- Home
- Entertainment
- Bollywood
- Adipurush: প্রি রিলিজ ইভেন্ট প্রকাশ্যে এল ছবির নতুন ট্রেলার, কয়েক ঘন্টার অনুষ্ঠানে খরচ ২.৫ কোটি
Adipurush: প্রি রিলিজ ইভেন্ট প্রকাশ্যে এল ছবির নতুন ট্রেলার, কয়েক ঘন্টার অনুষ্ঠানে খরচ ২.৫ কোটি
- FB
- TW
- Linkdin
তিরুপতিতে অনুষ্ঠিত হল আদিপুরুষ ছবির প্রি রিলিজ ইভেন্ট। এই অনুষ্ঠানে প্রকাশ্যে এল ছবির আরও এক নতুন ট্রেলার। মিডিয়া রিপোর্ট অনুসারে, এই কয়েক ঘন্টার শো-তে ব্যয় হল কয়েক কোটি টাকা। জানা গিয়েছে, প্রায় ২.৫ কোটি টাকা ব্যয় হয়েছে শুধু এই শো করতে।
আদিপুরুষ ছবির প্রি রিলিজ ইভেন্ট উপলক্ষ্যে বিশেষ ভাবে সাজানো হয়েছিল তিরুপতি। তিরুপতির শ্রী ভেঙ্কটেশ্বর বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে বিকেল ৫ টা নাগাদ হয় এই অনুষ্ঠান। এই দিন এই স্টেডিয়াস মেজে উঠছিল বিশেষ ভাবে। চারিদিকে আলোর রোশনাই তো আছেই সঙ্গে ছিল আরও বেশ কিছু বিশেষ আয়োজন।
প্রি রিলিজ ইভেন্ট অনুসারে প্রভাবে এক বিশেষ কাটআউট লাগানো হয়। তা নজর কেড়েছিল সকলের। আতশবাজি পোড়ানো হয়। এদিন শুধু ৫০ লক্ষ টাকার আতশবাজি এসেছিল বলে শোনা গিয়েছে। সঙ্গে এদিন ইভেন্টে উপস্থি ছিলেন প্রভাস, কৃতি শ্যানন সহ ছবির একাধিক সদস্যরা।
দর্শকদের জন্য হাজার হাজার সিটের ব্যসবস্থা করা হয়। তিরুপতি শ্রী ভেঙ্কটেশ্বরা ইউনিভার্সিটি স্টেডিয়াম এই উঠে এসেছিল খবরের শীরোনামে। এদিন ট্রেলার মুক্তি পায় বিকেলে। সে সময় অনুষ্ঠান চলাকালীন ভগবান রাম ও রাবণের যুদ্ধের কিছু দৃশ্য দেখানো হয়েছিল। ৬০০ কোটি বাজেটের এই ছবির প্রি রিলিজ ইভেন্টেই খরচ হয় ২.৫ কোটি টাকা।
অনেক আগেই খবরে এসেছিল, তিরুপতির এই ইভেন্টের জন্য মুম্বই থেকে আসবেন শিল্পীরা। তাও ২০০ জন গায়ক ও ২০০ জন নৃত্যশিল্পী আসে। তিরুপতির এই প্রি রিলিজ ফাংশনকে টক অফ দ্য টাউন করার পরিকল্পনা ছিল ছবির টিমের। সেই অনুসারে সব আয়োজন করেছিলেন তারা।
এদিকে ছবি মুক্তি পাবে ১৬ জুন। একেবারে অন্যরকম কাহিনি নিয়ে আসছে ছবিটি। ছবিতে প্রভাব, কৃতি, সইফ আলি খান-সহ থাকছেন একাধিক হেভি ওয়েট তারকা। রামায়নের কাহিনি এবার দেখা যাবে বড় পর্দায়। হিন্দু ধর্মীয় পাঠ্য রামচরিতমানস থেকে চলচ্চিত্র তৈরি করছেন। ছবিতে উঠে আসবে শ্রী রামের জীবন কাহিনি।
ট্রেলার মুক্তি পেয়েছে ৯ মে। আদিপুরুষ ছবির ট্রেলার লঞ্চের পর মাত্র ২৪ ঘন্টায় মোস্ট ভিউড-র তকমা পেয়েছিল ছবিটি। ছবির প্রতি পরতে রয়েছে এক আলাদা অনুভূতি। শ্রীরামের জীবনকাহিনি ফুটে উঠতে চলেছে ছবিতে। ছবি মুক্তি ১৬ জুন। তেলেগু, হিন্দি, তামিল, মালায়াম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে ছবিটি।
এদিকে কালই টিমের পক্ষ থেকে একটি বিশেষ টুইট করা হয়। সেখানে বলা হয়েছে, আদিপুরুষ স্ক্রিনিং-র সময় প্রতিটি থিয়েটারে একটি আসন অবিক্রিত থাকবে। এই অবিক্রিত আসনটি উৎসর্গ করা হবে ভগবান হনুমানকে। মানুষের বিশ্বাস উদযাপনের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
বিবৃতিতে বলা হয়েছে, ‘যেখানেই রামায়ণ পাঠ করা হয় সেখানেই ভগবান হনুমান উপস্থিত হন। এটা আমাদের বিশ্বাস। এই বিশ্বাসকে সম্মান জানিয়ে, প্রভাসের অভিনীত আদিপুরুষ ছবির প্রেক্ষাগৃহে একটি আসন বিক্রি না করে ভগবান হনুমানের জন্য সংরক্ষিত থাকবে। এভাবে শ্রদ্ধা জানানো হবে রামের সর্বশ্রেষ্ঠ ভক্তকে। আমরা এই মহান কাজটি অজানা উপায় শুরু করেছি।...’
আপাতত ছবি মুক্তির অপেক্ষা। ১৬ জুন আসছে ৭০০ কোটি বাজেটের এই ছবি। এই ছবি ঘিরে বহুদিন ধরে চর্চা রয়েছে বলিউডে। এবার বহু প্রতীক্ষার পর সেই ছবি মুক্তির অপেক্ষা। এখন দেখার ছবি ঘিরে দর্শক মনে যে আশা তৈরি হয়েছে এতদিন ধরে তা পূরণ হয় কি না।