অস্কারের মঞ্চে রেড কার্পেটে রানির মতো এন্ট্রি দীপিকার, লো নেক কালো গাউনে ঠিকরে বেরোচ্ছে 'মস্তানি'র দ্যুতি

অস্কারের মঞ্চে ভারতের জয়জয়কার। ২০২৩ সালে অস্কারের অন্যতম প্রেসেন্টর ছিলেন দীপিকা পাড়ুকোন।  অস্কারের রেড কার্পেটে কালো রঙের লো নেক গাউনে দর্শকদের মন জয় করে তাক লাগিয়ে দিয়েছেন দীপিকা, বলি নায়িকার সৌন্দর্যে মোহিত গোটা বিশ্ব।

Web Desk - ANB | Published : Mar 13, 2023 5:56 AM IST
18

অস্কারের রেড কার্পেটে কে কাকে টেক্কা দেবে,এই নিয়ে চলতে থাকে বিস্তর চর্চা। সকল তারকারা নিজ নিজ স্টাইলে দর্শকদের নজর কেড়ে নেন। এবার ভারতীয় সুন্দরী হিসেবে সকলের মনে জায়গা করে  নিলেন দীপিকা পাড়ুকোন।

28

 ২০২৩ সালে অস্কারের অন্যতম প্রেসেন্টর ছিলেন বলিউড অভিনেত্রী। দীপিকা পাড়ুকোন। যিনি  'নাটু নাটু' গানের ঘোষণা করেন। অস্কারের রেড কার্পেটে কালো রঙের লো নেক গাউন পরে  রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন দীপিকা, যা দেখে সকলেই মুগ্ধ।
 

38

কালো রঙের লো-নেক গাউনে বেরিয়ে রয়েছে বক্ষের একাংশ। গাউনের সঙ্গে ম্যাচ করে এদিন দীপিকা বেছেছিলেন কার্টিয়ারের হিরের গয়না সঙ্গে পোখরাজের নেকলেস, হাতে হিরের ব্রেসলেট ও আংটি। 

48

মেক-আপেও ছিল অন্য জাদু,  চোখে উইংড আইলাইনার, চুলে বাঁধা মেসি বান, ঠোঁটের ন্যুড লিপস্টিক- সবমিলিয়ে গর্জিয়াস দীপিকা। অভিনেত্রীর তাক লাগানো সাজ দেখে প্রশংসার বন্যা সোশ্যাল মিডিয়ায়।
 

58

অস্কারের রেড কার্পেটের মঞ্চে একাধিক ছবিতে হট পোজ দেন দীপিকা পাড়ুকোন। ইতিমধ্যেই সেই ছবি নেটদুনিয়ায় ভাইরাল। কালো রঙের গাউনে দীপিকার সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন অনুরাগীরা। 

68

অস্কারের মঞ্চে তাবড় তাবড় তারকাদের মধ্যে দীপিকার সৌন্দর্যও চোখ টেনেছে সকলের। বলি নায়িকাকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্ত থেকে সহকর্মীরা। বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউতও দীপিকার রেড কার্পেট লুকের প্রশংসা করেছেন। এছাড়া অন্যান্য তারকারাও তার সৌন্দর্যে চোখ ফেরাতে পারছেন না।
 

78


অস্কার শুরু হওয়ার পর মঞ্চে পারফর্ম করা হয় 'নাটু নাটু' গানের সঙ্গে। স্টেজে উপস্থিত ছিলেন কালা ভৌরব এবং রাহুল সিপলিগঞ্জ। এবং ছিলেন দীপিকাও। মঞ্চে এদিন'আর আর আর' ছবির 'নাটু নাটু' গানের লাইভ পারফরমেন্সের ঘোষণা করেন দীপিকা। 

88

গোটা হল হাততালিতে ফেটে পড়েছিল তখন। এস এস রাজামৌলির 'আর আর আর' ছবির 'নাটু নাটু'গান জিতে নিল অস্কার। মৌলিক গানের বিভাগে সেরার শিরোপা পেল 'নাটু নাটু'।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos