নিজের ক্ষতে প্রলেপ লাগাতে অ্যালকোহলে ডুবে যাই, ব্যক্তিগত জীবন নিয়ে আকপট পূজা ভাট

তিনি বলেন, ‘আমি আমার ক্ষতে প্রলেপ লাগাতে অ্যালকোহলে ডুবে যাই।...প্রথমে একজন ভালো স্ত্রী হওয়ার চেষ্টা করেছি তারপর বোতল ডুব দিয়ে তৃপ্তি পাওয়ার চেষ্টা করি।

‘আনচেইন মাই হার্ট’ বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পুজা ভাট। মহেশ ভাট কন্যা এই অনুষ্ঠানে এসে এক বিস্ফোরক মন্তব্য করলেন। নিজের ব্যক্তিগত জীবন প্রসঙ্গে তিনি বলেন, ‘বোন আলিয়া এত সফল কারণ ও জানে কী শেয়ার করতে হবে। ও জানে কোনটা কোনটা নিজের কাছে রাখতে হবে আর কোনটা নয়।’

‘আমি শিখেছি যে আপনি যখন খাঁটি হন, যখন আপনি হৃদয় থেকে কথা বলেন। তখনই সংযোগ তৈরি হয়।.... একজন শিল্পীর জীবনে চারটি ঋতু থাকে। প্রথমে তারা বলেন যে তাঁর সম্ভাবনা আছে, তারপর তাঁরা বলেন তিনি এসেছেন। তারপর তাঁরা বলেন তিনি শেষ হয়ে গিয়েছেন এবং তারপর আবারও বলা হয় যে তিনি ফিরে এসেছেন। তাই আমি বোম্বে বেগমদের সঙ্গে ফিরে এলাম।’

Latest Videos

তিনি আরও বলেন, ‘আমি একটা বিয়ে করেছি যা ভেঙে গিয়েছে। এটা কোনও বেদনাদায়ক পরিস্থিতির কারণে ভাঙেনি বরং বিষয়টা বিরক্তিকর ছিল। আমরা কেউই কাউকে প্রতারণা করিনি, আমাদের এই বিয়ে নিয়ে আগ্রহই ছিল না। একজন মহিলা হিসেবে আমি বুঝতে পেরেছি যে সমাজ আমার জন্য যে বাক্সটি তৈরি করেছে তাতে টিক দেওয়ার সময় আমি নিজেকে হারিয়ে ফেলেছি।’

তিনি বলেন, ‘আমি আমার ক্ষতে প্রলেপ লাগাতে অ্যালকোহলে ডুবে যাই। আটকে পড়েছিলাম, যেন আমাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। প্রথমে একজন ভালো স্ত্রী হওয়ার চেষ্টা করেছি তারপর বোতল ডুব দিয়ে তৃপ্তি পাওয়ার চেষ্টা করি।... আমি ব্যথা থেকে মুক্তি পেতে এসব করেছি। ধীরে ধীরে যন্ত্রণা ও শূন্যতার সঙ্গে মোকাবিলা করতে শিখেছি। তারপর ধীরে ধীরে অ্যালকোহল মুক্ত হই। শান্তি ফিরে আসার পর সাত বছর হয়ে গিয়েছে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

আরও পড়ুন

দীপিকার Wow ভিডিও ভাইরাল , সোশ্যাল মিডিয়ায় সলমনের টাইগার থ্রিকে টেক্কা দিলেন তিনি

Urfi Javed: 'পাক্কা রাজনৈতিক নেতাদের মতো!' উরফি জাভেদকে ঘোমটায় দেখে এমনই মন্তব্য নেটিজেনদের

 

Share this article
click me!

Latest Videos

PM Modi Live: মুম্বইয়ে ইসকন মন্দিরের উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদী, দেখুন সরাসরি
‘আপনার বাড়ির পাশেই জঙ্গি থাকে আপনি জানবেন না’ বিস্ফোরক মন্তব্য Agnimitra Paul-এর, দেখুন
'কে মরল ওনার কি! স্বাস্থ্যমন্ত্রীর গোটা পরিবার বিদেশে চিকিৎসা করায়' তোপ শুভেন্দুর |Suvendu Adhikari
Suvendu Adhikari Live: শুভেন্দুর স্বাস্থ্যভবন অভিযানে ধুন্ধুমার, দেখুন সরাসরি
West Bengal-এ সন্ত্রাসের বিরুদ্ধে Suvendu Adhikari-র বিক্ষোভ মিছিল! দেখুন সরাসরি