হাতে চূড়া মাথায় সিঁদুর, জিন্স-টপ পরে প্রথমবার সিদ্ধার্থের সঙ্গে নববধূ কিয়ারা, ছবি ভাইরাল নেটদুনিয়ায়

Published : Feb 08, 2023, 06:06 PM ISTUpdated : Feb 08, 2023, 06:18 PM IST

চলতি সপ্তাহের ৭ ফেব্রুয়ারি জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে গাঁটছড়া বাঁধলেন সিদ্ধার্থ ও কিয়ারা। বিয়ের পর এই প্রথমবার একসঙ্গে জনসমক্ষে ধরা দিলেন সিদ্ধার্থ ও কিয়ারা। হাতে চূড়া, পরণে জিন্স টপ, নববধূ কিয়ারা ও সিদ্ধার্থ পোজ দিলেন পাপারাৎজির ক্যামেরায়। 

PREV
19

 বিয়ের পর এই প্রথমবার একসঙ্গে জনসমক্ষে ধরা দিলেন সিদ্ধার্থ ও কিয়ারা। হাতে চূড়া, মাথায় সিঁদুর,পরণে জিন্স টপ, নববধূ কিয়ারা ও সিদ্ধার্থ পোজ দিলেন পাপারাৎজির ক্যামেরায়।

29

৮ তারিখ অর্থাৎ বুধবার জয়সলমের থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন তারা। তার আগেই জয়সলমের বিমানবন্দরে প্রথমবার একসঙ্গে দেখা যায় তারকাজুটিকে। হাত নেড়ে পাপারাৎজির উদ্দেশ্যে পোজ দেন কিয়ারা  ও সিদ্ধার্থ। 

39

মাথায় জ্বলজ্বল করছে সিঁদুর, কিয়ারার পরনে কালো প্যান্ট ও কালো টপ, সঙ্গে ধূসর রঙের একটি শাল নিয়েছেন। এবং সিদ্ধার্থর পরনে সাদা শার্ট ও ডেনিম জিন্স, এবং তার সঙ্গে ম্যাচ করেই খয়েরি জ্যাকেট পরেছিলেন। দুজনেই রোদচশমা পরেছিলেন। 

49


জয়সলমের বিমানবন্দরে নামতেই ঘিরে ধরেন পাপারাৎজিরা। সকলের সামনে প্রথমবার স্ত্রী কিয়ারাকে  বেশ আগলে রেখেছিলেন সিদ্ধার্থ। যা নজর এড়ায়নি কারোর। হাত নেড়ে স্ত্রীকে নিয়ে ছবিতে পোজও দেন সিদ্ধার্থ। অভিনেত্রীর হাতের গাঢ় মেহেন্দি ছবিতে স্পষ্ট দেখা গিয়েছে।

59

দিল্লিতেই আদি বাড়ি সিদ্ধার্থর। সেখানেই ধুমধাম করে রিসেপশনের আয়োজন করা হয়েছে। এবং বিয়ের পর শ্বশুরবাড়িতে বেশ কিছু আচার-অনুষ্ঠানও রয়েছে কিয়ারার। তার জন্যই জলসলমের থেকে দিল্লি উড়ে যাচ্ছেন সিদ্ধার্থ ও কিয়ারা।
 

69

পরিণতি পেল ২ বছরের প্রেম। হিন্দু রীতি মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেনল সিদ্ধার্থ মলহোত্রা এবং কিয়ারা আদবানি।  শুভেচ্ছায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় পাতা।  সমস্ত জল্পনাকে সত্যি করে জয়সলমেরে সাতপাকে বাঁধা পড়লেন সিদ্ধার্থ ও কিয়ারা।  

79

চলতি সপ্তাহের ৭ ফেব্রুয়ারি  জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে গাঁটছড়া বাঁধলেন সিদ্ধার্থ ও কিয়ারা।  ইতিমধ্যেই বিয়ের ছবি নেটদুনিয়ায় ভাইরাল। মিস থেকে মিসেস হলেন কিয়ারা আদবানি। সারা জীবনের মতো পারমানেন্ট বুকিং সেরে ফেলেছেন সিদ্ধার্থ মলহোত্রা। 

89

৭ ফেব্রুয়ারি বিয়ের পর সূর্যগড় দূর্গে  রাতের বেলা বসেছিল রিসেপশনের আসর। জানা যাচ্ছে মুম্বইতেও রিসেপশনের ব্যবস্থা করা হয়েছে। ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য ধামাকাদার আয়োজন করেছেন সিদ্ধার্থ ও কিয়ারা। 

99

আগামী ১২ ফেব্রুয়ারি মুম্বইয়ের সেন্ট রেগিস পাঁচতারা হোটেলে জমকালো রিসেপশন বসতে চলেছে সিদ্ধার্থ ও কিয়ারার। বলিউডের একাধিক তারকার পছন্দের তালিকায় রয়েছে এই পাঁচতারা হোটেল। শুধু সিদ্ধার্থ-কিয়ারাই নন, এখানেই রিসেপশনের আয়োজন করেছিলেন অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি। আসলে এই হোটেলের নিরাপত্তার জন্যই এটি সকলের পছন্দের। 

click me!

Recommended Stories