নৈশভোজের আসরে হাজির উরফি জাভেদ। আর সেখান থেকে শুরু হয়ে গেল নয়া চর্চা। সারা গায়ে টেপ আটকে, তার উপর সাদা ফিনফিনে জালের মতো পোশাক পরে রাস্তায় বেরিয়েছেন উরফি। যা দেখা মাত্রই ছিঃ ছিক্কারে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা।
উরফি জাভেদ মানেই নতুন নতুন চমক। তবে উদ্ভট সাজগোজের জন্যই বারেবারে শিরোনামে থাকেন নায়িকা। এখন বলি নায়িকাদেরর মতোই তার পরিচিতি। তাকে নিয়ে চর্চা হবে না এমন দিন মনে হয় হাতে গোনা।
সর্বদাই তার কীর্তি নিয়ে চর্চা চলছে নেটদুনিয়ায়। তিনি কিছু করা মানেই সেটাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সম্প্রতি নৈশভোজের আসরে হাজির উরফি জাভেদ। আর সেখান থেকে শুরু হয়ে গেল নয়া চর্চা।
সারা গায়ে টেপ আটকে, তার উপর সাদা ফিনফিনে জালের মতো পোশাক পরে রাস্তায় বেরিয়েছেন উরফি। গলা থেকে কাঁধ পর্যন্ত কালো কলার তোলা। নিম্নাঙ্গেও কালো টেপ দিয়ে জোড়া লাগানো স্কার্ট পরে ফের শোরগোল ফেলে দিয়েছেন উরফি।
কালো টেপ লাগানো পোশাকের সঙ্গে ঠোঁটে কালো রঙের লিপস্টিক লাগিয়েছেন ফ্যাশনিস্তা। তারপরই একের পর এক ছবিতে পোজ দিয়েছেন উরফি। যা ভাইরাল হতেই ছিঃ ছিক্কারে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা।
কয়েকজন বন্ধুর সঙ্গে নৈশভোজে গিয়েছিলেন উরফি জাভেদ। সেখানেই বন্ধুদের সঙ্গে পার্টি করার ছবি প্রকাশ্য়ে এসেছে। ফ্যাশন নিয়ে তার মতো এক্সপেরিমেন্ট করার সাহস কারোরই নেই। তিনি কিন্তু থামবার নয়, একের পর এক চমক দিয়েই চলেছেন।
উরফির মাথায় পোশাক নিয়ে যে আর কী কী প্ল্যান চলতে থাকে তা বোঝার উপায় নেই কারোর। রাস্তায় হোক বা ফোটোশ্যুটে একাধিক অদ্ভুত পোশাকে চমক দিয়েই চলেছেন উরফি জাভেদ। ছোটবেলা থেকেই ফ্যাশন নিয়ে কাটাছেড়া করতে পছন্দ করেন উরফি জাভেদ।
পোশাক বিতর্ক আর উরফির নাম থাকবে না তা আবার হয় নাকি। নিত্যদিনই পোশাক নিয়ে বিতর্কের মুখে পড়েন উরফি জাভেদ। পোশাকের কারণে শিরোনামে থাকেন উরফি জাভেদ। এমনকী এই পোশাকের জন্যই বারবার চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসেন ফ্যাশনিস্তা।
এবারও পোশাকের কারণে শিরোনামে উঠে এলেন উরফি জাভেদ। কখনও অন্তর্বাস পরে আবার কখনও শরীর ঢেকে ভক্তদের পাগল করে দেন উরফি। নেটিজেনরা কমেন্টে ভরিয়ে দিয়েছেন। নোংরা মন্তব্যে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা।
খুল্লামখুল্লা কাটাছেঁড়া পোশাক হোক কিংবা শাড়ি, বোল্ড লুকের জন্য তিনি ভক্তদের রাতের ঘুম কেড়ে নেন নিমেষে। প্রতিদিন হাল ফ্যাশনে ভক্তদের পাগল করে দিচ্ছেন উরফি। পোশাক পরে হোক কিংবা না পরে ভক্তদের নিমেষে পাগল করে দিচ্ছেন উরফি জাভেদ। তিনি যেন কোনওমতেই নিজেকে শান্ত রাখতে পারছেন না।
যত দিন যাচ্ছে ততই যেন আরও বোল্ড হয়ে উঠছেন ফ্যাশন কুইন উরফি জাভেদ। তাকে নিয়ে সমালোচনা হবে না এমন কোনওদিন বোধহয় এখন হয়নি। সর্বদাই শিরোনামে থাকেন উরফি জাভেদ। ঠিক কীভাবে লাইমলাইটে আসা যায় সেটা সারাক্ষণ করে থাকেন উরফি জাভেদ।শিরোনামে থাকতে নগ্ন হওয়াটা যেন জলভাত উরফির কাছে। বারেবারে নগ্ন হয়ে হাতে-কলমে তা প্রমাণ করে দিচ্ছেন ফ্যাশনের রানি উরফি জাভেদ।