
পর্নস্টার জনি সিনস-এর (Johnny Sins) রয়েছে যৌন সমস্যা! আর সেই সমস্যা মেটাচ্ছেন খোদ ভারতীয় অভিনেতা রণবীর সিং (Ranveer Singh)। হিন্দি সিরিয়ালের আদলে তৈরি চূড়ান্ত হাস্যকর বিজ্ঞাপন। যৌন সমস্যা মেটানোর জন্য লিঙ্গবর্ধক ওষুধের বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেছেন দুই বিখ্যাত তারকা। সেই বিজ্ঞাপন দেখে হেসে কূল পাচ্ছেন না নেটিজেনরা।
-
খোদ রণবীর শেয়ার করেছেন বিজ্ঞাপনের ভিডিওটি। যা একেবারে ভারতীয় টেলিভিশনের ‘সাঁস বহু’ ড্রামার মেজাজে রসিকতা করে তৈরি করা হয়েছে। বিজ্ঞাপনে জনি সিনসের দাদার চরিত্রে অভিনয় করেছেন রণবীর। জনির চরিত্রের (চরিত্রের নামও জনি) যৌন সমস্যা। মিলনে তৃপ্ত নয় তাঁর বউ টিসু। তাই ঘর ছাড়ার সিদ্ধান্ত নেয়। এই নিয়েই অশান্তি। এর পরই চাঞ্চল্যকর মোড় নেয় গল্প।
-
শাশুড়ির চড় খেয়ে ব্যালকনি থেকে পড়ে যাচ্ছিল টিসু। তাকে বাঁচাতে ঝাঁপ দেয় জনি। ভাইয়ের দিকে আবার যৌন সমস্যা মেটানোর ওষুধ ছুঁড়ে দেয় রণবীরের চরিত্র। তার পরই মিলন। টিসু-জনির মুখে তৃপ্তির হাসি। রণবীর-জনির এই ভিডিও দেখেই হাসির রোল নেটদুনিয়ায়।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।