙ্গে ওয়েবসিরিজ স্টারদেরও ভরপুর উপস্থিতি ছিল। মুম্বই,কলকাতার পাশাপাশি দক্ষিণের অভিনেতা অভিনেত্রীরাও আমন্ত্রিত ছিল পার্টিতে।
227
কীর্তি শ্যানন
নীল লং ড্রেসে অনবদ্য কৃর্তী শ্যানন। উপস্থিত ছিলেন নেটফ্লিক্স নেটওয়ার্কিং পার্টিতে।
327
মেজাজে প্রসেনজিৎ
স্যুটবুট পরেই নেটফ্লিক্সের পার্টিতে হাজির বাংলার বুম্বাদা। প্রসেনজিৎ, এখনও ওটিটি প্ল্যাটফর্মে তেমনভাবে আসেননি। কিন্তু আগামী দিনে ওটিটি দর্শকদের জন্য সুখবর থাকতেই পারে।
427
নেটফ্লিক্স নেটওয়ার্কিং পার্টি
তারকাদের কেউ এসেছিলেন যুগলে কেউ এবার একা একা। তবে বলা যেতেই পারে তারকার হাট বসেছিল।
527
নেটফ্লিক্স নেটওয়ার্কিং পার্টি
পার্টিতে প্রযোজক ও পরিচালকরাও উপস্থিত ছিলেন। ছিলেন সঙ্গীত পরিচালকরাও।
627
সোনাক্ষী সিনহা
পার্টিতে লাল ড্রেসে নজর কাড়লেন সোনাক্ষী সিনহা। ক্রস লেগে অতুলনীয়া ছিলেন তিনি।
727
নেটফ্লিক্স নেটওয়ার্কিং পার্টি
পার্টিতে পরিচিত মুখের পাশাপাশি উঠতি তারকাদের ভিড়ও ছিল চোখে পড়ার মত।
827
নেটফ্লিক্স নেটওয়ার্কিং পার্টি
পার্টিতে উঠতি তারকাদের স্টারদের কাছে আসার একটি দারুণ সুযোগ ছিল।
927
নেটফ্লিক্স নেটওয়ার্কিং পার্টি
পার্টিতে নজর কেড়েছেন মণীষা কৈরালা। জনপ্রিয় অভিনেত্রীও বর্তমানে ওয়েব দুনিয়ায় কাজ করতে আগ্রহী।
1027
অদিতি রাও হায়দারি
নেটফ্লিক্স নেটওয়ার্কিং পার্টিতে উপস্থিত ছিলেন অদিতি রাও হায়দারি
1127
প্রজ্ঞা কাপুর
অভিনেত্রী, মডেল প্রজ্ঞা কাপুর ছিলেন পার্টিতে।
1227
বনি কাপুর
নেটফ্লিক্স নেটওয়ার্কিং পার্টিতে উপস্থিত ছিলেন বনি কাপুর। ছিলেন অনিস কাপুরও।
1327
নেটফ্লিক্স নেটওয়ার্কিং পার্টি
পার্টিতে ছিলেন একাধিক অভিনেতা আর অভিনেত্রীরা। রাজকুমার রাও এসেছিলেন স্ত্রীকে নিয়ে।
1427
লাল কুর্তাতে আমির খান
নেটফ্লিক্সের পার্টিতে উপস্থিত হয়েছিলেন আমির খান।
1527
করিশ্মা তান্না
পার্টিতে উপস্থিত ছিলেন করিশ্মা তান্না। একটা সময় টেলিভিশনে কাজ করলেও এখন তিনি ওয়েব দুনিয়ায় পরিচিত মুখ।
1627
মুকেশ ভাট
ব্ল্যাক ড্রেসে এখনও নজর কাড়লেন মহেশ ভাটের ভাই মুকেশ ভাট।
1727
এক ফ্রেমে
একই ফ্রেমে পার্টিতে ধরা পড়লেন মাহিপ কাপুর, সীমান সচদেব ও ভাবনা পাণ্ডে।
আমির খানের প্রাক্তন পত্নি কিরণ রাও উপস্থিত ছিলেন। কিন্তু ফোটেশেসনে তারা আলদাই ছিলেন। তবে পার্টির মধ্যে তাদের কথাবার্তা হয়েছে বলেও টিনসেট টাউনে গুঞ্জন।
2027
নেটফ্লিক্স নেটওয়ার্কিং পার্টি
কপিল শর্মাও উপস্থিত ছিলেন । ছিলেন কঙ্গনা সেনশর্মা। ছিলেন তিলোত্তমা সোম।
2127
নেটফ্লিক্স নেটওয়ার্কিং পার্টি
পার্টিতে উঠতি তারকাদের স্টারদের কাছে আসার একটি দারুণ সুযোগ ছিল।
2227
নেটফ্লিক্স নেটওয়ার্কিং পার্টি
পার্টিতে ছিলেন একাধিক অভিনেতা আর অভিনেত্রীরা। রাজকুমার রাও এসেছিলেন স্ত্রীকে নিয়ে।
2327
একতা কাপুর
উপস্থিত ছিলেন একটা কাপুর। তাঁকে টেলিভিসন কুইন বলা হলেও তিনি কিন্তু একাধিক ওয়েব সিরিজ তৈরি করেছেন।
2427
খুশি কাপুর
পার্টিতে একদম অন্য মেজাদে উপস্থিত ছিলেন খুশি কাপুর। জোয়া আখতারের আর্চিস দিয়েই তিনি বলিউডে আত্মপ্রকাশ করবেন।
2527
ভূমি পেন্ডেকর
পার্টিতে কালো ড্রেসে উপস্থিত ছিলেন ভূমি পেন্ডেকর।
2627
নেটফ্লিক্স নেটওয়ার্কিং পার্টি
শনিবার ছিল ছিল নেটফ্লিক্স নেটওয়ার্কের পার্টি। উপস্থিত থিলেন নেটফ্লিক্সের সিইও টেড সারানডোস।
2727
সঞ্জয় কাপুর
পার্টিতে উপস্থিত ছিলেন সঞ্জয় কাপুর।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।