Bollywood Celebrity: বেশি বয়সে মাতৃত্বের স্বাদ পেয়েছেন, দেখে নিন দেরি করে মা হলেন কোন কোন তারকা
গর্ভধারণ বা সন্তানের জন্ম দেওয়া নিয়ে সকলের মত ভিন্ন। কেউ বিয়ের পর পরই মা হতে চান তো কেউ ইচ্ছাকৃত দেরি করে থাকেন। আজ রইল কয়েকজন বলিতারকার কথা। বেশি বয়সে মাতৃত্বের স্বাদ পেয়েছেন এরা। দেখে নিন দেরি করে মা হলেন কোন কোন তারকা।
২০০৭ সালে অভিষেক বচ্চনকে বিয়ে করেন ঐশ্বর্য। তাঁদের বিয়ে সে সময় সব থেকে জাঁকজমক পূর্ণ বিয়ে ছিল। বিয়ের প্রায় ৪ বছর পর মা হন ঐশ্বর্য রাই বচ্চন। প্রায় ৩৮ বছর বয়সে মেয়ে আরাধ্যার জন্ম দেন প্রাক্তন বিশ্ব সুন্দরী।
মাধুরী দীক্ষিত
১৯৯৯ সালে ডক্টর নেনে-কে বিয়ে করেন মাধুরী। বিয়ের পর বিদেশ পাড়ি দিয়েছিলেন নায়িকা। ৩৭ বছর বয়সে মা হন মাধুরী দীক্ষিত। ৩৭ বছর বয়সে তাঁর প্রথম সন্তানের জন্ম হয়। দ্বিতীয় সন্তানের জন্ম জেন ৩৮ বছর বয়সে। বর্তমানে দুই ছেলে রয়েছে তাঁদের।
রানি মুখোপাধ্যায়
২০১৪ সালে প্রাইভেট সেরিমনি করে বিয়ে করেন আদিত্য চোপড়াকে। প্রথম স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পর রানিকে বিয়ে করেন আদিত্য। ৩৮ বছর বয়সে মেয়ের জন্ম দেন রানি। মেয়ে আদিরাকে তিনি সব সময় গ্ল্যামার দুনিয়া থেকে দূরে রাখতে পছন্দ করেন।
করিনা কাপুর খান
২০১২ সালে সইফ আলি খানের সঙ্গে গাঁট ছড়া বেঁধেছেন করিনা কাপুর খান। ৩৬ বছর বয়সে তাঁর প্রথম সন্তানের জন্ম হয়। তিনি গর্ভবতী অবস্থায় কাজ করে সকলের নজর কেড়েছিলেন। তার পর জন্ম হয় জেহ-র।
শিল্পা শেট্টি
২০০৯ রাজ কুন্দ্রার সঙ্গে গাঁট ছড়া বেঁধেছিলেন শিল্পা শেট্টি। রাজ তাঁর প্রথম পত্নীকে ডিভোর্স দেওয়ার পর শিল্পাকে বিয়ে করেন। তাঁদের বর্তমানে এক ছেলে ও এক মেয়ে। ৩৮ বছর বয়সে তাঁর ছেলে ভিভানের জন্ম দেন। পরে সারগেসীর মাধ্যমে ৪৪ বছর বয়সে ফের মা হন শিল্পা।
ফারহা খান
২০০৪ সালে নিজের থেকে বয়সে ছোট শিরীষ কুন্দরকে বিয়ে করেন ফারহা খান। ম্যায় হু না ছবির এডিটর ছিলেন ফারহা। সেই থেকে তাঁদের পরিচয়। বেশ কিছুদিন সম্পর্কে থাকার পর বিয়ে করেন ফারহা-শিরীষ। ৪৩ বছর বয়সে মা হন ফারহা খান। দুই মেয়ে ও এক ছেলের জন্ম দেন। আইভিএফ পদ্ধতির দ্বারা সন্তানের জন্ম দিয়েছিলেন ফারহা খান।
নেহা ধূপিয়া
বিয়ের আগে গর্ভবতী হয়েছিলেন নেহা। সেই অবস্থাতেই অঙ্গদ বেদীকে বিয়ে করেন। ২০১৮ সালে নেহা ও অঙ্গদ সাত পাঁকে বাঁধা পড়েন। এই নিয়ে বিস্তর বিতর্ক হয়েছিল। শেষে ৩৭ বছর বয়সে মা হন নেহা ধূপিয়া। ২০১৮ সালেই তাঁদের প্রথম সন্তানের জন্ম হয়। এরপর ২০২১ সালে দ্বিতীয় সন্তান হয় তাঁদের।
শ্রীদেবী
বনি কাপুরের সঙ্গে ১৯৯৬ সালে সাত পাকে বাঁধা পড়েন শ্রীদেবী। মোনা কাপুরকে ডিভোর্স দেওয়ার পর শ্রীদেবীকে বিয়ে করেছিলেন বনি। তাঁদের দুই কন্যা সন্তান আছে। শ্রীদেবীর যখন প্রথম সন্তান অর্থাৎ জাহ্নবীর জন্ম হয় তখন তাঁর বয়স ছিল ৩১।
প্রিয়াঙ্কা চোপড়া
তেমনই বর্তমানে অনেক তারকাই সারোগেসি পদ্ধতি দ্বারা মা হচ্ছেন। সেক্ষেত্রে বয়সের কারণে তেমন কোনও সমস্যা হচ্ছে না। সদ্য ৩৯ বছর বয়সে সারাগেসির মাধ্যমে মা হলেন প্রিয়াঙ্কা চোপড়া। নিক ও প্রিয়াঙ্কা চোপড়ার পরিবারে এসেছে কন্যা সন্তান।
সন্তান ধারণ নিয়ে সকলের মত থাকে ভিন্ন। সাধারণ পরিবার থেকে তারকার পরিবারের এই চিত্র একই। কেউ কম বয়সে সন্তান নিতে চান তো কেউ দেরি করেন। তেমনই, অনেক তারকা বিয়েও করে থাকেন দেরিতে। সে কারণে তারা বেশি বয়সে মাতৃত্বের স্বাদ নিয়ে থাকেন।