- Home
- Entertainment
- Bollywood
- Priyanka Chopra: মেয়েকে নিয়ে সিদ্ধিবিনায়ক মন্দিরে প্রিয়াঙ্কা, ছবি ভাইরাল হতেই ক্ষুদ্ধ জনতা, জেনে নিন কেন
Priyanka Chopra: মেয়েকে নিয়ে সিদ্ধিবিনায়ক মন্দিরে প্রিয়াঙ্কা, ছবি ভাইরাল হতেই ক্ষুদ্ধ জনতা, জেনে নিন কেন
- FB
- TW
- Linkdin
সম্প্রতি পরিবারের সঙ্গে মুম্বইরে এসেছেন প্রিয়াঙ্কা। কদিন আগে মুম্বইয়ে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার (NMACC)-র উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন নিক জোনাস। সেখানে প্রিয়াঙ্কার পোশাক থেকে পারফর্মমেন্স সবই উঠে আসে খবরে।
বর্তমানে মুম্বইয়েই রয়েছেন প্রিয়াঙ্কা। সম্প্রতি, মুম্বইয়ে মেয়ে মালতী মেরিকে নিয়ে সিদ্ধিবিনায়ক মন্দিরে গেলেন নায়িকা। গণপতির আশীর্বাদ নিতে ছোট মালতীকে নিয়ে হাজির হন।
সেখানের একাধিক ছবি পোস্ট করেন নায়িকা। কোনও ছবিতে দেখা যাচ্ছে সিদ্ধিবিনায়ক মন্দিরে ভক্তিভরে পুজো দিচ্ছেন নায়িকা। কোলে রয়েছে মেয়ে। তেমনই কোনও ছবিতে দেখা যাচ্ছে সেবায়েতরা তাঁকে টিকা লাগিয়ে দিচ্ছে।
তেমনই কোনও ছবিতে মেয়েকে কোলে নিয়ে সেবায়তদের পাশে দাঁড়িয়ে পোজ দিয়েছেন তিনি। কোনও ছবিতে আবার ঠাকুরের সামনে মেয়েকে কোলে নিয়ে দাঁড়াতে দেখা গিয়েছে নায়িকাকে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সিদ্ধিবিনায়ক মন্দিরের একাধিক ছবি।
সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়ে তিনি যে পুরো সময়টা উপভোগ করেছেন তা বলার অপেক্ষা রাখে না। এই দিন সাধারণ মানুষের সঙ্গে গণপতির পুজো করেন তিনি। বাকি ভক্তদের মতো লাইনে দাঁড়াতে দেখা গিয়েছে নায়িকাকে।
এদিন প্রিয়াঙ্কার পরনে ছিল হালকা নীল রঙের কুর্তি। গলায় ছিল লালা ওড়না। তেমনই মেয়ে মালতী মেরিকে এদিকে লাগছিল আরও কিউটি। সেও পরেছিল হালকা রঙের ফ্লাওয়ার প্রিন্টের একটি ফ্রকে। মাথায় ছিল সুন্দর দেখতে একটি হেয়ার ব্যান্ড।
ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক। আসলে মন্দিরে ভিতরে ছবি তোলার অনুমতি নেই। কিন্তু, কেন প্রিয়াঙ্কা চোপড়া সেই অনুমতি পেলেন তা নিয়ে উঠেছে প্রশ্ন। প্রিয়াঙ্কার এই ছবি ঘিরে নানান ব্যক্তি নানান কটুক্তি করেছেন।
একজন রেগে গিয়ে জিজ্ঞেস করেছেন, এই ভিআইপি ট্রিটমেন্ট কবে বন্ধ হবে? আরেকজন প্রশ্ন করলেন, আমাদের জন্য ছবি তোলা নিষেধ, এই বৈষম্য কবে বন্ধ হবে প্রভু। একজন প্রশ্ন করেছেন সব নিয়ম কি শুধু সাধারণ মানুষের জন্য, যেখানে মানুষকে ঠেকে বের করে দেওয়া হয়। একজন বললেন- ভারতে এই ভিআইপি ট্রিটমেন্ট নাটক কবে শেষ হবে।
এদিকে কদিন আগে নীতা অম্বানি ও ঈশাকে অভিনন্দন জানান। তিনি বলেন, মুম্বইয়ে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার ফ্যাশনের দুনিয়ায় একটি অবিশ্বাস্য প্রদর্শনী তৈরি করেছে। সেখানে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। তাঁর পোশাক এই অনুষ্ঠানে হয়ে উঠেছিল চর্চার বিষয়।
মাল্টি কালার স্কার্ট ও টিউব টপ পরে হাজির হন প্রিয়াঙ্কা। গলায় ছিল সরু স্টোনের জুয়েলারি। ৬৫ বছরের পুরনো ভিনটেজ বেনারসি পাটোলা (ব্রোকেড) শাড়ি ব্যবহার করে বানানো হয়েছিল তাঁর পোশাক। যাতে রূপোর সুতো ও খাদি সিল্কের ওপর সোনার ইলেক্ট্রোপ্লেটিং ব্যবহার করা হয়েছিল। বেনারসের ক্রাফট ক্লাস্টারে ভিনটেজ টেক্সটাইল হাতে বোনা হয়েছিল এই মাস্টার পিস শাড়িটি।