Katrina Kaif Birthday: এ কি কাণ্ড! চল্লিশের জন্মদিনের আগেই নিরুদ্দেশ হয়ে গেলেন ক্যাটরিনা কাইফ, কী বলছেন ভিকি কৌশল?

Published : Jul 16, 2023, 08:39 AM ISTUpdated : Jul 16, 2023, 08:47 AM IST

জন্মদিন উদযাপনের আগে মুম্বই বিমানবন্দর হয়ে সুন্দরী অভিনেত্রী নিরুদ্দেশ হয়ে গিয়েছেন বলে জানা যাচ্ছে। তিনি কোথায় গিয়েছেন, তা একেবারেই স্পষ্ট নয়! 

PREV
110

১৬ জুলাই জীবনের চল্লিশটা বছর পার করে ফেললেন বলি-সুন্দরী ক্যাটরিনা। ‘যুবরাজ’ বা ‘পার্টনার’ থেকে শুরু করে ‘ভারত’ বা ‘ফোন ভুত’, সিনেমা যেমনই হোক, ক্যাটরিনা কাইফ রয়েছেন মানে, সে এক অন্য উন্মাদনা।

210

ইতিমধ্যে বলি-তরুণ ভিকি কৌশলকে বিয়ে করে পাকাপাকিভাবে সংসারিও হয়ে গিয়েছেন অভিজ্ঞ অভিনেত্রী।

310

বিনোদন-যুগলের সাংসারিক জীবন প্রায়শই উঠে আসে আলোচনার কেন্দ্রে।

410

সোশ্যাল মিডিয়ায় যেমন ভালোবাসার বিষয়ে বরাবরই প্রকাশ্যে কথা বলে থাকেন ক্যাটরিনা, তেমনই, কাজের জগতেও দু’জন দু’জনের যোগ্য সহচর।

510

জন্মদিনের আনন্দ আরও একটু বিশেষ করে তুলতে সম্প্রতি ভিকি কৌশলের সঙ্গে এক অজানা জায়গায় নিরুদ্দেশ হয়ে গেলেন ক্যাটরিনা কাইফ।

610

মুম্বই বিমানবন্দরে এই দম্পতিকে হাত ধরে একসঙ্গে চলে যেতে দেখে ফেলেছেন পাপারাৎজিরা।

710

কোথায় যাচ্ছেন, বা, এবছর জন্মদিনটি কেমনভাবে উদযাপন করা হবে, সেবিষয়ে অবশ্য মুখ খোলেননি ভিকি অথবা ক্যাটরিনা, কেউই।

810

জন্মদিন হোক, বা যেকোনও সারপ্রাইজ পার্টি, দুজনকে ছুটির মেজাজে দেখতে চেয়ে উন্মুখ হয়ে রয়েছেন ভক্তরা।

910

সোশ্যাল মিডিয়াতেও অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা।

click me!

Recommended Stories