Urfi Javed: 'পাক্কা রাজনৈতিক নেতাদের মতো!' উরফি জাভেদকে ঘোমটায় দেখে এমনই মন্তব্য নেটিজেনদের

Published : Nov 09, 2023, 02:51 PM IST
urfi javed

সংক্ষিপ্ত

একদিন বোল্ড লুকে, অন্যদিন ধার্মিক লুকে তাঁকে দেখে ভিন্ন ভিন্ন রূপে ভ্যাবাচ্যাকা খেয়ে গেছেন অনেকেই।

ফ্যাশন দুনিয়ায় নিজস্ব কারিকুরি, তা নিয়ে প্রায় প্রত্যেকদিনই চর্চার কেন্দ্রে উঠে আসেন উরফি জাভেদ। কখনও কমলালেবুতে ঢাকেন নীচের শরীরের উপরের অংশ, কখনও আবার স্তনের ওপরে লেপটে নেন চকচকে অলঙ্কার। শরীর প্রদর্শনের জন্যই অধিকাংশ ক্ষেত্রে যাঁর নাম চলে আসে খবরে, সেই উরফি জাভেদকেই এবার দেখা গেল ঘোমটা টেনে ধার্মিক পোজ দিতে। 



সম্প্রতি পঞ্জাবের অমৃতসরের স্বর্ণমন্দিরে গিয়েছিলেন উরফি। সেখান থেকেই নিজের ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে তাঁকে দেখা গেছে হালকা গোলাপি রঙের সালোয়ার স্যুটে। মন্দিরের বিশেষ কড়া ভোগের ছবিও পোস্ট করেছেন তিনি। তাঁর সঙ্গে সাদা সালোয়ারে দেখা গেছে তাঁর বোন ডলি জাভেদকেও।
 

 

উরফিকে মাথায় ঘোমটা টানা অবস্থায় দেখে সোশ্যাল মিডিয়ায় যথেচ্ছ কটাক্ষ করেছেন তাঁর ফলোয়াররা। একদিন বোল্ড লুকে, অন্যদিন ধার্মিক লুকে তাঁকে দেখে ভিন্ন ভিন্ন রূপে ভ্যাবাচ্যাকা খেয়ে গেছেন অনেকেই। তারই মধ্যে থেকে কেউ কেউ বলেছেন, একেবারে রাজনৈতিক নেতাদের মতোই একেকদিন একেক ধরনের ভেক ধারণ করছেন উরফি। 

PREV
click me!

Recommended Stories

সংসারে এল নতুন সদস্য, মা হলেন ভারতী সিং, ৪১ বছরে দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন
শীঘ্রই আসছে '৩ ইডিয়টস'-র সিক্যুয়েল, নতুন ছবির নাম বিরাট চমক, প্রকাশ্যে এল নয়া তথ্য