৫০ হাজারেরও বেশি টিকিট বিক্রি সারা ভারতে, উৎসবকেও হার মানাল পাঠান, বড় চমক শাহরুখের ফ্যান ক্লাবের

২৫ জানুয়ারি, শাহরুখ ভক্তদের জন্য এক বিশেষ দিন। দীর্ঘ প্রতীক্ষার পর ২৫ জানুয়ারি মুক্তি পেল 'পাঠান'। ভোরবেলা থেকে শুরু হয়ে গেছে সেলিব্রেশন। শহরের বড় বড় উৎসবকেও হার মানাল পাঠান। শাহরুখের ফ্যান ক্লাবের পক্ষ থেকেও বিরাট আয়োজন করা হয়েছে, দেখে নিন এক ঝলক।

Web Desk - ANB | Published : Jan 25, 2023 11:39 AM / Updated: Jan 25 2023, 11:40 AM IST
111

 
২০২৩ সালে 'পাঠান'দিয়ে বলিউডে কামব্যাক করছেন বলিউডের বাদশা শাহরুখ খান। দীর্ঘ প্রতীক্ষার পর ২৫ জানুয়ারি মুক্তি পেল 'পাঠান'। ছবি নিয়ে রীতিমতো কৌতুহল টগবগিয়ে ফুটছে দর্শকদের মধ্যে।

211

 শাহরুখ মানেই টানটান উত্তেজনা।'পাঠান' সিনেমা মুক্তি যেন যে কোন বড় উৎসবকে হার মানিয়ে দিয়েছে। সাতসকাল থেকেই পাঠান উৎসবে মজেছে গোটা দেশ।  ফার্স্ট ডে ফার্স্ট শো থেকেই হাউজফুল ছবির শো।

311


২৫ জানুয়ারি বুধবার পাঠান-এর মুক্তি উপলক্ষ্যে ফ্যানক্লাবের পক্ষ থেকে বিশেষ উদযাপনের আয়োজন করা হয়েছে। ফ্যানক্লাব এসআরকে ইউনিভার্সের সহ প্রতিষ্ঠাতা যশ পারিয়ানি সংবাদমাধ্যমকে জানিয়েছেন তাদের কাছে এটা উৎসবের চেয়ে কম কিছু নয়।
 

411

শাহরুখের কোনও সিনেমা আসা মাত্রই সেটাকে উদযাপন করেন তারা যৌথভাবে, আর এবার যেহেতু ৪ বছর পর কিং খান ফিরছেন বড়পর্দায় তার জন্য সেলিব্রেশনটাও এবার আরও ডবল হবে বলে তিনি জানিয়েছেন।
 

511

যশ জানিয়েছেন, দেশের ২০০টির শহরে কয়েকশো ফার্স্ট ডে ফার্স্ট শো-র আয়োজন তারা করেছেন। যেখানে একসঙ্গে বসে সিনেমা দেখবেন ভক্তরা। তাদের পক্ষ থেকেই সারা ভারতে ৫০ হাজারেরও বেশি টিকিট বিক্রি করা হয়েছে।

611

অন্যদিকে মলদ্বীপের মুহাম্মদ আশরাফের এসআরকে ইউনিভার্সের  ফ্যানক্লাব পাঠানের মুক্তি উপলক্ষ্যে পাঠান থিমের টি-শাার্ট,মোবাইল কভার,হাতের ব্যান্ড বিতরণ করবে। এছাড়াও থিয়েটারের বাইরে শাহরুখের বড় কাটআউটও লাগিয়েছে তারা।

711


'পাঠান'ঝড়ে কাঁপছে গোটা দেশ। রাস্তায় লোকজনের ভিড় কম থাকলে মাল্টিপ্লেক্সের চিত্রটাই যেন আজ পুরো ভিন্ন। কোনওভাবেই যেন তর সইছে না। আসলে হওয়াটাই স্বাভাবিক দীর্ঘ চার বছরের প্রতীক্ষার অবসান। ভক্তদের সামনে অ্যাবস নিয়ে হাজির হচ্ছেন বলিউডের বাদশা। মুক্তি পাওয়ার পর ছবিকে ঘিরে উন্মাদনার পারদ তুঙ্গে।

811

কলকাতাতেও কম-বেশি প্রতিটা মাল্টিপ্লেক্সেই 'পাঠান'-এর শো রয়েছে সকাল থেকে রাত পর্যন্ত। ইতিমধ্যেই সেখানে লম্বা লাইন। সিঙ্গল স্ক্রিনের মতোই মাল্টিপ্লেক্সে 'পাঠান' নিয়ে দারুণ উন্মাদনা শুরু হয়েছে। ছবির অ্যাডভান্স বুকিংও প্রচুর পরিমাণে রয়েছে। শো দেওয়া মাত্রই সমস্ত শো হাউজফুল।

911

'পাঠান' দেখার জন্য অগ্রিম টিকিট কেটে নিয়েছেন কিং খানের ভক্তরা।  আরও মনে করা হচ্ছে, কয়েকদিনের মধ্যেই ১০০ কোটির গন্ডি পেরিয়ে যাবে ছবিটি। শাহরুখ ও দীপিকা পাড়ুকোন অভিনীত ছবিটি জমজমাট স্পাই থ্রিলার।  ইতিমধ্যেই ছবির ফার্স্ট ডে ফার্স্ট শো-এর টিকিট শেষ হয়ে গিয়েছে।   হিন্দি, তামিল এবং তেলেগু ভাষাতেও মুক্তি পাবে এই ছবি। 
 

1011

দীর্ঘ ৪ বছর পর কিং খানকে পর্দায় দেখার জন্য উত্তেজনা তুঙ্গে। শাহরুখ ছাড়াও এই ছবিতে রয়েছেন দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম। অতিথি শিল্পী হিসেবে সলমন খানকেও দেখা যাবে ছবিতে। অভিনয়ের পাশাপাশি এই ছবিতে প্রযোজনাও করছেন শাহরুখ খান।

1111


সরস্বতী পুজোর একদিন আগে সকাল থেকে রাত পর্যন্ত সমস্ত টিকিট বুকিং হয়ে গেছে কলকাতার সিনেমাহলগুলিতে।আসলে টিকিট যেহারে বিক্রি হচ্ছে তাতে আর দেরি করলে পরে হয়তো পাওয়াই যাবে না। তাই সরস্বতী পুজোর দিন 'পাঠান' দেখার জন্য অগ্রিম টিকিট কেটে নিচ্ছেন কিং খানের ভক্তরা। কেউ নয়টা তো কেউ সাতটা ,বন্ধুদের সঙ্গে 'পাঠান' দেখার প্রস্তুতি চলছে জোরকদমে।  

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos