বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার সম্পর্ক নিয়ে গুঞ্জন বহুদিনের। আজ হবে বাগদান অনুষ্ঠান। সে কারণে সেখানে পৌঁছালেন প্রিয়াঙ্কা।
দিল্লি বিমান বন্দরে পৌঁছালেন প্রিয়াঙ্কা চোপড়া। পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার সম্পর্ক আজ পরিণতি পাওয়ার পালা। ১৩ মে আনুষ্ঠানিক ভাবে বাগদান সারবেন রাঘব ও পরিণীতি- এমন খবর আগেই শোনা গিয়েছিল। সেই অনুসারে, আয়োজন হল অনুষ্ঠান। আজ সকাল সকাল দিল্লি পৌঁছালেন প্রিয়াঙ্কা। বোনের বিয়ে উপলক্ষ্যে হাজির হলেন তিনি।
দিল্লি এয়ারপোর্ট দেখা গেল নায়িকাকে। পরনে হলুদ রঙের ট্রাউজার ও টপ পোশাক। চোখে চশমা কালো। মাথায় চুপি। পায়ে কালো স্নিকার্স। কাঁধে ব্যাগ নিয়ে হাঁটতে দেখা গেল প্রিয়াঙ্কা চোপড়াকে। সঙ্গে ছিল তাঁর কর্মীরা। আজ সকালেই বিদেশ থেকে দেশে ফিরলেন তিনি। সকাল সকাল পৌঁছালেন বোনের বাগদান অনুষ্ঠানে।
বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার সম্পর্ক নিয়ে গুঞ্জন বহুদিনের। শেষ পর্যন্ত তারা নিজেরাই নিশ্চিত করেন প্রেমের সম্পর্কের কথা। তারপরই প্রকাশ্যে আসে তাঁদের এনগেজমেন্টের খবর। বিদেশে একসঙ্গে পড়াশোনা করতেন রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া। অনেকের আন্দাজ সেই থেকে সম্পর্ক। সে যাই হোক, আজ সম্পর্ক পরিণতি পাওয়া পালা।
এদিকে, এনগেজমেন্টের আগে খেলার মাঠ থেকে রেস্তোরাঁয় ডেটিং-এ দেখা গিয়েছে তাঁদের। কদিন আগে, মুম্বইয়ের এক রেস্তোরাঁয় ডিনার ডেটে দেখা গেল রাঘব ও পরিণীতিকে। ভাইরাল হয়েছে সেই ছবি। ডিনার ডেটে গিয়ে পাপারাৎজিদের ক্যামেরার ধরা পড়লেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। সেদিন পরিণীতির হাতের আংটি নজর কাড়ল সকলের। পরিণীতির হাতে থাকে একটি হিরের আংটি দেখা যায়। রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় পরিণীতির হাতে একটি হিরের আংটি সকলের চোখে পড়ে। যা দেখে অনেকেই মনে করেছেন গোপনে বাগদান সেরেছেন নাকি তাঁরা। সে যাই হোক, সেই ধারণা ভুল প্রমাণ করে আজ বাগদান সারবেন পরিণীতি ও রাঘব। দিল্লিতে হবে অনুষ্ঠান। গতকাল থেকেই বাড়ি সেজেছিল বিভিন্ন আলোয়। আজ সম্পন্ন হবে সই অনুষ্ঠান। সকাল থেকে সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বাগদানে পরিণীতির সাজ দেখতে চান সকলে। আপ নেতার সঙ্গে বিয়ের বাঁধনে বাঁধা পড়ার আগে আজ অনুষ্ঠিত হবে এনগেজমেন্ট। সেখানে প্রিয়াঙ্কা পৌঁছালেও নিককে দেখা যায়নি। এর কারণ এখনও অজানা। সে যাই হোক, সকল অনুষ্ঠান সুন্দর ভাবে সম্পন্ন হোক, তাই সকলের কাম্য। এখন রইল ছবি প্রকাশের অপেক্ষা।
আরও পড়ুন
Nandita Roy: হাসপাতালে ভর্তি বাঙালি পরিচালক নন্দিতা রায়, মঙ্গলকামনায় রয়েছেন সিনেমাপ্রেমীরা
Happy Mother’s Day: রইল বলিউডের কয়েকজন মায়ের কথা, যারা সংসার ও কাজ একসঙ্গে সামলাচ্ছেন সুন্দর ভাবে
অভিনেত্রী হওয়ার আগে ছিলেন মাছ বিক্রেতা, প্রকাশ্যে এল টুইঙ্কেল খান্নার প্রথম জীবনের কথা