উরফির গা ঘেঁষে জড়িয়ে ধরে ছবিতে পোজ দিতেই চরম ট্রোলড অর্জুন, ভিডিও ফাঁস হতেই তুলোধনা সাইবারবাসীর

পাপারাৎজিরা দুজনকে একসঙ্গে দাঁড়িয়ে ছবি তোলার কথা বলতেই অর্জুনের সঙ্গে ছবিতে পোজ দেওয়ার জন্য গা ঘেঁষে দাঁড়িয়ে পড়লেন উরফি জাভেদ। দুজনের উচ্চতা অনেকটাই ছোট, সেই কারণে খানিকটা অপ্রস্তুত হাসিতে লেন্সবন্দি হলেন অর্জুন কাপুর।

 

উরফি জাভেদ মানেই নতুন নতুন চমক। তবে উদ্ভট সাজগোজের জন্যই বারেবারে শিরোনামে থাকেন নায়িকা। এখন বলি নায়িকাদেরর মতোই তার পরিচিতি। তাকে নিয়ে চর্চা হবে না এমন দিন মনে হয় হাতে গোনা। সর্বদাই তার কীর্তি নিয়ে চর্চা চলছে নেটদুনিয়ায়। এবার বলি তারকাদের পাশেই দেখা গেল উরফিকে। গত শুক্রবার চাঁদের হাট বসেছিল মুম্বইতে। কোন নতুন ছবির মুক্তি উপলক্ষ্যে নয়, বরং ফ্যাশন ডিজাইনার গৌরব গুপ্তর বিপণির উদ্বোধন উপলক্ষ্যে বসেছিল চাঁদের হাট। এদিন বলিউডের তাবড় তাবড় তারকারা উপস্থিত ছিলেন পার্টিতে। অর্জুন কাপুর, পূজা হেগড়ে, প্রতীক বাব্বর থেকে শুরু করে আরও অনেককেই দেখা গেছে। তবে সকলের মধ্যে চমক দিলেন ফ্যাশন কুইন উরফি জাভেদ।

Latest Videos

গৌরবের পার্টিতে উপস্থিত ছিলেন উরফি। অফ হোয়াইট রঙের হাই থাই স্লিট স্কার্ট এবং ব্রালেটে নজর কেড়েছেন উরফি। গলায় চওড়া নেকলেস, খোলা চুলে ফ্যাশনিস্তা উরফি। তবে পোশাক সামলাতে সামলাতেই নাজেহাল অবস্থা উরফির। খোলামেলা পোশাক হাঁটতে গিয়েই ঘেটে যাচ্ছে। আর ওই অবস্থাতেই পাপারাৎজির ক্যামেরায় একের পর এক পোজ দিয়েই চলেছেন ফ্যাশন কুইন। পার্টিতে কালো স্যুট-প্যান্ট,চশমা পরে অর্জুন কাপুরকে দেখে নিজেকে সামলাতে পারলেন না উরফি। হিলজুতোর নীচ থেকে পোশাক ছাড়িয়ে গেলেও অর্জুনের সঙ্গে করমর্দন করলেন উরফি। পাপারাৎজিরাও সেই সুযোগ হাতছাড়া করলেন না। মুহূর্তের মধ্যে সেই ছবি ও ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে।

পাপারাৎজিরা দুজনকে একসঙ্গে দাঁড়িয়ে ছবি তোলার কথা বলতেই অর্জুনের সঙ্গে ছবিতে পোজ দেওয়ার জন্য গা ঘেঁষে দাঁড়িয়ে পড়লেন উরফি জাভেদ। দুজনের উচ্চতা অনেকটাই ছোট, সেই কারণে খানিকটা অপ্রস্তুত হাসিতে লেন্সবন্দি হলেন অর্জুন কাপুর। ভিডিও ভাইরাল হতেই নেটিজেনরা কমেন্টে ভরিয়ে দিয়েছেন। একজন কমেন্টে বলেছেন, বাড়িতে যাও ভাই মালাইকা জি আপনার ক্লাস নেবেন । কেউ বলেছেন -দুজন জিরো ক্লাস সেলিব্রিটি একসঙ্গে। একজন আবার কটাক্ষ করে বলেছেন অর্জুনের চেয়ে অনেক বেশি জনপ্রিয়। আবার একজন বলেছেন, জোরি আচ্ছি হ্যায়। ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।

 

 

গৌরবের তৈরি করা পোশাক পরেই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হয়েছিলেন উরফি। সিলভার রঙের পোশাক পরেই সকলের নজর কেড়ে নিয়েছেন ফ্যাশনিস্তা। তবে শুধু অর্জুন নয়, মন্দিরা বেদীর সঙ্গেও ছবি তুলেছেন তিনি। এবং সকলের কাছে গিয়ে নিজের পরিচয় দিয়েছেন উরফি। ঠিক তার আগের দিন আবু জানি ও সন্দীপ খোলসার বিপণির উদ্বোধনে হাজির ছিলেন উরফি জাভেদ।ঠিক যেন স্বর্গের অপ্সরা। কল্পনাকে সত্যি করে দেখালেন উরফি। লাল টুকটুকে স্কার্টের সঙ্গে শাড়ির আঁচলের মতো করে পরলেন ওড়না। তবে উরফির বক্ষদেশের চমক দেখে ভিড়মি খেলেন ভক্তরা। বক্ষযুগল না ঢেকে চমক দিয়েছেন উরফি। সারা বুক জুড়ে আলপনা। এই হটকে পোশাকেই রেড কার্পেটে হাঁটলেন উরফি জাভেদ। যা দেখে সবাই বলে উঠলেন, আরে এ যে হালফিলের অপ্সরা। উরফিকে অপ্সরার বেশে সাজিয়ে তুলেছিলেন ফ্যাশন ডিজাইনার আবু জানি সন্দীপ। ফ্যাশন ডিজাইনারের আয়োজিত সন্ধ্যার পার্টিতেই উপস্থিত ছিলেন উরফি জাভেদ। পার্টিতে হৃত্বিকের প্রাক্তন স্ত্রী সুজান খানের সঙ্গে জড়িয়ে ধরে ছবি তুলেছেন উরফি।

 

 

 

ইরফান খানের পুত্র বাবিল খান উচ্ছ্বসিত হয়ে উরফির সাজের প্রশংসা করেন। তাতেই আরও খুশি হয়ে মাথায় মিনে করা স্বর্ণমুকুট চাপিয়ে পোজ দিয়ে নিলেন তারকা। সত্যিই যেন নিজেকে অপ্সরা ভাবছিলেন উরফি। এ যেন উরফির জীবনে বড় পাওনা। কোনও পোশাকশিল্পীর বানানো পোশাক আগে কোনওদিনই পরেননি উরফি জাভেদ। তবে প্রথমবার এই পোশাক পরে ভীষণভাবে আপ্লুত উরফি। উরফি আনন্দের সঙ্গে জানান, আবু জানি আমায় এমনভাবে সাজিয়েছেন যাতে নিজেকে খুঁজে পাচ্ছি। কোনও ফ্যাশন ডিজাইনার আমায় পছন্দসই পোশাক দিতে পারেন না বলেই বরাবর নিজে বানিয়ে পোশাক পরি। এই প্রথমবার অন্যের তৈরি পোশাকে নিজেকে শক্তিশালী বোধ করছি। অনেক ধন্যবাদ।

 

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury