শ্যাম মানেকশ-র চরিত্রে নজর কাড়লেন ভিকি, ট্রেলার জুড়ে বীর যোদ্ধার লড়াই

স্পাই থ্রিলার ঘরানার এই ছবির ট্রেলার মুক্তি পেতেই সুপার ডুপার হিট। এই ছবিতে স্যাম বাহাদুরের চরিত্রে দেখা দিলেন ভিকি।

শ্যাম বাহাদুর হয়ে পর্দায় আসছেন ভিকি কৌশল। মিলল তারই ঝলক। দীর্ঘ প্রতিক্ষার পর মুক্তি পেল শ্যাম বাহাদুর ছবির ট্রেলার। রাজির পর ফের একবার এক সঙ্গে কাজ করছেন মেঘনা গুলজার ও ভিকি কৌশল। স্পাই থ্রিলার ঘরানার এই ছবির ট্রেলার মুক্তি পেতেই সুপার ডুপার হিট। এই ছবিতে শ্যাম বাহাদুরের চরিত্রে দেখা দিলেন ভিকি।

ট্রেলারের শুরুতে দেখা যাচ্ছে, শ্যাম বাহাদুর কীভাবে দেশের জয়ের পরিকল্পনা করছেন। ১৯৬০-৭০ দশকের প্রেক্ষাপটে তৈরি এই ছবি। ট্রেলার জুড়ে আছে অ্যাকশন। রয়েছে রাজনীতির ঝলক। রয়েছে টানটান উত্তেজনা। তেমনই দেখা গিয়েছে তাঁর ব্যক্তিগত জীবন। ট্রেলারে দেখা গিয়েছে, ইন্দিরা গান্ধী-সহ তৎকালীন মন্ত্রীর সঙ্গে আলোচনার দৃশ্যও দেখা গিয়েছে ট্রেলারে। ১ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।

Latest Videos

ভবানী আইয়ার, শান্তনু শ্রীবাস্তবের সঙ্গে মেঘনা গুলজার লিখেছেন এই ছবিটি। পঞ্জাব, কাশ্মীর, দিল্লি-সহ বিভিন্ন লোকেশনে হয়েছে শ্যুটিং। ছবিটি প্রযোজনা করেছেন রনি স্ক্রুওয়ালাক আরএসভিপি মুভিজ। এর আগে উড়ি ছবিটি প্রযোজনা করেছিলেন তারা। ফলে ভিকি-র সঙ্গে এই সংস্থার দ্বিতীয় কাজ এটি।

চরিত্র নিয়ে বরাবর এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন ভিকি। মূলত সিরিয়াস চরিত্রে দর্শকদের মন কাড়তে চান অভিনেতা। সে কারণে তাঁর অভিনীত উড়ি থেকে রাজি-র মতো ছবিগুলো এক সময় ব্যাপর হিট করেছিল। মাঝে যদিও কমার্সিয়াল ছবিতেও দেখা দিয়েছেন ভিকি। জুটি বেঁধেছেন ভূমি পেদনেকর ও সারা আলি খানের মতো তারকাদের সঙ্গে। এই সকল ছবিতে তাঁর অভিনয় দর্শকদের নজর কেড়েছিল ঠিকই তবে ছবিগুলো সে অর্থে সফল হয়নি। এবার আবার নিজের চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট করতে আসছেন ভিকি কৌশল। মুক্তি পেতে চলেছে তাঁর অভিনীত বায়োপিক ছবি। সদ্য প্রকাশ্যে এল তারই ট্রেলার। ১ ডিসেম্বর শ্যাম বাহাদুরের ছবির প্রধান চরিত্রে বড় পর্দায় পা দেবেন ভিকি।

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে। 

 

আরও পড়ুন

মরণোত্তর বিশেষ কৃতি সম্মানে ভূষিত হলেন ঐন্দ্রিলা শর্মা, দেখে নিন কী করলেন প্রেমিক সব্যসাচী

Priyanka Sarkar : নিজেরও ভুল ছিল অনেক, সে কারণেই রাহুলকে সুযোগ দিতে চান প্রিয়াঙ্কা

 

Share this article
click me!

Latest Videos

Sukanta Majumdar Live: স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উদযাপনে সুকান্ত, দেখুন সরাসরি
Suvendu Adhikari : 'যারা হিন্দু ধর্মের অপমান করছেন তাঁরা খুব তাড়াতাড়ি ধ্বংস হবে', মন্তব্য শুভেন্দুর
Kho Kho World Cup 2025: স্বপ্ন থেকে বাস্তবের যাত্রা কেমন ছিল? জানালেন মহিলা দলের হেড ডঃ মুন্নি জুন
গ্রেফতার পুরনো পাপী! ঘরের মধ্যেই তৈরি হচ্ছিল...নবদ্বীপে অস্ত্র কারখানার হদিশ | Nabadwip News Today
PM Modi Live: স্বামী বিবেকানন্দের জন্মদিনে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি