PM Modi On Dharmendra Death News: না ফেরার দেশে বলিউডের হি-ম্যান। ধর্মেন্দ্রর প্রয়াণে শোকস্তব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা নমোর। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
বলিউডের জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র প্রয়াত। ৮৯ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ধর্মেন্দ্র দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। সোমবার প্রকাশ্যে আসে তার দেহত্যাগের খবর। এদিন ধর্মেন্দ্রর প্রয়াণে তাকে শেষ শ্রদ্ধা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের এক্স হ্যান্ডেলে শোকবার্তা পোস্ট করে তিনি লেখেন যে-''ভারতীয় সিনেমার এক যুগাবসান। তিনি ছিলেন একজন আইকনিক সিনেব্যক্তিত্ব, একজন অসাধারণ অভিনেতা যিনি প্রতিটি চরিত্রে সমানভাবে প্রাণপ্রতিষ্ঠা করেছিলেন।''
26
ধর্মেন্দ্রর মৃত্যুতে শোকাহত প্রধানমন্ত্রী
তিনি আরও লেখেন-''বিভিন্ন চরিত্রে অভিনয় করে অসংখ্য মানুষের মন জয় করেছিলেন। এই কঠিন সময়ে ওঁর পরিবার, বন্ধুবান্ধবদের প্রতি আমার সমবেদনা রইল।''
36
শেষকৃত্য সম্পন্ন ধর্মেন্দ্রর
বলিউডের খ্যাতনামা এই বর্ষীয়ান নায়কের মৃত্যু নিয়ে আগেও ছড়িয়ে ছিলো গুঞ্জন। গত ১১ নভেম্বর তার মৃত্যুর খবরে ছেয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। যদিও সেই সব অপপ্রচারকে বুড়ো আঙুল দেখিয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় ধর্মেন্দ্রকে। কিন্তু বাড়ি ফেরার ১৩ দিনের মাথায় ঘটল অঘটন। না ফেরার দেশে বলিউডের খ্যাতনামা নায়ক ধর্মেন্দ্র। পরিবারের তরফে তার মৃত্যু নিয়ে মুখ না খুললেও পরিচালক করণ জোহর থেকে শুরু করে মন্ত্রী নীতীন গডকরি সহ প্রধানমন্ত্রীর শোকবার্তা পোস্টে সব জল্পনায় পড়ে সিলমোহর। প্রয়াত হেমা মালিনীর স্বামী ধর্মেন্দ্র। সোমবার দুপুর ২টো ২৫ মিনিট নাগাদ মুম্বইয়ের ভিলে পার্লে শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
46
ধর্মেন্দ্রকে শেষ দেখা দেখতে শ্মশানে অনুগামীদের ভিড়
সহ অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে এদিন দুপুরে শ্মশানে পৌঁছে যান অভিনেতা সলমন খান। অনিল কাপুর। কড়া নিরাপত্তাবলয় মুড়ে শ্মশানে যান অমিতাভ বচ্চন, আমির খান। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, অভিনেতার মুখাগ্নি করেছেন তার বড় ছেলে সানি দেওল।
56
স্বামীকে হারিয়ে শোকস্তব্ধ হেমা
দীর্ঘদিনের জীবনসঙ্গীকে হারিয়ে শোকে বিহ্বল সাংসদ-অভিনেত্রী হেমা মালিনী। এদিন দুপুরে ছলছল চোখে ছেলে-মেয়ের সঙ্গে মুম্বইয়ের ভিলে পার্লে শ্মশানে তিনিও উপস্থিত ছিলেন। স্বামীকে শেষ বিদায় জানাতে কান্নায় ভেঙে পড়েন হেমা মালিনী।
66
ধর্মেন্দ্রর মৃত্যুতে ভাঙল জুটি
ধর্মেন্দ্রর মৃত্যুতে ভেঙে গেল ৫০ বছরের বন্ধুত্বের জুটি। অন্যদিকে ধর্মেন্দ্র সম্প্রতি করণ জোহরের ছবি রকি অউর রানি কি প্রেম কাহানি- ছবিতে অভিনয় করে বুড়ো হাড়েও ভেলকি দেখিয়েছেন। এই ছবিতে হুইল চেয়ারে বসেই দর্শকদের মন জয় করেছেন তিনি।