আল্লু অর্জুনের বাড়িতে ভাঙচুর ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের প্যানেলের সদস্যদের, ধৃত ৮

Published : Dec 22, 2024, 07:21 PM ISTUpdated : Dec 22, 2024, 07:51 PM IST
Allu Arjun

সংক্ষিপ্ত

'পুষ্পা ২'-এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর ঘটনা নিয়ে বিতর্ক ক্রমশঃ বাড়ছে। আল্লু অর্জুন গ্রেফতার হওয়ার পর অন্তর্বর্তী জামিন পেলেও, রাজনৈতিক বিতর্ক নতুন মোড় নিয়েছে।

'পুষ্পা ২'-এর নায়ক আল্লু অর্জুনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগে আটজনকে গ্রেফতার করল পুলিশ। রবিবার হায়দরাবাদের জুবিলি হিলসে আল্লুর বাড়িতে চড়াও হন ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট অ্যাকশন কমিটির বেশ কয়েকজন সদস্য। তাঁরা এই অভিনেতার বাড়িতে ভাঙচুর চালান। এরপর পুলিশকর্মীরা সক্রিয় হন। হামলাকারীদের ঠেকানোর পাশাপাশি আটজনকে গ্রেফতার করা হয়। তাঁদের জুবিলি হিলস থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনার সময় বাড়িতে ছিলেন না আল্লু। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, একদল লোক জোর করে আল্লুর বাড়িতে ঢুকে পড়ে তাণ্ডব চালাচ্ছে। বাড়ির বাইরে রাখা ফুলের পাত্রও ভেঙে ফেলে হামলাকারীরা।

কেন আল্লুর বাড়িতে হামলা?

৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে 'পুষ্পা ২'-এর প্রিমিয়ারে আল্লু পৌঁছনোর পরেই বিশৃঙ্খলা তৈরি হয়। পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়। তাঁর ছেলে গুরুতর জখম হয়। সেই ঘটনার জেরেই রবিবার আল্লুর বাড়িতে হামলা চালানো হল। ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট অ্যাকশন কমিটির সদস্যদের দাবি, যে মহিলার মৃত্যু হয়েছে, তাঁর পরিবারকে এক কোটি টাকা আর্থিক সহায়তা দিতে হবে। এই দাবিতেই এদিন আল্লুর বাড়িতে হামলা চালানো হল।

অনুরাগীদের শান্ত থাকার বার্তা আল্লুর

অনুগামীদের উদ্দেশ্যে আল্লু বলেছেন, কেউ যেন সোশ্যাল মিডিয়ায় বা অন্য কোনও মাধ্যমে কাউকে আক্রমণ না করেন, খারাপ কথা না বলেন। কিন্তু এরপরেই তাঁর বাড়িতে হামলা চালানো হল। এরই মধ্যে সন্ধ্যা থিয়েটারের ঘটনায় এই অভিনেতার বিরুদ্ধে নতুন অভিযোগ দায়ের করা হয়েছে। তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির অভিযোগ, পুলিশ অনুমতি না দেওয়ার পরেও প্রিমিয়ারে যান আল্লু। যদিও এই অভিনেতা তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর অভিযোগ অস্বীকার করেছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'ভুল তথ্য ছড়িয়ে আমার চরিত্রহননের চেষ্টা চালানো হচ্ছে,' ব্যথিত আল্লু অর্জুন

৮০০০ টাকায় হুহু করে বিক্রি হচ্ছে টিকিট! দর্শকদের কেমন লাগল পুষ্পা ২: দ্য রুল? রইল মুভি রিভিউ

"আমার সঙ্গে যে ব্যবহার করলেন তা ঠিক করলেন না" গ্রেফতারের আগে পুলিশকে কী বলেছিলেন আল্লু অর্জুন?

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

'আপনার চেয়ে বেশি পক্ষপাতদুষ্ট মানুষ দেখিনি...' এআর রহমানকে কেন এমন বললেন কঙ্গনা?
মার্দানি ৩ ট্রেলার মুক্তির পর মহিলা পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বিশেষ বার্তা রানির, কী বললেন?