তিরুপতিতে বিয়ে করার ইচ্ছে প্রকাশ প্রভাসের, তবে কি কৃতির সঙ্গে সম্পর্কে পড়ল শিলমোহর?

হিন্দু ধর্মীয় পাঠ্য রামচরিতমানস থেকে চলচ্চিত্র তৈরি করছেন। ছবিতে উঠে আসবে শ্রী রামের জীবন কাহিনি। তেলেগু, হিন্দি, তামিল, মালায়াম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে ছবিটি।

বহুদিন ধরে খবরে রয়েছেন প্রভাব। আসছে ‘আদিপুরুষ’। ৫০০ কোটি বাজেটের এই ছবি বহুদিন ধরে রয়েছে খবরে। ছবি মুক্তি পাবে ১৬ জুন। একেবারে অন্যরকম কাহিনি নিয়ে আসছে ছবিটি। ছবিতে প্রভাব, কৃতি, সইফ আলি খান-সহ থাকছেন একাধিক হেভি ওয়েট তারকা। রামায়নের কাহিনি এবার দেখা যাবে বড় পর্দায়। হিন্দু ধর্মীয় পাঠ্য রামচরিতমানস থেকে চলচ্চিত্র তৈরি করছেন। ছবিতে উঠে আসবে শ্রী রামের জীবন কাহিনি। তেলেগু, হিন্দি, তামিল, মালায়াম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে ছবিটি।

এই ছবি মুক্তির আগে ব্যক্তিগত বিষয় নিয়ে খবরে এলেন প্রভাস। জানালেন কবে বিয়ে করবেন। গতকাল ছিল ছবির প্রি রিলিজ ইভেন্ট। বললেন, বিয়ে করলে তিরুপতিতেই করবেন। ইভেন্টে তাঁকে প্রশ্ন করা হয়, তিনি কবে বিয়ে করবেন। উত্তরে প্রভাস বলেন, বিয়ে একদিন করব। বিয়ে করলে আমি তিরুপতিতে বিয়ে করব। প্রভাসের এই উত্তর শুনে ভক্ত মহলে দেখা দেয় খুশি।

Latest Videos

প্রভাস ও কৃতির সম্পর্ক নিয়ে দীর্ঘ জল্পনা চলছিল ফিল্মি দুনিয়ায়। এই বিষয় আপাতত থেকে গিয়েছে রহস্যের বেড়া জালে। তার কারণ তারা কেউই কিছু বললেনি।

কৃতির সঙ্গে প্রভাসে সম্পর্ক নিয়ে দীর্ঘ জল্পনা চলছে। গসিপ অনুসারে, আদিপুরুষ ছবির কাজ করতে গিয়েই সম্পর্কে জড়ান কৃতি ও প্রভাব। ছবিতে রাজনী (সীতা) র চরিত্রে অভিনয় করেছেন কৃতি। আর রাঘম (রাম)-র চরিত্রে অভিনয় করেছেন প্রভাব। ছবির পর্দায় তাঁদের অসাধারণ কেমিষ্ট্রি যে ফুটে উঠতে চলেছে তা ট্রেলারে স্পষ্ট। কিন্তু, ব্যক্তিগত জীবনে তাঁদের দুজনের মধ্যে কোনও সম্পর্ক আছে কি না, তা এখনও বোঝা যায়নি। কৃতির সঙ্গে সম্পর্কের গুঞ্জনের মাঝে প্রভাসের বিয়ে নিয়ে এমন মন্তব্য উষ্কে দিয়েছে সম্পর্কের কথা।

এদিকে আদিপুরুষ ছবি মুক্তি পাবে ১৬ জুন। ছবিতে প্রভাব, কৃতি, সইফ আলি খান-সহ থাকছেন একাধিক হেভি ওয়েট তারকা। হিন্দু ধর্মীয় পাঠ্য রামচরিতমানস থেকে চলচ্চিত্র তৈরি করছেন। ছবিতে উঠে আসবে শ্রী রামের জীবন কাহিনি। তেলেগু, হিন্দি, তামিল, মালায়াম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে ছবিটি। এবার প্রকাশ্যে এল ছবির ফাইনাল ট্রেলার। ২ মিনিট ২৪ সেকেন্ডের এই ট্রেলার জুড়ে রয়েছে অসাধারণ গ্রাফিক্স। যা মন কেড়েছে দর্শকদের। ওম রাউত পরিচালিত এই ছবি ভারতীয় মহাকাব্য রামায়ণের একটি নতুন পুনরাবৃত্তি। টি সিরিজ ও ইউভি ক্রিয়েশনস দ্বারা প্রযোজিত এই ছবিতে দুর্দান্ত ভিএকএক্স দেখা যাবে। ১৬ জুন মুক্তি পাবে ছবিটি।

 

 

আরও পড়ুন

Zara Hatke Zara Bachke: পঞ্চম দিনে কমল আয়, দেখে নিন সারা-ভিকির ম্যাজিক কতটা প্রভাব ফেলল দর্শক মহলে

Rakul Preet Singh: সমুদ্র সৈকতে উষ্ণতা চড়ালেন রকুল, নায়িকার হট লুকে বোল্ড আউট ভক্তরা

সলমন থেকে টাব্বু- এদের জীবনে একাধিক প্রেম এলেও বিয়ে নেই ভাগ্যে, রইল সাত বলি তারকার কথা

Share this article
click me!

Latest Videos

খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ