Pahalgam Attack: পহেলগাঁওকাণ্ডের তীব্র নিন্দা করলেন সেলেবরা, দেখে নিন সলমন থেকে ভিকি- কে কী বললেন

Published : Apr 24, 2025, 04:36 PM IST

Pahalgam Attack: পহেলগাঁও-এ পর্যটকদের উপর সন্ত্রাসবাদী হামলায় ২৬ জনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বলিউড তারকারা। সলমন, অক্ষয়, হিনা, সঞ্জয়, ফারহান, করণ, ভিকি, সোনু সহ অনেকেই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

PREV
110

মঙ্গলবার থেকে তপ্ত কাশ্মীর। পহেলগাঁও-তে পর্যটকদের গুলি করে সন্ত্রাসবাদীরা। বেছে বেছে হিন্দুদের গুলি করা হয়। প্রয়াত হন ২৬ জন।

210

এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন সাধারণ থেকে সেলেব সকলে। জেনে নিন কোন তারকা কী বললেন।

310

সলমন লেখেন, পৃথিবীর বুক স্বর্গ যেন নরকে পরিণত হয়েছে। সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে। নিহতদের পরিবারের প্রতি আমি সমব্যাথী। মনে রাখবেন একজন নির্দোষকে হত্যা করার অর্থ গোটা পৃথিবীকে হত্যা করা

410

অক্ষয় কুমার লেখেন, পহেলগাঁও-তে পর্যটকদের ওর হামলার ঘটনার খবর জেনে সত্যিই স্তম্ভিত। নিরীহ মানুষদের নির্মম ভাবে হত্যা করা হল। পরিবারের জন্য প্রার্থনা করছি।’

510

হিনা খান প্রশ্ন তুলেছেন, পহেলগাঁও, কেন কেন কেন?

610

সঞ্জয় দত্ত লেখেন, ‘ঠান্ডা মাথায় আমাদের দেশের লোককে খুন করেছে ওরা। এই ঘটনাকে ক্ষমা করা যায় না। এই জঙ্গিদের এ বার বোঝা উচিত, আমরা চুপ করে থাকব না। আমাদের এই ঘটনার পাল্টা জবাব দিতেই হবে। প্রধানমন্ত্রী মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অনুরোধ করব এই ঘটনার যোগ্য জবাব দেওয়ার জন্য।’

710

ফারহান আখতার বলেন, পহেলগাঁও-তে জঙ্গি হামলার ঘটনায় গভীর ভাবে আহত। নিরীহ মানুষদের ওপর এই হত্যালীলা কোনও অজুহাত হতে পারে না। এই ঘটনায় কড়া নিন্দা হওয়া উচিত। নিহতদের পরিহারের সদস্যের প্রতি আমার সমবেদনা রইল। এই দুঃসময়ে কাশ্মীরের মানুষের পাশে আছি।

810

করণ জোহর লিখেছেন, সত্যিই হৃদয় বিদারক ঘটনা। নিহতদের পরিবার প্রতি সমবেদনা রইল।

910

ভিকি কৌশল বলেন, পহেলগাঁও-এর জঙ্গি হামলায় যাঁরা প্রিয়জনদের অমানবিক ভাবে হারালেন তাঁদের যন্ত্রণা কল্পনাও করতে পারছি না।

1010

সোনু সুদ লেখেন, নিরীহ পর্যটকদের ওপর কাপুরুষের মতো এই হামলার নিন্দা করি। সভ্য পৃথিবীতে সন্ত্রাসবাদের কোনও জায়গা থাকতে পারে না।

click me!

Recommended Stories