
জামাই ষষ্ঠী মানেই শাশুড়িদের কাছে জামাইদের বাড়াবাড়ি রকমের যত্নআত্তি। তার সঙ্গে মেয়ে আর নাতি-নাতনি উপস্থিত থাকলে তো জামাই- আদর হয়ে ওঠে একেবারে ফ্যামিলি গেট টুগেদার। বাঙালি বাড়ির জামাই হয়েছেন, এমন অবাঙালি পুরুষদের ভাগ্যে জামাই ষষ্ঠীর দিন জুটে যায় এলাহি খাওয়া-দাওয়া। তেমনই এক বাঙালি বাড়ির অবাঙালি জামাই হলেন অভিনেতা গুরমীত চৌধুরী।
এক সময়ে গুরমীত বিহার রাজ্যের বাসিন্দা হলেও বর্তমানে তাঁর ঠিকানা মুম্বই। টেলি সিরিয়াল জগতে তিনি নিজের স্ত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়ের মতোই সমান জনপ্রিয়। দাম্পত্য জীবনে নতুন অতিথি হয়ে এসেছে তাঁদের ফুটফুটে ছোট্ট ছোট্ট দুই কন্যা সন্তান। এই দুই খুদেকে নিয়েই এবার জমিয়ে জামাই ষষ্ঠীর আপ্যায়ন গ্রহণ করলেন গুরমীত চৌধুরী।
মুম্বইতে দেবিনার মা শবরী বন্দ্যোপাধ্যায়ের কাছে পাত পেড়ে খেতে বসলেন হিন্দি সিরিয়ালের এই খ্যাতনামা অভিনেতা এবং অভিনেত্রী জুটি। কোলে দুই কন্যাকে নিয়েই জমে গেল ভুরিভোজ। মা- বাবার সঙ্গে মিল রেখে দুই কন্যার পরনেও ছিল লাল- সাদা রঙের শাড়ি। জামাই আদরে মুগ্ধ হয়ে ডায়েট থেকে একটা দিন ছুটি নিলেন গুরমীত আর দেবিনা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-
চল্লিশটি কুমীর মিলে ছিঁড়ে খেল শরীর, পোষা জন্তুদের হাতেই প্রাণ গেল কম্বোডিয়ার কুমীর-পালকের
পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপে বিয়ারের ছবি পাঠিয়ে ফেলে মারাত্মক অস্বস্তিতে যুবক, অনলাইনে মা-বাবার একসঙ্গে বকুনি
New Parliament Building: নয়া সংসদ ভবনে গোলাপি শাড়িতে 'স্বপ্নকন্যা' হেমা মালিনী
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।