Operation Sindoor: 'পাকিস্তান জিন্দাবাদ...' নিজের দেশেই আক্রান্ত ফাওয়াদ খান, ভাইরাল তাঁর বিতর্কিত পোস্ট

Published : May 07, 2025, 05:13 PM IST

Operation Sindoor: পাকিস্তানি অভিনেতা ফওয়াদ খান অপারেশন সিন্দুরে শোক প্রকাশ করেছেন, যা নিয়ে তাঁর দেশে বিতর্কের সৃষ্টি হয়েছে। ভারতের নাম উল্লেখ না করায় অনুরাগীরা ক্ষুব্ধ, অনেকে তাঁকে আনফলো করেছেন।

PREV
17

পাকিস্তানি অভিনেতার ছবি 'আবির-গুলাল'-এর বয়কটের দাবি উঠেছে। দুই দেশের উত্তেজনায় ছবির ভবিষ্যত অনিশ্চিত।

27

৬ ও ৭ মে-র মধ্যরাতে ভারত পাকিস্তানি আস্তানায় মিসাইল হামলা চালায়। প্রায় ৭০ জঙ্গি নিহত হয়।

37

হামলার পর ফওয়াদ খান নিহতদের প্রতি শোক প্রকাশ করেন। এতে পাকিস্তানি ভক্তরা ক্ষুব্ধ।

47

ফওয়াদ ইন্সটাগ্রামে লেখেন, "এই ঘটনায় আমি মর্মাহত। আমি মৃতদের শান্তির জন্য প্রার্থনা করি। উস্কানিমূলক কথা বন্ধ করুন। এতে নির্দোষ মানুষ মারা যাচ্ছে। পাকিস্তান জিন্দাবাদ!"

57

ভারতে ফওয়াদের ইন্সটাগ্রাম ব্লক। তবে তার পোস্টের স্ক্রিনশট ভাইরাল। পাকিস্তানি ভক্তদের ক্ষোভে পোস্টটি মুছে ফেলা হয়েছে।

67

ফওয়াদ ভারতের নাম উল্লেখ না করায় পাকিস্তানি ভক্তরা ক্ষুব্ধ। তারা বলছেন, ফওয়াদ দেশের চেয়ে কেরিয়ারকে বেশি গুরুত্ব দেন।

77

একজন লেখেন, "আপনার প্রার্থনার প্রয়োজন নেই।" অনেকে ফওয়াদকে আনফলো করেছেন। বলিউড বয়কটের দাবি উঠেছে।

Read more Photos on
click me!

Recommended Stories