Operation Sindoor: পাকিস্তানে জরুরি অবস্থা ঘোষণা, একী হাল মরিয়মের!
India Operation Sindoor: পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় পাকিস্তানকে যোগ্য জবাব ভারতের। মঙ্গল-বুধবার গভীর রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নয়টি এলাকায় জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে হামলা ভারতীয় সেনার। এখন কী অবস্থা পাকিস্তানের জানুন…

অপারেশন সিন্দুরে কেঁপে উঠল পাকিস্তান
পাকিস্তানে অবস্থিত ৯টি সন্ত্রাসবাদী ঘাঁটিতে ভারতীয় সেনাবাহিনীর 'অপারেশন সিন্দুর'-এর পর পাকিস্তানে হুলস্থুল পড়ে গেছে। পাক অধিকৃত কাশ্মীরের নয়টি এলাকায় জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ভারতীয় সেনা। অভিযানের নাম দেওয়া হয়েছে 'অপারেশন সিঁদুর'।
পাকিস্তানের এই রাজ্যে জরুরি অবস্থা
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। সেখানে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার গভীর রাতে পহেলগাঁওয়ের বদলা নিতে পাকিস্তানে এয়ার স্ট্রাইক করেছে ভারত (Indian army)। রাতের অন্ধকারে গর্জাল রাফাল। মাত্র ২৫ মিনিটে অপারেশনে দিশাহারা পাকিস্তান।
পাকিস্তানের পাঞ্জাবে সব ডাক্তারের ছুটি বাতিল
পাকিস্তানে পরপর ৯টি পাক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। এই পরিস্থিতিতে পাঞ্জাব পুলিশ ছাড়াও সমস্ত নিরাপত্তা সংস্থাকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। সমস্ত জেলার প্রশাসনিক ইউনিটও সতর্ক অবস্থায় আছে। সমস্ত ডাক্তারের ছুটি বাতিল করা হয়েছে।
ভারতের বিমান হামলার পর পাকিস্তানে বন্ধ বিমান চলাচল
পরপর ৯টি পাক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। ভারতীয় সেনাবাহিনীর বিমান হামলার পর পাকিস্তান তার আকাশসীমা সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছিল। যদিও এখন কিছুটা খোলা হচ্ছে। ভারতের এয়ার স্ট্রাইকের ধাক্কা সামলে নেওয়ার চেষ্টা করছে পাকিস্তান।
পাকিস্তানের ৭টি শহরের ৯টি সন্ত্রাসবাদী ঘাঁটিতে বোমা হামলা
ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান এবং পাক অধিকৃক কাশ্মীরে অবস্থিত ৭টি শহরের ৯টি সন্ত্রাসবাদী ঘাঁটিতে বোমা হামলা চালিয়েছে। পাকিস্তানি সেনাবাহিনী এই হামলায় ২৬ জনের মৃত্যু এবং ৪৬ জনের আহত হওয়ার কথা বলেছে।
পাকিস্তানের এই সন্ত্রাসবাদী ঘাঁটিগুলি ধ্বংস করা হয়েছে
ভারত পাকিস্তানে যে সন্ত্রাসবাদী ঘাঁটিগুলিতে বোমা হামলা চালিয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে মারকাজ সুবহানাল্লাহ, মারকাজ তাইয়্যেবা, তেহরা কালান, মেহমুনা জোয়া, মারকাজ আহলে হাদিস, মারকাজ আব্বাস, মাস্কার রাহিল শহীদ, শাওয়াই নাল্লা ক্যাম্প মুজাফ্ফরাবাদ এবং মারকাজ সাইয়্যেদেনা বিলাল।
ভারতের পাক বধে দিশেহারা শাহবাজ
মঙ্গলবার মধ্যরাতে পাক জঙ্গিঘাঁটিতে ভারতের হামলা। গোটা পৃথিবীর নজরে ‘অপারেশন সিঁদুর’। কারণ, ভারতের অপারেশন সিঁদুরের পর সিঁদুরে মেঘ দেখছে পাকিস্তান। সেনাকে ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়ে যুদ্ধের বার্তা দিলেন খোদ পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
শাহবাজের সাফাই
ভারতের এয়ার স্ট্রাইকের পরই এক প্রেস বিবৃতি জানানো হয়েছে যে, যে সমস্ত জায়গায় সাধারণ মানুষের বসবাস, ভারত সেখানে হামলা চালিয়েছে। পাকিস্তান সঠিক সময়ে এর যোগ্য জবাব দেবে। এটা পাকিস্তানের অধিকার। এমনটাই উল্লেখ রয়েছে ওই প্রেস বিবৃতিতে।
পাকিস্তানের আকাশে সিঁদুরে মেঘ
গত ২২ এপ্রিলের বদলা ৭ মে নিয়েছে ভারত। মঙ্গলবার মধ্যরাতে ভারতের এয়ার স্ট্রাইকে ঘুম উড়েছে পাকিস্তানীদের। যুদ্ধের আশঙ্কায় উদ্বেগে পাকিস্তানের নাগরিকরা। পাকিস্তানের আমজনতার উপর হামলায় জবুথবু পাক নাগরিক।
গুঁড়িয়ে দেওয়া হল মসজিদ
ভারতের এয়ার স্ট্রাইকে ধূলিস্যাৎ পাকিস্তানের একের পর এক মসজিদ। জঙ্গি ঘাঁটি। শুধু জঙ্গি নয়, ভারতের অপারেশন সিঁদুর চরম আঘাত হানল পাকিস্তানের অর্থনীতিতেও। মঙ্গলরাতের মারণ হামলা প্রকাশ্যে আসার পর বুধবার কার্যত রক্তস্নাত হল পাক শেয়ার বাজার। ভারতের হামলায় চরম সঙ্কটে পাকিস্তান।

