Palak Tiwari: মালদ্বীপ ছুটির মুডে পলক, নীল সুইমিং স্যুটে ভাইরাল নায়িকার ছবি

মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন পলক তিওয়ারি। সেই ছবি শেয়ার করলেন সেই ছবি। মুহূর্তে ভাইরাল হল সেই ছবি। ছবি দেখে মুগ্ধ জনগণ।

Sayanita Chakraborty | Published : May 30, 2023 8:48 AM
110

সদ্য নীল রঙের সুইমিং স্যুটে দেখা গেল পলক তিওয়ারিকে। সুইমিং পুলের নীল জলে ডুবে ব্রেকফাস্ট করছেন নায়িকা। নীল রঙের পোশাকে পলককে দেখে মুগ্ধ নেট জনতা। ছবিতে স্পষ্ট তাঁর আকর্ষণীয় লুক।

210

সদ্য মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছেন পলক। সেখানে পুলের মধ্যে ফোটোশ্যুট করতে দেখা গিয়েছে তাঁকে। আর সেই সকল আকর্ষণীয় ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। আর তা পোস্ট করা মাত্রই হয়েছে ভাইরাল। পলকের সেক্সি লুক নজর কেড়েছে সকলের।

310

ছবিতে দেখা যাচ্ছে নীল রঙের পোশাক পরেছেন পলক। চুল বাঁধা। মুখে মিষ্টি হাঁসি। তিনি বসে রয়েছেন পুলের জলে। সেখানে তাঁর সামনে রয়েছে ভাসমান ট্রে। যাতে প্রচুর স্ন্যাক্স দেখা যাচ্ছে। আছে জুসও। সেই খাবার উপভোগ করছেন পলক। ভাইরাল রয়েছে এমন একাধিক ছবি।

410

এই ছবি পোস্ট করা মাত্রই মুহূর্তে ভাইরাল হয়েছে। অনেকে যেমন তাঁর লুকের প্রশংসা করেছেন, তেমনই অনেকে মজাও করেছেন। একজন লিখেছন, তুমি এর কতটা খেয়েছ? একজন লিখেছেন, আর কত খাবে? তেমনই কেউ তাঁকে গর্জিয়াল বলেছেন। কেউ বলেছেন সুন্দর। অনেকেই হার্ট ইমোজি দিয়েছেন।

510

বর্তমানে বলিউডে জমিয়ে কাজ করছেন পলক। একটি মিউজিক ভিডিও দিয়ে পরিচিতি পান নায়িকা। তারপর কাজ করেন সলমন খানের সঙ্গে। বর্তমানে বেশ পরিচিত মুখ শ্বেতা তিওয়ারির কন্যা।

610

ইদে মুক্তি পেয়েছে ‘কিসি কা ভাই কিসি কা জান’। ছবি ঘিরে বহুদিন ধরে দর্শদের আগ্রহ ছিল তুঙ্গে। আর হবে নাই বা কেন, ভাইজানের ছবি বলে কথা। ছবির কথা ঘোষণা করার পর থেকে ছবি নিয়ে দর্শক মনে তৈরি হয়েছিল আগ্রহ। এবার বহু প্রতীক্ষার পর ২১ এপ্রিল মুক্তি পায় ‘কিসি কা ভাই কিসি কা জান’।

710

২১ এপ্রিল মুক্তি পেল সলমন খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’। ঈদে ধামাকা দিলেন ভাইজান। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ভীরাম-র কাহিনি নিয়ে তৈরি এই ছবিতে। পরিচালনার দায়িত্বে ফারহাদ শামদি। চিত্রনাট্য লিখেছেন সাজিন নাদিয়াদওয়ালা।

810

এই ছবিতে অভিনয় করেছেন একাধিক দক্ষিণী স্টার। আছেন ভেঙ্কটেশ দগ্গুবতী। ছবিতে অন্যান্য রয়েছে, পূজা হেগড়ে, শেহনাজ গিল, পালক তিওয়ারি, রাঘম জুয়াল, জ্যাসি গিল, আবদু রোজিকের মতো একাধিক স্টার।

910

সকলের মধ্যে নজর কাড়েন পলক। তাঁর অভিনয় থেকে মিষ্টি হাসি মুগ্ধ করেছে দর্শকদের। মা শ্বেতা তিওয়ারির দেখানো পথেই হাঁটলেন পলক। মায়ের মতো অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল ছোট থেকে বর্তমানে তা পূরণ হন।

1010

এখন পলকের হাতে আছে একটি বলিউড ছবি। যেখানে সঞ্জয় দত্তের সঙ্গে কাজ করবেন পলক। এছাড়া বিভিন্ন ইভেন্ট থেকে শো -তে প্রায়শই দেখা মেলে তাঁরা। সব মিলিয়ে বলিউড লাইম লাইটে পলক তিওয়ারি।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos