সোশ্যাল মিডিয়ায় ধর্মেন্দ্রর ছবি পোস্ট করে করণ জোহর লিখেছেন, 'আমাদের ইন্ডাস্ট্রির সকলের কাছে ধর্মেন্দ্র ছিলেন ভীষণ প্রিয় একজন মানুষ। সকলের মধ্যে ইতিবাচকতা ছড়িয়ে দিতেন। সকলের মাঝে অপরিসীম ভালোবাসা বিলিয়ে দিতেন। ওঁর আলিঙ্গন, আশীর্বাদ যে কতটা মিস করব, সেটা ভাষায় প্রকাশ করার নয়। এই শূন্যতা কখনও কেউ পূরণ করতে পারবে না। ধর্মজি একজনই। এত দয়ালু মানুষ। আজ স্বর্গ ধন্য হল আপনার উপস্থিতিতে। আপনার সাথে কাজ করতে পেরে আমি আশীর্বাদধন্য। তাই বলতে ইচ্ছে করছে, অভি না যাও ছোড় কে, দিল অভি ভরা নহি…!'