Pankaj Tripathi: ‘আমি আজ যা সেটা সম্পূর্ণ রূপে বাবার জন্য’, সদ্যপ্রয়াত বাবাকে উৎসর্গ করলেন জাতীয় পুরস্কার

৬৯ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করলেন পঙ্কজ ত্রিপাঠি। পেলেন সেরা সহ অভিনেতার পুরস্কার।

মিমি ছবির জন্য পুরস্কৃত হলেন পঙ্কজ ত্রিপাঠি। পেলেন সেরা সহ অভিনেতার পুরস্কার। ৬৯ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করলেন পঙ্কজ ত্রিপাঠি। মিমি ছবির প্রধান চরিত্রে ছিলেন কৃতি শ্যানন। সারোগেরি মা হওয়া নিয়ে তৈরি এই ছবিটি। ছবিতে গাইড থেকে মিমির বন্ধুর চরিত্রে দেখা যায় পঙ্কজকে। একদিকে কমেডি অন্যদিকে আবেগ- সব মিলিয়ে চরিত্রটি খুবই সুন্দর ভাবে উপস্থাপনা করেন অভিনেতা। এই কারণে পেলেন সম্মানও।

বললেন, তাঁর এই জাতীয় পুরস্কার তিনি নিজের সদ্য প্রয়াত বাবাকে উৎসর্গ করতে চান। এক বিবৃতিতে অভিনেতা বলেন, এটি দুর্ভাগ্যবশত আমার জন্য ক্ষতি ও শোকের সময়। যদি বাবুজি বেঁচে থাকতেন, তিনি আমার জন্য অত্যন্ত খুশি হতেন। যখন প্রথম জাতীয় পুরস্কারের জন্য আমার নাম মনোনীত হয়, তিনি অত্যন্ত গর্বিত ও খুশি হয়েছিলেন।

Latest Videos

তিনি আরও বলেন, এই পুরস্কার আমি আমার বাবা ও তাঁর আত্মাকে উৎসর্গ করছি। আমি আজ যা সেটা সম্পূর্ণ রূপে বাবার জন্য। এরই সঙ্গে নিজের টিমের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন। সঙ্গে অভিনন্দন জানান কৃতীকে। তিনিও সেরা অভিনেত্রীর পুরস্কার লাভ করেছেন।

২০১১ সালে মুক্তি পাওয়া মারাঠি ছবি মালা আই ভ্যাচির রিমেক হল মিমি। এটি ছবি সারোগেসি মায়ের গল্প নিয়ে তৈরি। বিদেশ থেকে আসা দম্পতির জন্য সারোগেসি করতে রাজি হবে মিমি ওরফে কৃতি। কিন্তু, হঠাৎ সেই দম্পতি জানতে পারবে বাচ্চার মধ্যে কোনও সমস্যা আছে। সেই শুনে তারা মাঝ পথে বিদেশ চলে যাবে। তারপর সেই সন্তানকে একা জন্ম দেবে মিমি এবং বড় করবে। হঠাৎ সোশ্যাল মিডিয়ায় দেখে বাচ্চাকে নিতে ভারতে ফেরত আসবে সেই বিদেশী দম্পতি। একটি সারোগেসির ঘটনা কীভাবে গোটা জীন বদলে দেবে মিমি-র তা নিয়ে তৈরি ছবিটি। সারোগেসি করতে গিয়ে সে কীভাবে সত্যিকারের মা হয়ে উঠবে তা দেখা যাবে ছবিতে। ছবির কেন্দ্রে মিমি হলেও তাঁর পুরো জার্নিতে তাঁর সঙ্গী ছিলেন পঙ্কজ ত্রিপাঠি। পঙ্কজের মাধ্যমেই সেই দম্পতির সঙ্গে সাক্ষাৎ হবে মিমির। নিঃসন্তান পঙ্কজ কীভাবে বন্ধুর মতো মিমির পাশে থাকবে তা জানা যাবে ছবিতে।

ছবিটি পরিচালনা করেন লক্ষণ উতেকর। একেবারে ভিন্ন ধরনের কাহিনি নিয়ে মুক্তি পায় ছবিটি। যা মুহূর্তে হয়েছিল সফল। আর এবার এই ছবির জন্য পঙ্কজ ত্রিপাঠি পেলেন জাতীয় পুরস্কার

 

আরও পড়ুন

Gadar 2: বিতর্কে জড়াল ‘গদর ২’, বিস্ফোরক মন্তব্য করলেন গদর-র মিউজিক ডিরেক্টর উত্তম সিং

এত বছর বউদের সঙ্গে পথ চলার সিক্রেট কী! রচনার দিদি নং ওয়ানে রহস্য ফাঁস করলেন রূপঙ্কর - জয়জিত

কাশ্মীরে সন্ত্রাসবাদের শিকার হওয়া ব্যক্তিদের জাতীয় পুরস্কার উৎসর্গ বিবেক অগ্নিহোত্রীর

Share this article
click me!

Latest Videos

Nadia-এ ডাম্পিং গ্রউন্ড ঘিরে বিতর্ক! থানায় আটক বিজেপি বিধায়ক! দেখুন | Nadia News Today
Naihati-তে কার পাল্লা ভারী? ফল ঘোষণার আগে উত্তেজনা তুঙ্গে গোটা এলাকায় | Naihati By Election Results
'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের (TMC) পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)
Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে