- Home
- Entertainment
- Movie Reviews
- ৮০০০ টাকায় হুহু করে বিক্রি হচ্ছে টিকিট! দর্শকদের কেমন লাগল পুষ্পা ২: দ্য রুল? রইল মুভি রিভিউ
৮০০০ টাকায় হুহু করে বিক্রি হচ্ছে টিকিট! দর্শকদের কেমন লাগল পুষ্পা ২: দ্য রুল? রইল মুভি রিভিউ
- FB
- TW
- Linkdin
শুধু তেলেগু দর্শকই নয়, এখন সমগ্র ভারতীয় দর্শক 'পুষ্পা ২' সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তিন বছর আগে মুক্তিপ্রাপ্ত 'পুষ্পা'র এটি দ্বিতীয় পর্ব। সুকুমার পরিচালিত এই ছবিতে রশ্মিকা মন্দান্না নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন। শ্রীলিলা একটি আইটেম গানে পারফর্ম করেছেন। ফাহাদ ফাসিল, জগপতি বাবু নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন। অনুসূয়া, সুনীল, রাও রমেশ গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।
মৈত্রী মুভি মেকারস ছবিটি প্রযোজনা করেছে। আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ছবিটি মুক্তি পেয়েছে। ছবিটি নিয়ে ব্যাপক প্রত্যাশা রয়েছে। ব্যবসায়িকভাবেও ছবিটি ব্যাপক সাফল্য পেয়েছে। অগ্রিম বুকিংয়েও ধুন্ধুমার কাটছে। এত বড় পরিসরে মুক্তি পাওয়া এই ছবিটি কেমন হয়েছে তা রিভিউতে জেনে নেওয়া যাক।
কাহিনীঃ
পুষ্পরাজ (আল্লু অর্জুন) তার লাল চন্দন কাঠ নিয়ে জাপান যায়। জাপানের বন্দরে সেখানকার মাফিয়াদের সঙ্গে লড়াই করে। এরপর দেখা যায় চিত্তুরের শেষাচলম অরণ্যে পুষ্পরাজ লাল চন্দন পাচারের মাধ্যমে অবাধে উন্নতি লাভ করছে। সমগ্র সিন্ডিকেট তার নিয়ন্ত্রণে চলে আসে। অন্যদিকে, পুষ্পকে থামানোর জন্য এসপি ভানওয়ার সিং শেখাওয়াত (ফাহাদ ফাসিল) পরিকল্পনা করছে। একজন শ্রমিক সেজে সে অরণ্যে প্রবেশ করে এবং সবাইকে গ্রেপ্তার করে। তাদের শাস্তি দেয়। তার লোকজনকে মুক্ত করতে আসা পুষ্পের সঙ্গে পুলিশের দুর্ব্যবহারের ফলে পুষ্প সব পুলিশকেই কিনে নেয়। থানা সম্পূর্ণ খালি হয়ে যায়। এতে ক্ষিপ্ত হয়ে শেখাওয়াত একজন সিন্ডিকেট সদস্যকে হত্যা করে। এতে বাকি সিন্ডিকেট সদস্যরা ভয় পেয়ে যায়।
পুষ্পকে ক্ষমা চাইতে বাধ্য করার জন্য, এমপি সিদ্ধাপ্পা (রাও রমেশ) একটা সিন্ডিকেট পার্টির আয়োজন করে। সেখানে পুষ্প মাতাল হয়ে এসে শেখাওয়াতের কাছে ক্ষমা চায়। কিন্তু শেখাওয়াত এটাকে অপমান হিসেবে ধরে নিয়ে পুষ্পের গাড়িতে ধাক্কা মারে। এরই মধ্যে পুষ্প একজন আন্তর্জাতিক পাচারকারীর সঙ্গে বিশাল চুক্তি করে। দুই হাজার টন লাল চন্দন সরবরাহ করার চুক্তি। এর বিনিময়ে বিশাল অঙ্কের অর্থ আসবে। পুষ্পের পরিকল্পনা এটাই। এই চুক্তি ভেঙে দেওয়ার জন্য শেখাওয়াত কঠোর পরিকল্পনা করে।
কিন্তু এর আগেই, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে পুষ্পের অপমান হয়। মুখ্যমন্ত্রী তার সঙ্গে ছবি তুলতে নারাজ হয়। পাচারকারীর সঙ্গে ছবি তুললে তার সমস্যা হবে বলে সে ছবি তুলতে চায় না। এতে পুষ্পর অহংকারে আঘাত লাগে। সে মুখ্যমন্ত্রীকেই বদলে দেওয়ার পরিকল্পনা করে। এর জন্যই তাকে প্রচুর অর্থের প্রয়োজন। এই অর্থের জন্যই সে এই চুক্তি করে। শেখাওয়াতকে ফাঁকি দিয়ে পুষ্প কি সীমান্ত পার করতে পারবে? মুখ্যমন্ত্রীকে কি সে বদলে দিতে পারবে? এই প্রক্রিয়ায় কেন্দ্রীয় মন্ত্রী এবং খনিজ সম্রাট প্রতাপ রেড্ডির সঙ্গে তার বিবাদ কি? তাকে অপমান করা পরিবারটি কেন পুষ্পর কাছে আসে? তাদের জন্য পুষ্প কি করে? বাকিটা ছবিতে।
বিশ্লেষণঃ
'পুষ্পা' সিনেমায় কাহিনী হিসেবে বলার মতো বিশেষ কিছু নেই। বাণিজ্যিক ধাঁচে অ্যাকশন সিনেমার জন্য প্রয়োজনীয় উপাদানগুলো যোগ করে, উত্তেজনাপূর্ণ দৃশ্য, আকর্ষণীয় গান, পটভূমি সঙ্গীত, লড়াইয়ের মাধ্যমে সিনেমাটিকে এগিয়ে নিয়ে গেছেন সুকুমার। মাঝখানে রশ্মিকা মন্দান্নার সাথে রোমান্টিক দৃশ্য এবং কমেডি যোগ করেছেন। সামগ্রিকভাবে, 'পুষ্পা ২: দ্য রুল' হলো মাস, বাণিজ্যিক উপাদান, অ্যাকশন দৃশ্যের মিশ্রণ। যুক্তি, কাহিনীর ধারাবাহিকতা না ধরে উত্তেজনাপূর্ণ দৃশ্য, তারপর কিছুটা রোমান্স, ছোটখাটো কমেডি, আবার অ্যাকশন দৃশ্য, শেখাওয়াতের সাথে চ্যালেঞ্জ, মুখ্যমন্ত্রীর সাথে চ্যালেঞ্জ, এভাবে উত্তেজনাপূর্ণ দৃশ্যের মাধ্যমেই কাহিনী এগিয়ে নিয়ে গেছেন সুকুমার।
অভিনেতা-অভিনেত্রীঃ
আইকন স্টার আল্লু অর্জুন 'পুষ্পা' সিনেমাতেই পুষ্পরাজ চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছিলেন। চিত্তুরের আঞ্চলিক ভাষায়, এক কাঁধ উপরে তুলে তাঁর অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছিল। এমনকি তিনি শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কারও পেয়েছিলেন। এবার 'পুষ্পা ২' তে তিনি আবারও পুষ্পরাজ হিসেবে ঝড় তুলেছেন। ফাহাদ ফাসিল, জগপতি বাবু, সুনীল, অনুসূয়া, রাও রমেশের মতো তারকারা থাকা সত্ত্বেও তিনি সবাইকে ছাপিয়ে গেছেন। যাত্রার দৃশ্যে আম্মোরুর বেশে আল্লু অর্জুনকে দেখলে রোমাঞ্চিত না হয়ে পারা যায় না। অ্যাকশন দৃশ্যেও তিনি দুর্দান্ত।
শ্রীভাল্লী চরিত্রে রশ্মিকা মন্দান্নাও তাঁর সেরাটা দিয়েছেন। বলা যায়, সিনেমার আরেকটি বিশেষ আকর্ষণ তাঁর চরিত্র। দুর্দান্ত অভিনয় করেছেন। গানের দৃশ্যে আল্লু অর্জুন এবং রশ্মিকা দুজনেই দুর্দান্ত করেছেন। দর্শকদের মুগ্ধ করেছেন।
'পিলিং' গানে শ্রীলিলার সাথেও আল্লু অর্জুন দুর্দান্ত করেছেন। শেখাওয়াত চরিত্রে ফাহাদ ফাসিলও দুর্দান্ত অভিনয় করেছেন। নেতিবাচক চরিত্রে তিনি দর্শকদের মুগ্ধ করেছেন।
সর্বশেষেঃ 'পুষ্পা ২' ভক্ত এবং মাস দর্শকদের জন্য আল্লু অর্জুনের পুষ্পরাজ রূপে একটি দুর্ধর্ষ উপহার।
রেটিংঃ ৩