সর্বাধিক আয়ের তালিকায় অষ্টম স্থানে অক্ষয়-পঙ্কজ অভিনীত ‘OMG 2’, দেখে নিন সাত দিনে কত আয় করল ছবিটি

ছবি মুক্তি পেয়েছে সাত দিন পার করল। এখনও ১০০ কোটির ঘরে পা রাখতে ব্যর্থ অক্ষয়-পঙ্কজ অভিনীত ছবিটি। তাও স্থান পেল অষ্টম স্থানে।

Sayanita Chakraborty | Published : Aug 18, 2023 7:32 AM IST
110

চলতি বছরের শুরু থেকে মুক্তি পেয়েছে একাধিক ছবি। তালিকায় রয়েছে পাঠান, কিসি কা ভাই কিসি কি জান, দ্য কেরালা স্টোরি। এরই সঙ্গে মুক্তি পেয়েছে জারা হাতকে জারা বাচকে, সত্য প্রেম কি কথা, তু ঝুটি আমি মক্কর, রকি অউর রানি কি প্রেম কাহিনি।

210

তেমনই সদ্য মুক্তি পেয়েছে ওএমজি ২ এবং গদর ২। ১১ অগস্ট মুক্তি পেয়েছে ছবিটি। তারপর থেকে খবরে ওএমজি ২ এবং গদর ২। গদর ২ ছবির আয় অনেক দিন ধরে খবরে রয়েছে। তবে, ওএমজি ২-তে সেভাবে পিছিয়ে নেই। নানান বিতর্কের পর মুক্তি পেলেও ছবির আয় নেহাত কম নয়।

310

জানা গিয়েছে, সর্বাধিক আয়কৃত ছবির তালিকার অষ্টম স্থানে রয়েছে ওএমজি ২। আপাতত পাঠান ছবি রয়েছে শীর্ষে। পাঠান আয় করেছে ৫৪৩.০৫ কোটি। তারপর আপাতত ছিল দ্য কেরার স্টোরি। তার আয় হয়েছিল ২৪২.২০ কোটি। তবে, এবার সেই ছবিটে টেক্কা দিয়ে এগিয়ে গেল গদর ২। গদর ২ শীঘ্রই পা রাখতে চলেছে ৩০০ কোটির ঘরে।

410

তারপর আছে তু ঝুটা ম্যায় মক্কর। এই ছবির আয় ১৪৯.০৫ কোটি। তারপর আছে রকি অউর রানি কি প্রেম কাহিনি। এই ছবির আয় ১৩৭.০২ কোটি। এরপর আছে কিসি কি ভাই কিসিকে জান। এই ছবির আয় ১১০.৫৩ কোটি।

510

এদিকে আছে ভোলা। এই ছবির আয় ৮২.০৪ কোটি। ঝরা হাটকে জরা বাঁচকে ছবির আয় ৮৮ কোটি। তারপর আছে সত্য প্রেম কি কথা। এই ছবির আয় ৭৭.৫৫ কোটি। আর অষ্টম স্থানে আছ ওএমজি ২। এই ছবির আয় ৭২ কোটি পার করল।

610

OMG মুক্তি পেয়েছিল ২০১২ সালে। সে সময় ব্যাপক হিট করেছিল ছবিটি। সেই সাফল্যের রেশ ধরেই মুক্তি পেল OMG ২। OMG ছবিতে কৃষ্ণের অবতারে দেখা গিয়েছিল অক্ষয়কে। এবার তিনি দেখা দিলেন শিবের দূতের অবতারে।

710

কাহিনি শুরু এক শিব ভক্তকে দিয়ে। কান্তি শরণ মুদগলে শিবের ভক্ত। সে ছেলেকে নিয়ে পড়েছেন বিপদে। তাঁর ছেলে এমন এক কান্ড ঘটিয়েছে স্কুলে যে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়।

810

এরপর আত্মহত্যাও করতে যাবে। সেখান থেকে শুরু বাবা কান্তি শরণ মুদগলের লড়াই। স্কুল ও যে সকল ব্যক্তিরা তাঁর ছেলেকে ভুল পথে চালনা করছে তাদের নামে কেস করবে কান্তি শরণ মুদগল।

910

শিবের আশীর্বাদ ও কঠিন লড়াই-র কারণে মামলা জয় করবে কান্তি শরণ মুদগল। কান্তি শরণ মুদগলকে সাহায্য করতে শিব তার দূতকে পাঠাবে। সে কীভাবে কান্তি শরণ মুদগলকে সাহায্য করবে তা উঠে এসেছে ছবিতে।

1010

শীঘ্রই ১০০ কোটির ঘরে পা রাখতে চলেছে ছবিটি। সোমবার ছবির আয় হয়েছিল ১২.০৬ কোটি। মঙ্গলবার ছবিটি আয় করেছে ১৮.৫০ কোটি। তারপর বুধবার আয় করেছে ৭.৭৫ কোটি। বৃহস্পতিবার আয় করল ৫ কোটি মতো।

Share this Photo Gallery
click me!

Latest Videos