রূপকথার রাজকীয় বিয়ের উত্তেজনা এখন তুঙ্গে। ৭ ফেব্রুয়ারি জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে গাঁটছড়া বেঁধেছেন সিদ্ধার্থ ও কিয়ারা। সেখান থেকে দিল্লির বাড়ি হয়ে মুম্বইয়ে ফিরেছেন সিদ্ধার্থ ও কিয়ারা। স্ত্রী কিয়ারাকে সর্বদাই আগলে রেখেছেন সিদ্বার্থ । অন্যদিকে কিয়ারাও একমুহূর্তের জন্য কাছছাড়া করলেন না স্বামী সিদ্ধার্থকে।
এদিন মুম্বই এয়ারপোর্টে পাপারাৎজির ক্যামেরায় ধরা দিলেন সিদ্ধার্থ ও কিয়ারা। নববিবাহিত জুটির নজরকাড়া লুক সকলের নজর কেড়েছে। হাতে হাত রেখে একের পর এক ছবিতে পোজ দিয়েছেন নবদম্পতি সিদ্ধার্থ ও কিয়ারা।
দিল্লিতেই আদি বাড়ি সিদ্ধার্থর। ৮ তারিখ অর্থাৎ বুধবার জয়সলমের থেকে তারা দিল্লিতে পৌঁছে গিয়েছিলেন। সেখানেই ধুমধাম করে রিসেপশনের আয়োজন করা হয়েছিল। এবং বিয়ের পর শ্বশুরবাড়িতে বেশ কিছু আচার-অনুষ্ঠানও ছিল কিয়ারার।
দিল্লির বাড়িতে রিসেপশন পার্টি শেষ করে শনিবারই মুম্বইতে ফিরেছেন সিদ্ধার্থ ও কিয়ারা। বলিউডের নতুন বর সর্বদাই কিয়ারাকে নিজের বাহুডোরে আগলে রেখেছেন। রোম্যান্টিক পোজের একগুচ্ছ ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
নো-মেক লুক, হলুদ রঙের সালোয়ার কামিজ, মাথা ভর্তি সিঁদুর পরে সিদ্ধার্থর সঙ্গে পোজ দেন কিয়ারা। অন্য অফ হোয়াইট রঙের কুর্তা সেট পরেছিলেন সিদ্ধার্থ । এদিন পাপারাৎজিজের মিষ্টি উপহার দেন তারকা দম্পতি।
প্রতিটি ছবিতে সিদ্ধার্থর হাত ধরে রয়েছেন কিয়ারা আদবানি। বলতে গেলে এক মুহূর্তের জন্যও নিজের কাছছাড়া করতে চাইলেন না স্বামীকে। সর্বদাই দুজনে দুজনের হাত ধরে ছিলেন। ছিমছাম পোশাক, তার সঙ্গে মানানসই মেক আপে কিয়ারার থেকে চোখ সরাতে পারছিলেন না ভক্তরা।
কিয়ারার গলায় জ্বলজ্বল করছিল কোটি টাকার মঙ্গলসূত্র। স্ত্রী কিয়ারার পাশে দাঁড়িয়ে হাসতে হাসতে এবং কথা বলতে বলতেই ছবিতে পোজ দিলেন শেরশাহ অভিনেতা। নতুন বর ও কনেও স্টাইল স্টেটমেন্ট সকলের নজর কেড়েছে।
মিডিয়ার সামনে প্রকাশ্যেই এক অপরের সঙ্গে খুনসুটিতে মজেছিলেন সিদ্ধার্থ ও কিয়ারা। হাত জোড় করে কিয়ারাকে কিছু একটা বলতেও দেখা যায় সিদ্ধার্থকে। তবে কী কথা বলেছেন তা জানা যায়নি। প্রতিটি ছবি নেটদুনিয়ায় হু হু করে ভাইরাল হয়েছে। আপাতত বিয়ের পর মুম্বইয়ের গ্র্যান্ড রিসেপশনের দিকেই সকলের চোখ রয়েছে।
মুম্বইতেও রিসেপশনের ব্যবস্থা করা হয়েছে। ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য ধামাকাদার আয়োজন করেছেন সিদ্ধার্থ ও কিয়ারা। ১২ ফেব্রুয়ারি মুম্বইয়ের সেন্ট রেগিস পাঁচতারা হোটেলে জমকালো রিসেপশন বসতে চলেছে সিদ্ধার্থ ও কিয়ারার। যেখানে হাজির থাকতে চলেছেন বলিউডের রথী-মহারথীরা।
বলিউডের একাধিক তারকার পছন্দের তালিকায় রয়েছে এই পাঁচতারা হোটেল। শুধু সিদ্ধার্থ-কিয়ারাই নন, এখানেই রিসেপশনের আয়োজন করেছিলেন অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি। আসলে এই হোটেলের নিরাপত্তার জন্যই এটি সকলের পছন্দের।
অন্যান্য বলি তারকাদের মতোই গোপনীয়তা বজায় রেখে বিয়ে সেরেছেন সিদ্ধার্থ ও কিয়ারা। সূর্যাস্তের আগে বিয়ে সারলেও কোনও ছবি প্রকাশ্যে আনেননি। রাতের বেলা নিজেদের প্রোফাইল থেকেই বিয়ের ছবি সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছেন সিদ্ধার্থ ও কিয়ারা।
মিস থেকে মিসেস হলেন বলি অভিনেত্রী কিয়ারা আদবানি। সারা জীবনের মতো পারমানেন্ট বুকিং সেরে ৭ ফেব্রুয়ারি জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে গাঁটছড়া বেঁধেছেন সিদ্ধার্থ ও কিয়ারা। বিয়ের পর তারকা জুটির প্রতিটা আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা।