ওটিটিতে আসতে চলেছে পাঠান ঝড়, কত কোটি টাকা দিয়ে স্বত্ব কিনতে হল, কবে থেকে দেখা যাবে?

টিটি-তেও ঝড় তুলতে আসছে পাঠান। যা নিয়ে ইতিমধ্যেই উন্মাদনা তুঙ্গে ভক্তদের মধ্যে। ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই নাকি অ্যামাজন প্রাইমে পাঠান-এর স্বত্ব বিক্রি করেছে যশরাজ ফিল্মস।

২০২৩ সালটা শাহরুখ খানের জন্য ঠিক কতটা ভাল, তা আর বলার আপেক্ষা রাখে না। একের পর এক পালক জুড়ছে শাহরুখের মুকুটে। ২০২৩ সালে 'পাঠান' দিয়ে বলিউডে কামব্যাক করছেন বলিউডের বাদশা শাহরুখ খান। বিতর্ক-সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে বক্সঅফিসে বাজিমাত করছে শাহরুখ খানের ছবি পাঠান। সাত দিন পার হওয়ার পর পাঠান ঝড়ে কাঁপছে নেটদুনিয়া। বিশ্বব্যাপী নজর কাড়া ব্য়বসা করে ফেলেছে পাঠান। গত কয়েকদিন মাল্টিপ্লেক্সের চিত্রটাই যেন বদলে গিয়েছে। এবার ওটিটি-তেও ঝড় তুলতে আসছে পাঠান। যা নিয়ে ইতিমধ্যেই উন্মাদনা তুঙ্গে ভক্তদের মধ্যে।

ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই নাকি অ্যামাজন প্রাইমে পাঠান-এর স্বত্ব বিক্রি করেছে যশরাজ ফিল্মস, তাও আবার ১০০ কোটি টাকায়। তবে কবে থেকে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে পাঠান দেখা যাবে তা এখনও জানা যায়নি। সিনেমা হলের পর ওটিটিতেও যে বড় ছাপ রাখতে চলেছে পাঠান, তা এখন থেকেই টের পাওয়া যাচ্ছে। 'পাঠান' ছবি বক্স অফিসে সুনামির ঢেউ তুলেছে। বক্সঅফিসে বাজিমাত করছে শাহরুখ খানের ছবি পাঠান। মাত্র এক সপ্তাহের মধ্যে বাহুবলির ২-এর রেকর্ডকেও ভেঙে দিয়েছে 'পাঠান'।

Latest Videos

 

 

'পাঠান'ঝড়ে কাঁপছে গোটা দেশ। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে 'পাঠান। সারা বিশ্বজুড়ে ৮০০০টি পর্দায় দেখানো হচ্ছে পাঠান। এর মধ্যে ভারতের বাইরে ২৫০০ টি সিনেমা হল আছে। শাহরুখ ছাড়াও এই ছবিতে রয়েছেন দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম। অতিথি শিল্পী হিসেবে সলমন খানকেও দেখা যাবে ছবিতে। অভিনয়ের পাশাপাশি এই ছবিতে প্রযোজনাও করছেন শাহরুখ খান। আমির-সলমন-হৃত্বিককেও বড়সড় টেক্কা দিলেন শাহরুখ, পাশাপাশি নিজের ছবি হ্যাপি নিউ ইয়ার, চেন্নাই এক্সপ্রেস-কেও বলে বলে গোল দিয়েছেন বলিউডের বাদশা। 'বাদশা ইজ ব্যাক', এটাই এখন সকলের মুখে মুখে। শাহরুখ মানেই টানটান উত্তেজনা। এখনও পর্যন্ত প্রথম দিনে সবচেয়ে বেশি টাকার ব্যবসা করেছিল দক্ষিণী ছবি কেজিএফ চ্যাপ্টার ২। যা বক্স অফিসে ৫৩ কোটি ৯৫ লক্ষ টাকার ব্যবসা করেছিল। দক্ষিণী মেগা হিট ছবিকেও কড়া টক্কর দিয়েছে পাঠান। সূত্রের খবর, বুধবার প্রায় ৫৩ থেকে ৫৫ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। যা ওয়ার, ভারত ছবির প্রথম দিনের উপার্জনকে ছাড়িয়ে গেছে। শাহরুখের চার বছর পর কামব্যাকই কি ছবি হিটের বড় পাওনা। জানা গিয়েছে, ব্যবসার প্রায় অর্ধেকটাই উঠে এসেছে পিভিআর, আইনক্স,সিনেপলিস থেকে। মুক্তির দিন থেকে'পাঠান'নিয়ে যা উত্তেজনা দেখা গেছে তাতে একপ্রকার সকলেই নিশ্চিত ছিল ছবি ব্লকব্লাস্টার হিট হতে চলেছে। সেই প্রথম দিন থেকেই একটার পর একটা রেকর্ড গড়ে চলেছে শাহরুখের পাঠান। সূত্রের খবর,পাঠানের এই দুর্দান্ত সাফল্যের পর কার্তিক আরিয়ানের আগামী ছবি শেহজাদার মুক্তির দিনও পিছিয়ে দেওয়া হয়েছে। ছবিটি ১০ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল যেটা পিছিয়ে ১৭ ফেব্রুয়ারি করা হয়েছে।

 

Share this article
click me!

Latest Videos

খেলতে খেলতেই ঘটলো অঘটন! শোকের ছায়া Shantipur-এ, দেখুন | Nadia News Today
WB By Election Result: Naihati-তে সবুজ ঝড়! এক ধাক্কায় এগিয়ে TMC! উল্লাসের আমেজ গোটা এলাকায়
'উপনির্বাচনের ফলাফল নিয়ে BJP ভাবেনা' আর কি বললেন শুভেন্দু? দেখুন | Suvendu Adhikari
উপনির্বাচনে হার! কি বললেন শুভেন্দু! দেখুন #shorts #suvenduadhikari
Live : India vs Australia: রাহুল-যশস্বীর ব্যাটে জয়ের স্বপ্ন, অস্ট্রেলিয়া সফরের শুরুতেই দাপট