Pushpa 2: শাড়িতে রুদ্র-রূপে পুষ্পা, আল্লু অর্জুনের লুক দেখে ভিরমি খেলেন ভক্তরা

Published : Apr 08, 2023, 09:43 AM IST
Pushpa 2 The Rule Allu Arjun First Look

সংক্ষিপ্ত

রুদ্র মূর্তিতে দেখা গেল আল্লু অর্জুনকে। নিজের সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করেছেন নায়ক। ক্যাপশনে লিখেছেন, ‘পুষ্পা ২ দ্য রুল শুরু হল’।

পরনে শাড়ি, গলার মোটা সোনার হার। সঙ্গে গলায় লেবুর মালা। রয়েছে ফুলের মালাও। হাতে চুড়ি ও আঙটি। কপালে টিপ। কানে দুল। না কোনও মেয়ে নয়। এমন সাজে দেখা দিলেন পুষ্পা ওরফে আল্লু অর্জুন। তাঁর শরীরে নীল রঙের মেকআপ। কপালের টিপ জলজল করছে। হাতে রয়েছে বন্দুক। এক রুদ্র মূর্তিতে দেখা গেল আল্লু অর্জুনকে। নিজের সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করেছেন নায়ক। ক্যাপশনে লিখেছেন, ‘পুষ্পা ২ দ্য রুল শুরু হল’।

এভাবেই প্রকাশ পেল, পুষ্পা ২ দ্য রুল ছবির পোস্টার । যা নিয়ে বহুদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকেরা। ২০২১ সালে মুক্তি পেয়েছে পুষ্পা দ্য রাইজ ছবিটি। ছবির সাফল্যের কথা বলার অপেক্ষা রাখে না। সেই ছবির রেশ ধরে পুষ্পা ২ তৈরির কথা আগেই ঘোষণা করেছিলেন ছবির টিম। এবার প্রকাশ্যে এল সেই ছবির পোস্টার । শুক্রবার ৭ এপ্রিল মুক্তি পেয়েছে থবির প্রথম পোস্টার। ছবির পোস্টার প্রকাশ্যে আসতেই ছবি দিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।

এদিকে কদিন আগে প্রকাশ্যে এল ‘পুষ্পা ২’-র Concept Teaser। মৈত্রী পিকচার্স ‘পুষ্পা ২’ ছবির এটি বিশেষ টিজার রিলিজ করেছিল। তখনই জানানো হয়েছিল ৭ এপ্রিল তারিখ মুক্তি পারে ‘পুষ্পা ২’ ছবির পোস্টার। তার আগে প্রকাশ্যে এল কনসেপ্ট টিজার। টিজারের শুরুতে দেখা যাচ্ছে একজন বাইক নিয়ে যাচ্ছে। আর দক্ষিণী ভাষায় অনেকে বলছেন, পুষ্পা তিরুপতি জেল থেকে পালিয়েছে। প্রচুর ভিড়ে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রশ্ন উঠেছে, পুষ্পা কোথায়। এমনই দেখা যাচ্ছে কয়েক সেকেন্ডের টিজারে। সোশ্যাল মিডিয়ায় এই টিজার।

জানা গিয়েছে, পুষ্পা ২ ছবিটি হিন্দি সহ তেলেগু, মালায়লাম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে। ছবিতে রশ্মিকা মান্দান্না এবং ফাহাদ ফাসিল রয়েছেন। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আল্লু আর্জুন। Mythri Movie Makers পরিচালনা করছেন ছবিটি। সব মিলিয়ে এক রাশ নতুনত্ব নিয়ে আসছে পুষ্পা ২। এর আগে পুষ্পা ছবিটি চমক দিয়েছিল দর্শকদের। শুধু দেশ নয় বিদেশেও সাফল্য পেয়েছিল ছবিটি। এবার সেই সাফল্যের পর আসছে পুষ্পা ২। এই ছবি নিয়েও দর্শকদের আশা রয়েছে বিস্তর। তবে, শেষ পর্যন্ত তা কতটা সাফল্য পায় সেটাই দেখার। এদিকে ছবির পোস্টার দেখে সকলেই উচ্ছ্বসিত। ছবিতে পুষ্পার লুক প্রশংসা কুড়িয়েছে সকলের কাছে।

 

আরও পড়ুন

Salman Khan: কবে আসবে ‘কিসি কা ভাই কিসি কি জান’-র ট্রেলার? দেখে নিন কী বললেন ভাইজান

কার্তিক আরিয়ান, করিশ্মা কাপুর থেকে হুমা কুরেশি, দেখুন আপনার পছন্দের তারকাকে বলিউড মশালায়

কোটি কোটি টাকা জালিয়াতির অভিযোগ আমিশার বিরুদ্ধে, মামলা দায়ের হৃত্বিকের নায়িকার বিরুদ্ধে

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

শীঘ্রই আসছে পরিচালক সুজিত সরকার এবং বিক্রমাদিত্যের শর্ট ফিল্ম 'থার্সডে স্পেশাল', জেনে নিন বিস্তারিত
৪০ বছরেও ১৮-র তরুণী, ফাঁস হল মৌনী রায়ের সৌন্দর্যের রহস্য