তাঁর ছোঁয়ায় বয়স কমে যায় সেলেবদের, জেনে নিন কেন লাইম লাইটে থাকেন ওরি

Published : Nov 30, 2023, 12:28 PM IST
bigg Boss 17 orhan awatramani

সংক্ষিপ্ত

সকলের কাছে তিনি ওরি নামে খ্যাত। সদ্য বিগ বসের ঘরে এসেছেন ওরি। আর সেখানে এসে একের পর এক বিষ্ফোরক মন্তব্য করেছেন ওরি।

বেশ কিছুদিন ধরে খবরে ওরি। বলি সেলেবদের দৌলতে ওরিকে সকলেই চেনেন। তিনি সকলের ভালো বন্ধু। পুরো নাম অরহ্যান আওয়াত্রামনি। সকলের কাছে তিনি ওরি নামে খ্যাত। সদ্য বিগ বসের ঘরে এসেছেন ওরি। আর সেখানে এসে একের পর এক বিষ্ফোরক মন্তব্য করেছেন ওরি।

ভক্তরা তাঁকে প্রশ্ন করেন বিভিন্ন পার্টিতে যাওয়ার জন্য তিনি টাকা পান কি না। উত্তরে ওরি বলেন, তিনি টাকা পান না। তবে, তিনি ছবি তোলার জন্য টাকা পান। সকলে মনে করেন যে ওরি কারও গায়ে হাত দিয়ে পোজ দিলে তার বয়স কমে যায়। তাঁর ছোঁয়ায় বয়স কমে যায় সেলেব থেকে সাধারণ সকলের। সে কারণে তাঁকে সকলে আমন্ত্রণ করে। তেমনই এই ছবি তোলার জন্য ২৫ থেকে ৩০ লক্ষ টাকা করে পেয়ে থাকেন ওরি।

সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ ওরি। তাঁর প্রায় ৫৭৭ মিলিয়ন ফলোয়ার। সকল বড় বড় তারকার সঙ্গে ওরির ওঠা বসা। সে শাহরুখ কন্যা সুহানা থেকে অজয় দেবগণ কন্যা নাইসা এমনকী খুশি কাপুর, জাহ্নবী থেকে সারা আলি খান সকলেরই ভালো বন্ধু। ওরির সোশ্যাল মিডিয়া ঘাঁটলের সকলের সঙ্গে সম্পর্ক নজর কাড়ে। সকলের সঙ্গে ভালো বন্ধু ওরির। যে কোনও ইভেন্ট থেকে পার্টি সর্বত্র দেখা মেলে ওরির। সদ্য বিগ বসের ঘরে পা রেখেছে ওরি। ওয়াইল্ড কার্ড এন্ট্রি হয়েছে তাঁর।

এখন প্রশ্ন হল কী কারণে সেলেবদের সঙ্গে টেক্কা দেয় সে। জানা গিয়েছে, অরহ্যান আওয়াত্রামনি বা ওরি হল আওয়াত্রামনি পরিবারের ছেলে। তাঁরা নাম করা ব্যবসায়ী। সে কারণে ছোট থেকে স্টার কিডসদের সঙ্গে স্কুলে পড়াশোনা করেছে। কারও সঙ্গে বিদেশে পড়তে গিয়েছে। এই সবের দৌলতে সকলের ভালো বন্ধু সে।

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

 

আরও পড়ুন

IFFI 2023: সত্যজিৎ রায়কে নিয়ে পড়াশোনা করেছিলেন, উৎসবে মঞ্চে জানালেন মাইকেল ডগলাস

‘মৃত্যুর কোনও ভিসার প্রয়োজন নেই’, ফের লরেন্স বিষ্ণোই-র থেকে প্রাণনাশের হুমকি পেলেন সলমন খান

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে
বলিউডের 'হি-ম্যান' ধর্মেন্দ্রর জন্মদিনে বিশেষ শ্রদ্ধা ববি দেওলের, কী লিখলেন অভিনেতা?